সচলায়তন, আপনাকে বিপ্লব!

বিপ্লব রহমান এর ছবি
লিখেছেন বিপ্লব রহমান (তারিখ: শনি, ২৬/০৭/২০০৮ - ৬:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

জয় হোক মুক্ত চিন্তার, শুদ্ধ বুদ্ধির। প্রিয় সচলায়তন, (বিপ্লব) !


মন্তব্য

হিমু এর ছবি

ধন্যবাদ বিপ্লব ভাই।

বিস্ময়ের সাথে লক্ষ্য করছি, আমাদের প্রিয় এই লেখক-সমাবেশটির বিরুদ্ধে কিছু লোকের অন্তর্গত বিষ দুর্যোগের সময় কিভাবে উঠে আসছে।

সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কী ভয়? এই গরল পায়ের নিচে পিষে এগিয়ে যাবো আমরা।


হাঁটুপানির জলদস্যু

আহমেদুর রশীদ এর ছবি

জয়....

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

সৌরভ এর ছবি

আপনাকে সচলায়তন থেকে সাময়িক বরখাস্ত করার সময় হৈছে। তাও যদি, আপনার সংসার আর চাকুরি আপনাকে পায়। হাসি


আবার লিখবো হয়তো কোন দিন

রায়হান আবীর এর ছবি

হৈবৈ...

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

রাকিব হাসনাত সুমন এর ছবি

জয় হোক মুক্তচিন্তার........মনুষ্যত্ব আর মানবিকতাবোধের....

থার্ড আই এর ছবি

এই সময়ে কিভাবে কাটাইলেন সেই কথা লিখবেন তা না, ফাঁকি বাজি লেখা দেয়া শুরু করছেন। বিপ্লব নামের প্যাটেন্টধারী লেখক যদি এক লাইনের পোস্ট দেয় তাহলে কি আর বিপ্লব দেয়া য়ায়?
----------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

বিপ্লব রহমান এর ছবি

উহু...মোটেও ফাঁকিবাজী নয়, এটি একটি উন-পোস্ট! খাইছে


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মৃদুল আহমেদ এর ছবি

সচলায়তন, আমাকে আচ্ছন্ন করে রাখা তোমার এই আশ্চর্য মুগ্ধতা কেউ কি কেড়ে নিতে পারে? কোনোদিন?
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

প্রকৃতিপ্রেমিক এর ছবি

দূর্দিনেই বন্ধুর পরিচয় পাওয়া যায়, আর পাওয়া যায় একসাথে ভ্রমণে বের হলে (দ্বিতীয় বক্তব্যটা একটা হাদিস)।

বাংলাদেশ থেকে সচলায়তনে ঢুকতে সমস্যা হওয়ায় অনেকেরই মনে হয় ভালো হয়েছে। কয়েকজন পরিচিত ব্লগারে কলমে লেখার ফল্গুধারা ছুটেছে। অধিকাংশের লেখাতেই বিশেষ কোন বক্তব্য নেই, কেবল আছে সচলায়তনকে যাচ্ছেতাইভাবে চাপা দেয়ার প্রয়াস। এমন সুযোগ কেউই হাতছাড়া করতে চায়নি।

কোন কিছুকে নিজের মত করে প্রমান করতে যুক্তির কোনদিনই অভাব হয়না। আজ যারা সচলায়তন নিয়ে লম্বা লম্বা ব্লগ লিখছেন তাদের কেউ কেউ সচলায়তনে লিখতেন আবার কেউ কেউ সচলায়তনে লেখার সুযোগ পাননি। তাদের বক্তব্য যা ফুটে উঠেছে তা ঝোপ বুঝে কোপ মারার মতো।

সচলায়তনের উপর তাদের "কোপ মারা" অহেতুক নয়। তাদের নিজস্ব যুক্তি আছে। কিন্তু এই লেখাগুলোর লেখকেরা সচলায়তনে থাকলে কী লিখতেন সেটা জানতে আমার খুব ইচ্ছে করছে।

বাংলাদেশ থেকে সচল দেখা যাচ্ছে সেটা ভাবতেই ভালো লাগছে।

ধুসর গোধূলি এর ছবি

- ভাইরে, প্রথমে কয়েকটায় চোখ বুলাইছি। পরে মনে হৈছে, নিরালা টাইমলস। নিজের পাছা ছ্যাঁকারই টাইম নাই, ঐসব দিগ্বিজয়ী পন্ডিতদিগের লেখা আমার মতোন কুষ্মান্ড-মস্তিষ্কে ধারণ করার বেইল নাই।

আমার এই টাইমলস মার্কা বক্তব্যে যদি ঐসব তথাকথিত পন্ডিত লেখকদের কেউ সেন্টুও খায়, তাইলে পুছলাম না। ডাইরেক্ট ঠাস করলাম।

অরূপ হুদাই টেনশন লয়। অরে বারবার বুঝাই, ভাইরে টেনশনের কিছু নাই। বি কুল। কে শোনে কার কথা! হালা মাথা গরম জিজু!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সৌরভ এর ছবি

জিজু রে সম্মানের সাথে সচলায়তন থেকে সাময়িক ছুটি দেওনের ব্যবস্থা করেন তো।


আবার লিখবো হয়তো কোন দিন

ধুসর গোধূলি এর ছবি

- এইজন্য উল্লেখযোগ্য চরিত্র হৈলো মাশীদ। তার হাতে একটা রুটি বেলার বেলুনের যোগান দেওয়া হবে। অরূপ সচলে ঢুকার পাঁয়তারা করলেই মাশীদ তার হাতের বেলনা দিয়া চেয়ার টেবিলে বারিটারি দিবে, মানে হলুদ কার্ড!!

সাবধান হৈয়া যা, লগ আউট কর। নাইলে এই বেলনার বারি তোর পিঠে পড়বো!

এছাড়া তো আর কোনো উপায় দেখি না। চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

বিপ্লব রহমান এর ছবি

এটা নিয়ে আরেকটা স্বপ্নায়তন হলেও হতে পারে! চোখ টিপি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

জিফরান খালেদ এর ছবি

সচল এগিয়ে যাক... সাথে আছি।

রণদীপম বসু এর ছবি

থার্ড আই'র সাথে সহমত পোষণ করছি।
ভাগ্যিস পেটেণ্ট পেযে গেছেন। নইলে এখনকার মতো এই এক লাইনের পোস্টে বলতাম না- 'আপনাকে বিপ্লব'। হা হা হা !
ধন্যবাদ বিপ্লব ভাই।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

বিপ্লব রহমান এর ছবি

ঞঁ!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

কীর্তিনাশা এর ছবি

আ......আ.......আ.....হা............হ্!!
এইটা হইলো স্বস্তির নিঃশ্বাস।
জয়তু সচলায়তন।
আর অরূপ ভাই, গুরু জনদের কথা মান্য করিয়া ছুটি লন কয়দিন।
------------------------------------
সচল আছি, থাকবো সচল!!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নুরুজ্জামান মানিক এর ছবি

গত কয়েকদিনে বুঝেছি
১। সচলায়তনের একটা আন্তরিক শক্তিশালী পক্ষ শক্তি আছে
২। সচলায়তনের একটা চরম শক্তিশালী বিপক্ষ শক্তি আছে

মরা কুত্তারে কেউ লাথি দেয় না
সচলায়তন এর গুরুত্ব তাই প্রমানিত হল আরেকবার ।

জয়তু সচলায়তন

নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

বিপ্লব রহমান এর ছবি

জয়তু সচলায়তন!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।