কৃষান-মজুর বাংলার সাথীরে

বিপ্রতীপ এর ছবি
লিখেছেন বিপ্রতীপ (তারিখ: মঙ্গল, ১৬/১২/২০০৮ - ১২:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কৃষান-মজুর বাংলার সাথীরে
ও ভাই মোর তোমার কিসের ভয়?
তোমার হাতেই দেশের কাঠি
হবে রে হবে রে হবে জয়।
মনত তোমার কিসের দুস্ক রে?
ও ভাই মোর বান্ধ গতর হিয়া
নিজের হিসাব বুঝে নিতে
হবে এবার তোমাকে দিয়া রে।
সময় তোমার বইয়া যায় রে
ও ভাই মোর দেরি আর কইরো না।
কোন পন্থেতে যাইতে হবে
তোমারই তো আছে জানা রে।
কৃষান-মজুর বাংলার সাথীরে
ও ভাই মোর তোমার কিসের ভয়?
তোমার হাতেই দেশের কাঠি
হবে রে হবে রে হবে জয়।

শিল্পীঃ বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা'র শিল্পীবৃন্দ
কথা ও সুরঃ অজানা
ভিডিও

[গানটি 'মুক্তির গান' চলচ্চিত্র থেকে সংগৃহীত। এই চলচ্চিত্রে উঠে আসে, ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা নামক সংগঠনটি বিভিন্ন জায়গায় গান গেয়ে মুক্তিকামী বাঙ্গালীদের অনুপ্রেরনা যোগাত। তাদের পরিবেশিত বিভিন্ন গানের মাঝে এই গানটিও ছিল]

[লিরিক শুদ্ধিতে সহায়তা করেছেন সহ-ব্লগার পুতুল]


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।