ওরে, নূতন যুগের ভোরে

অমিত আহমেদ এর ছবি
লিখেছেন অমিত আহমেদ (তারিখ: শুক্র, ২০/০২/২০০৯ - ২:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

গীতিকার ও সুরকার: রবীন্দ্রনাথ ঠাকুর
শিল্পী: সাজেদ আকবর

ওরে, নূতন যুগের ভোরে
দিস নে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে।।

কী রবে আর কী রবে না, কী হবে আর কী হবে না
ওরে হিসাবি,
এ সংশয়ের মাঝে কি তোর ভাবনা মিশাবি?

যেমন করে ঝর্না নামে দুর্গম পর্বতে
নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পড় অজানিতের পথে।

জাগবে ততই শক্তি যতই হানবে তোরে মানা,
অজানাকে বশ ক’রে তুই করবি আপন জানা।

চলায় চলায় বাজবে জয়ের ভেরী —
পায়ের বেগেই পথ কেটে যায়, করিস নে আর দেরি।।

Get this widget | Track details | eSnips Social DNA


মন্তব্য

গৌরীশ রায় এর ছবি

অজাজিতের = অজানিতের

অমিত আহমেদ এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।