বাংলা বানানরীতি আলোচনা - ১

আয়েশা আখতার এর ছবি
লিখেছেন আয়েশা আখতার (তারিখ: রবি, ২৩/০৩/২০০৮ - ৫:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

(পরবর্তী অংশ)
এবার কিছু শব্দকে ভেঙ্গে দেখাচ্ছি -
শরীর+ইক = শারীরিক
সীমা+ইত=সীমিত
পীড়া+ইত=পীড়িত
নীল+ইমা=নীলিমা
পঙ্ক+ইল=পঙ্কিল
পরীক্ষা+ইত=পরীক্ষিত
উজ্জীবন+ইত=উজ্জীবিত
এসব শব্দের বানান অনেক সময়ই বিভ্রাট সৃষ্টি করে। এখানে মূল শব্দের বানানে কিন্তু কোন পরিবর্তন হয় নি। ইক,ইত,ইমা,ইল এ প্রত্যয়গুলোর কারণেই পরবর্তী অংশে ই-কার হয়েছে।
আবার ধরা যাক এই শব্দগুলোর বেলায় কী পরিবর্তন ঘটছে-
একাকী +ইনী=একাকিনী
বিজয়ী+ইনী=বিজয়িনী
মায়াবী+ইনী=মায়াবিনী
একই ভাবে বন্দিনী, প্রণয়িনী, বিরহিণী। এখানে মূল শব্দের শেষে ই-কার থাকলেও ইনী প্রত্যয় যোগ হওয়ায় ঈ-কার পরিবর্তিত হয়ে ই-কার ও শেষে ঈ-কার হয়েছে।
আমরা কিছু বানান ভুল লেখতে লেখতে এতটাই অভ্যস্ত হয়ে যাই যে, এগুলোকে আর অশুদ্ধ মনে হয় না। যেমন- বুদ্ধিজীবি, শ্রমজীবি, পরজীবি ইত্যাদি। এখানে মূল শব্দের পরে ‌'জীবী' যোগ হওয়ায় এই বানানটির কোন পরিবর্তন করা যাবে না। তাই বানানগুলো হবে এমন- বুদ্ধিজীবী, পরজীবী, শ্রমজীবী।
প্রত্যয় যোগে বানানের এই যে পরিবর্তন ঘটছে এটা অনেকটা রসায়নের বিক্রিয়ার মত। সুশৃঙ্খলভাবে এ পরিবর্তনগুলো ঘটে থাকে।
আরো কিছু বানান ভেঙ্গে দেখাচ্ছি-
প্রাণী+জগৎ = প্রাণিজগৎ
মন্ত্রী+গণ=মন্ত্রিগণ, কিন্তু মন্ত্রীরা
শ্রেণী+বিন্যাস=শ্রেণিবিন্যাস
এখানে বলা হয়েছে, সমাসবদ্ধ শব্দ হলে বা সংস্কৃত বহুবচনবাচক বিভক্তি যোগ হলে প্রথম পদের শেষে ঈ-কার থাকলে তা ই-কারে রূপ নিবে। তাই রা বাংলা বিভক্তি হওয়ায় মন্ত্রীরা বানানে কারের পরিবর্তন হয়নি।
আরেকটি বানান নিয়ে আমরা প্রায়ই বিভ্রান্ত হই- 'কী' বা 'কি' কখন হবে? কয়টি উদাহরণ দিচ্ছি-
ক. তোমার নাম কী ? কী করে যাব ?
খ.তোমার নাম কি বিজয়? তুমিও কি যাবে? গ. কি ঝড় কি বৃষ্টি কিছুই তাকে আটকে রাখতে পারে নি।
ঘ. কী আনন্দ! কী সৌভাগ্য!
ক নং প্রশ্নগুলোর উত্তরে কোন একটি নাম বা কোন বর্ণনা দিতে হবে, অর্থাৎ এখানে কোন বিশেষ্য বা বিশেষ্যস্থানীয় বাক্য হবে তাই এই বানানটি ঈ-কার দিয়ে লেখতে হবে। আবার খ নং প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না হবে , তাই এতে ই-কার হয়েছে। গ নং উদাহরণে 'কি' এসেছে 'অথবা' অর্থে । সুতরাং দেখা যাচ্ছে অব্যয় হিসেবে এই পদটির বানানে ই-কার হচ্ছে। ঘ নং উদাহরণে 'কী' এসেছে বিশেষ্যগুলোকে বিশেষিত করতে, তাই ঈ-কার হয়েছে।
অতএব সারাংশ হল এই যে, বিশেষ্য বা বিশেষণ অর্থে 'কী' এবং অব্যয় অর্থে 'কি ' লেখতে হবে।
ই/ ঈ/উ/ঊ কার নিয়ে আলোচনার এখানেই সমাপ্তি। এখানে এসব কার সংক্রান্ত বানানের নিয়মগুলোর প্রায় সবই আলোচনা করা হল। এরপর অন্য কোন নিয়ম নিয়ে পাঠশালা খোলা যাবে। ততদিন পর্যন্ত পাঠশালা বন্ধ থাকবে।


মন্তব্য

মুহম্মদ জুবায়ের এর ছবি

কি এবং কী - এই নিয়ে প্রায়ই ধন্দে থাকি। কী বিপদ!

কিন্তু দিদিমণি, ইস্কুল কতোদিন বন্ধ থাকবে?

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

শামীম এর ছবি

ক্লাসটা দেখি কঠিন হয়ে উঠছে .... চোখ টিপি

কি আর কী এর পার্থক্য বুঝাতে আমি যে উদাহরণটা সবচেয়ে পছন্দ করি সেটা এরকম:

আপনি কী খাবেন? -- উত্তর: লাচ্ছি / ভর্তা-ভাত
আপনি কি খাবেন? -- উত্তর: হ্যা খাব/ না খাব না।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

সৌরভ এর ছবি

হায় আল্লাহ, এই ক্লাস আমি ফাঁকি দিলাম কীভাবে?
আজ থেকে আমাকে ছাত্র হিসেবে তালিকাভুক্ত করুন, দিদিমণি।


আবার লিখবো হয়তো কোন দিন

আরিফ জেবতিক অফলাইন (যাচাই করে কী আর হবে ,তাই ...) এর ছবি

দিদিমনি ফাকিবাজি দিলে তো ছাত্রদের অসুবিধা হয় ।
দ্রুত স্কুল খোলার অনুরোধ ।

প্রুফ রিডারদের হাতে ছেড়ে দেবার পর থেকে আমার বানানের দূর্গতি শুরু , তারপর ব্লগে এসে তার চূড়ান্ত অধ:পতন । যেকোন শব্দ আর বাক্য লেখা যায় , এটা কিভাবে যেন মাথায় এলো , আর আমি শুরু করলাম ইচ্ছেমাফিক ।

তারেক এর ছবি

ম্যাঁও -- আমিও আছি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

উপস্থিত ।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

একান্ত ব্যক্তিগত মতামত:

যখন স্কুলে পড়ি, তখন নানাবিধ পরিভাষা, যেমন - বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, সমাস বা বিভক্তির কারণে ভক্তি উঠে গিয়ে বিতৃষ্ণা জন্মেছিল ব্যাকরণের ওপরে। তাই এই লেখায় পরিভাষাগুলোর ব্যবহার যথাসাধ্য সীমিত করলে আমার মতো ব্যাকরণাতঙ্কিত ব্যক্তিদের সুবিধে হতো।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- বাংলা ব্যকরণ দেখলেই মাথা ভনভন করে ঘুরতো, এই পোস্টে ঢুকেও যথারীতি একই অবস্থা!
মাঠা স্থির রাখার অন্য কোনো পথ নিশ্চই আছে!
_________________________________
<সযতনে বেখেয়াল>

মাহবুব লীলেন এর ছবি

আপামণির ইস্কুলটা দারূণ
কিন্তু ব্যাকরণের ভাষাগুলোকে একটু তরল করে ফাংশনাল করা যায় না সূত্রগুলো

যেমন
কী এবং কি

যে প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না হবে এবং কি= অথবা হবে সেগুলো ছাড়া বাকিসব কী

০২
বাংলায় অদ্ভুত ছাড়া সব ভূতই দীর্ঘ উ কিংবা দূরত্ব ছাড়া সব দূরই দীর্ঘ উ

এইভাবে একটু সহজ সূত্র করে দেন না
তাহলে আমার মতো গ্রামারভীত লোকজন একটু সাহস পাবে উঁকি মারার

গৌতম এর ছবি

কিভাবে এবং কীভাবে.... বানান দুটো কীভাবে-কিভাবে লিখব একটুক বলে দেন না।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।