মুক্তির গান...

বিপ্রতীপ এর ছবি
লিখেছেন বিপ্রতীপ (তারিখ: শুক্র, ১২/১২/২০০৮ - ৩:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘মুক্তির গান’ দেখেননি এমন মানুষ খুব কমই আছেন। ‘মুক্তির গান’ চলচ্চিত্রে একটা গান আছে… [ভিডিওতে দেখুন]

লিরিকঃ
এই না বাংলাদেশের গান গাইতেরে দয়াল
দুঃখে আমার পরাণ কান্দেরে।
এই না সোনার বাংলারে আজ রক্তে রক্তে ভরা,
মানুষের এই দুঃখ দেইখা কান্দে চন্দ্রতারারে দয়াল
দুঃখে আমার পরাণ কান্দেরে।
নদীর দেশ এই বাংলাদেশে ভাই সবুজ মায়ায় ভরা,
আর আজ পদ্মা-মেঘনা-যমুনাতে বহে রক্তের ধারারে দয়াল
দুঃখে আমার পরাণ কান্দেরে।
কত সাধের ছাওয়াল আমার রাস্তায় পইরা মরে,
শকুনের দল ছিঁড়িয়া খায় বাঁচায় না কেউ তারেরে দয়াল
দুঃখে আমার পরাণ কান্দেরে।
এই না বাংলাদেশের গান গাইতেরে দয়াল
দুঃখে আমার পরাণ কান্দেরে।
[শিল্পীঃ সম্ভবত বিপুল ভট্টাচার্য্য]

এই গানটা যতোবার শুনি বুকটা হুহু করে উঠে। এই গানটাই কেন যেন বারবার সময়োপযোগী হয়ে উঠে আমাদের দেশে। একাত্তরের মতো লাশ রাস্তায় পড়ে থাকে না, শকুনে ছিঁড়েও খায় না। আমাদের ইতিহাস, ঐতিহ্যকে প্রতিনিয়ত কাঁঠালপাতার মতো ছিঁড়ে খেতে চায় কতগুলো নির্লজ্জ্ব বিকারগ্রস্থ মানুষ নামধারী ছাগল। শেষ খবর পাওয়া পর্যন্ত, ওরা নাকি এবার ভোটে জিতে মুক্তিযোদ্ধাদের অধিকার নিশ্চিত করবে!


মন্তব্য

পুতুল এর ছবি

গানটা শেয়ার করার জন্য ধন্যবাদ।
যে ছাগল রেড়া খেয়েছে, সে ছাগলা রক্ষা করবে বেড়ার অধিকার!
এটা মনে হয় শুধু বাংলাদেশেই সম্ভব! বিচিত্র এই দেশ!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

হিমু এর ছবি

ভিডিওর এই বৃদ্ধাকে দেখে মনে হয়েছিলো তিনিই আমার বাংলাদেশ। কী যে কষ্ট লাগে ভেতরে ভেতরে!


হাঁটুপানির জলদস্যু

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মুক্তির গান দেখার স্মৃতি মনে পড়ে গেল।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ব্লগার দৃশার একটা ই-বুক প্রকল্প ছিলো, দেশের গানের লিরিক্স। থমকে গেছে অজানা কারণে,।
এ পোস্ট দেখে মনে পড়লো।

বিপ্রতীপ এর ছবি

উদ্যোগটি আবার জাগিয়ে তুলতে পারলে ভালো হতো...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

শিক্ষানবিস এর ছবি

তারেক মাসুদের "মাটির ময়না", "অন্তর্যাত্রা" দেখে ফেললাম। অথচ "মুক্তির গান" টাই দেখা হলো না। খুব শীঘ্রই দেখে ফেলবো।
তারেক মাসুদের গান নির্বাচনের ক্ষমতা অসাধারণ, এই গানের লিরিকটা আরও অসাধারণ- অন্তর দিয়ে স্বাধীনতাবিরোধীদের প্রতি ঘৃণাটা অনুভব করা যায়।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আর কতকাল যুদ্ধ করতে হবে?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতন্দ্র প্রহরী এর ছবি

লিরিকটা পড়েছিলাম আগেই, গানটা শুনলাম এখন, একাধিকবার। অসাধারণ! আর কিছুই বলার নেই। দীর্ঘশ্বাস!


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

হিমু এর ছবি

পিয়াল ভাইয়ের সৌজন্যে ফেসবুকে খোঁজ পেলাম মুক্তিযোদ্ধাদের শপথগ্রহণের দৃশ্য। খালেদ মোশাররফ শপথ পাঠ করাচ্ছেন।

শপথের শেষে খালেদ মোশাররফের অভিব্যক্তি দেখে চোখে পানি চলে এলো। কী অসহায় উদ্বেগ সেখানে!


হাঁটুপানির জলদস্যু

পুতুল এর ছবি

একটা মূল্যবান জিনিস পেলাম।
ধন্যবাদ হিমু ভাই।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

বিপ্রতীপ এর ছবি

'মুক্তির গান' এর আরেকটি গান আমার অসম্ভব ভালো লাগে...এই গানটি উদ্দীপনামূলক...শুনলে মনে জোর পাওয়া যায়...

কৃষান-মজুর বাংলার সাথীরে
ও ভাই মোর তোমার কিসের ভয়?
তোমার হাতেই দেশের কাঠি
হবে রে হবে রে হবে জয়।
মনত তোমার কিসের দুস্ক রে?
ও ভাই মোর বান্ধ গতর হিয়া
নিজের হিসাব বুঝে নিতে
হবে এবার তোমাক দিয়া রে।
সময় তোমার বইয়া যায় রে
ও ভাই মোর দেরি আর কইরো না।
কোন পন্থেতে যাইতে হবে
তোমারই তো আছে জানা রে।
কৃষান-মজুর বাংলার সাথীরে
ও ভাই মোর তোমার কিসের ভয়?
তোমার হাতেই দেশের কাঠি
হবে রে হবে রে হবে জয়।

[গানটা শুনে লিরিক টাইপ করেছি, কিছু কিছু শব্দ ধরতে পারিনি। ভুল হলে কেউ দয়া করে শুধরে দেবেন আশা করি]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

পুতুল এর ছবি

হবে রে হবে রে জয়।

হবে রে হবে রে {হবে} জয়।
হবে এবার তোমাকে দিয়া রে।

হবে এবার তোমা{ক} দিয়া রে।
ও ভাই মোর বান্ধ গতর দিয়া

ও ভাই মোর বান্ধ গতর (দেহ) {হিয়া} মন।

এই কটা ধরতে পারলাম।
বার বার শুনলাম, আজিবন শুনব।
অনেক ধন্যবাদ।

**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

বিপ্রতীপ এর ছবি

ধন্যবাদ...ঠিক করে দিলাম...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ভিডিও তিনটি দেখে ভীষণ আপ্লুত হলাম।
বিপ্রতীপ আর হিমুকে ধন্যবাদ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।