শুভ জন্মদিন থার্ডআই, ও বন্ধু আমার!

বিপ্লব রহমান এর ছবি
লিখেছেন বিপ্লব রহমান (তারিখ: শুক্র, ০১/০৫/২০০৯ - ৭:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

থার্ড আইকে আমি প্রথম চিনি সচলের পাতায়। তখন তার প্রোফাইল ছবিতে স্যুট-কোট পরা এক বাঙালি সাহেব বাবুর ছবি থাকতো। লন্ডনের প্রথম সচলাড্ডার সচিত্র লেখায় জানতে পারি, তার আসল নাম তানভীর আহমেদ, তিনি লন্ডনবাসী, ছাত্র ও সাংবাদিক, দেখতে যথেষ্ট সুদর্শন --ইত্যাদি। সেই সময় প্রশ্ন উঠেছিলো, সচলাড্ডায় তিনি কোট-টাই পরে আসেন নি কেনো! চোখ টিপি

এর পর তার সঙ্গে আমার বন্ধুত্ব গড়ে উঠে জিটকে ও ফেসবুকে।

বালিকা পটানোর কর্মকৌশল নিয়ে তিনি একসময় একটি ধারাবাহিক রম্য 'বালিকা বশিকরণ' লিখেছিলেন সচলে। তার ফেসবুক থেকে ছবিচুরি (?) করে আমি একটি পাল্টা রম্য লিখি 'স্বপ্নায়তন: ত্রিনয়ন বশিকরণ পর্ব'। এতোদিন পর বলতে দ্বিধা নেই, ভয় ছিলো রম্য লেখক হলেও তিনি হয়তো এতে আপত্তি তুলবেন; বন্ধুত্বে হয়তো ফাটল ধরবে!

কিন্তু তিনি মজাকে মজা হিসেবে নিতে জানেন, গজা হিসেবে নয়...ওই পোস্টে মন্তব্য করে আমাদের বন্ধুত্ব আরো দৃঢ় করে পরে তিনি তা প্রমান করেছেন। তার উদারতায় আমি মুগ্ধ হই।

এরপর সিডর আঘাতের বেলায় নাইট ডিউটি করে মাত্র বিছানায় গা এলিয়ে দিয়েছি, দেখি এক ওভারসিজ কল...বিপ্লব ভাই, আমি তানভীর, লন্ডন থেকে।
কোন তানভীর?
আরে আমাকে চিনলেন না, আমি সচলের থার্ডআই!
..
এবার আমি চোখ কচলে উঠে বসি। মনদিয়ে শুনি তার কথা। তিনি জানান, সিডর ক্ষতিগ্রস্থদের জন্য তিনি লন্ডনের বাঙালিদের কাছ থেকে একটি মোটা অংকের সাহায্য তহবিল সংগ্রহ করেছেন। কিন্তু ঢাকার কোনো এনজিওকে তিনি বিশ্বাস করতে পারছেন না। আমি তাকে ঈভ মার ও রুনা মারের 'ফেন্ডশিপ' এর কথা বলি। তিনি দেশে এসে সেবার টাকাটা তাদের কাছে হস্তান্তর করেন, নিজেও ত্রাণ সাহায্য দেন ক্ষতিগ্রস্থ এলাকায় সরেজমিনে গিয়ে। সেবার ব্যস্তার কারণে তার সঙ্গে আমার সাক্ষাত হয়নি। তার মানবিকতায় আমি আরেকবার মুগ্ধ হই।

বছর খানেক আগে হঠাৎ ঢাকার এক মোবাইল নম্বর থেকে তার ফোন: বিপ্লব ভাই, আমি এখন ঢাকায়। আজকে আপনার অফিসে আসছি। সেই সন্ধায় এক কফি শপে বসে আমরা আড্ডাবাজী করি। বিদায় বেলায় তিনি আমার জন্য ছোট্ট একটা গিফট প্যাকেট রেখে যান। শর্ত সেটি তার সামনে খোলা যাবে না।

তানভীর চলে গেলে আমি প্যাকেট খুলে দেখি, প্লেটোর ছোট্ট একটি পাথুরে ভাস্কর্য। তার বন্ধুত্বে আমি আবারো মুগ্ধ হই।

আজ এই দিনে প্রিয় সচল, প্রিয় থার্ডআই, ওরফে তানভীরের জন্মদিন। আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন। অনেক কল্যান কামনা, ও বন্ধু আমার!


মন্তব্য

পলাশ দত্ত এর ছবি

কীর্তি শুনে শুভেচ্ছা রেখে গেলাম। তৃতীয় নয়নের জন্য। বিপ্লব সাহবেকে সাধুবাদ সুকীর্তিমান মানুষের খবর উন্মোচনের জন্য চোখ টিপি
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

থার্ড আই এর ছবি

শুভচ্ছোর জন্য ধন্যবাদ।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা থার্ডু ভ্রাতঃ। আরো অনেক বড় হয়ে উঠুন এই কামনা রইল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

থার্ড আই এর ছবি

শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা। খালি বড়-ই হৈলাম। আর কত্ত বড় হলে মা জননী বুঝিবে ছেলে বড় হয়েছে....
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

মাহবুব লীলেন এর ছবি

হা
কোন ফাঁকে চলে গেলো দিনটা
তবুও বলি
শুভ জন্মদিন

থার্ড আই এর ছবি

কৃতজ্ঞতা।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

খেকশিয়াল এর ছবি

শুভ জন্মদিন

------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তানভীর এর ছবি

এই পোস্ট আগেও একদিন দেখছিলাম। কমেন্ট করতে গিয়ে দেখি হাওয়া। আজকে দেখি আবার চিপা দিয়ে একটু দেখা যায়!
যাই হোক, শুভ জন্মদিন ভ্রাতঃ। কোন একদিন আশা করি মোলাকাত হবে।

বিপ্লব রহমান এর ছবি

হুমম...ঘটনা সত্যি। এই পোস্টটি অমুক তারিখে প্রকাশ করো-এমন কমান্ড দিতে গিয়ে ভুল বশতঃ কয়েক মিনিটের জন্য প্রথম পাতায় প্রকাশ হয়েছিলো। পরে সম্পাদনার পর এটি নির্ধারিত দিনে (৩ মে ) প্রকাশ হয়েছে ঠিকই, কিন্তু কেনো যেনো লেখাটি প্রথম পাতায় আসছে না। মন খারাপ

সচল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। প্লিজ হেল্প।....


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

থার্ড আই এর ছবি

মিতা , মোলাকাত তো ভার্চুয়াল জগতে কম বেশী হচ্ছে । তবুও আইজুদ্দিনের মতো অপেক্ষায় আছি....হয়তো কোন একদিন দেখা হবে।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

শুভ জন্মদিন।

তাঁর চার চোখের কোনটি তৃতীয়, জানতে ইচ্ছে করে হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

থার্ড আই এর ছবি

সন্ন্যাসী জি, রণদা তো বলেই দিলেন মারাত্নক চোখটাই তৃতীয় চক্ষু।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

রণদীপম বসু এর ছবি

তিন নম্বর চোখটা নাকি মারাত্মক হয় ! সামলাইয়া রাইখেন ভাই !

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

দ্রোহী এর ছবি

শুভ জন্মদিন থার্ডু!

লুৎফর রহমান রিটন এর ছবি

জন্মদিনে অনেক অনেক শুভকামনা তানভীর।
তুমি মিয়া একটা জিনিস! এইবার লন্ডনে গিয়া টের পাইছি।
ভালো থেকো বন্ধু।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

থার্ড আই এর ছবি

আমি একটা জিনিস ! কানের ,হাতের না গলার ...??

আহা আমি লুৎফুর রহমান রিটনরে বন্ধু ! কি সৌভাগ্য আমার। আপ্রিও ভালো থাইকেন ।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

ইশতিয়াক রউফ এর ছবি

জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা... হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

শুভজন্মদিন। আর রণদার কথাটা খেয়াল রাখবেন। দরকার হলে চশমা দিয়ে রাখবেন।

রেনেট এর ছবি

জন্মদিনের অনেক শুভেচ্ছা, থার্ডু ভাই!
কিন্তু এই পোস্ট চিপায় কেন?
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

বিপ্লব রহমান এর ছবি

এর কারণ একটু আগে বলেছি। এখন সচল কর্তৃপক্ষ ভরসা।...

কিন্তু ত্রিনয়ন মহাশয় কোথায়? কোথায়? কোথায়?... জন্মদিনের শুভক্ষণে তিনি কী বালিকা বশিকরণ নিয়ে মহাব্যস্ত?? খাইছে


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

ধুসর গোধূলি এর ছবি
থার্ড আই এর ছবি

ইংল্যান্ডে তো এখন সামার চলতাছে, স্যুট না পড়লে হয়না ?
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

পান্থ রহমান রেজা এর ছবি

শুভ জন্মদিন থার্ড আই দাদা।

গৌতম এর ছবি

শুভ জন্মদিন, তৃতীয় নয়ন ভাই।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

মৃদুল আহমেদ এর ছবি

শুভ জন্মদিন। এরপর ঢাকায় এলে অবশ্যই দেখা করবেন।
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

নিবিড় এর ছবি

শুভ জন্মদিন


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

দময়ন্তী এর ছবি

শুভ জন্মদিন!
খুব ভাল থাকুন৷
------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

দময়ন্তী এর ছবি

শুভ জন্মদিন!
খুব ভাল থাকুন৷
------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

সুলতানা পারভীন শিমুল এর ছবি

তৃতীয় চক্ষুর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। হাসি
বালিকা বশীকরণ কেমন চলছে, ভাইজান? চোখ টিপি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

জিফরান খালেদ এর ছবি

তানভীর ভাই, খিদা লাগসে ব্যাপক... তেলে ভাজা পরোটা আর মুরগির স্যুপ খামু...। কই লয়া খাওয়াবেন, আপনার মর্জি...

আমি ছোটভাই এই এইখানে পেশ করলাম আর্জি,
জনগণ সাক্ষী

থার্ড আই এর ছবি

এত্তো কিস্যু থাকতে তেলে ভাজা পরোটা ? আমি তো ভাবলাম পোলাও কোর্মা আবদার কইরা বসবা। যে কোন ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেলে হয়না ?
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

জিফরান খালেদ এর ছবি

সেইখানে যদি এই জিনিশ পাওয়া যায়, তাইলে তো হয়ই... আজকে রাতে তাইলে?

আমি উপাস মারতেসি অতএব...

অতন্দ্র প্রহরী এর ছবি

শুভ জন্মদিন, তানভীর ভাই।

থার্ড আই এর ছবি

শুভচ্ছার জবাব দিতে দেরী হয়ে গেলো। দুই মাসে একদিন ডে অফ পাইসি। আরামসে ঘুম দিলাম। আর বিকালে বন্ধুদের সাথে আড্ডাদিয়ে দিনটা ভালই কেটেছে। আমার সচল বন্ধুদের শুভেচ্ছা আমার দিনটাকে স্বরণীয় করে দেয়ার জন্য।
বিপ্লব রহমানকে ব্লগে বলতে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। ভার্চুয়াল সম্পর্ক মানুষকে এতটা কাছে এনে সেটা সচলায়তনের সদস্য না হলে উপলব্দী করা সম্ভব হতো না।
দাদার প্রতি কৃতজ্ঞতা।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

তীরন্দাজ এর ছবি

জন্মদিনের অযুত শুভেচ্ছা জানাই আপনাকে!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

এম. এম. আর. জালাল এর ছবি

দেরীতে হলেও প্রিয় থার্ডআই, ওরফে তানভীরের জন্মদিনের শুভেচ্ছা।


এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"


এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"

থার্ড আই এর ছবি

সবাইকে আলাদা করে কৃতজ্ঞতা জানাতে ইচ্ছে করছ। কিন্তু *** চাকরির জন্য পারছি না। আধ ঘন্টা পরে আরেকটা লাইভ শো। স্টুডিওতে থাকা চাই।

জন্মদিনের শুভচ্ছো জানিয়ে দিনটিকে স্বরণীয় করেছেন সচল খেকশিয়াল,দ্রোহী ভাই,ইশতি, গৌতম,নিবিড়, অরুপ দা, শিমুল আপা,প্রকৃতি প্রেমিক, রেনেট ভাই, ধুসর গোধূলী, মৃদুল ভাই , দময়স্তি, অতন্দ্র প্রহরী, পান্থ, তীরন্দাজ ও প্রিয় জালাল ভাই সকলের প্রতি কৃতজ্ঞতা।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।