গেরহার্ড এরটলের রসায়নে নোবেল ও একজন বাংলাদশী-

কেমিকেল আলী এর ছবি
লিখেছেন কেমিকেল আলী (তারিখ: বিষ্যুদ, ১১/১০/২০০৭ - ৯:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

auto

আজ সকালে স্কুলে গিয়েই এরিনের কাছ থেকে শুনলাম এবছর রসায়নের নোবেল পেয়েছেন গেরহার্ড এরটল । গেরহার্ড এরটল নামটা শুনেই মনে হল কেমনে জানি এই নামটা আমি শুনেছি আগে কোথাও থেকে। খুব মনে করার চেষ্টা করলাম, মনে পরল না। এরিন খুব খুশি, কারন এরিন নিজেও এই সারফেস কেমিষ্ট্রি নিয়ে কাজ করে। এরপর এরিন নিজেই বলল, "গোলাম মওলা"র প্রফেসর ছিল কিন্তু গেরহার্ড এরটল। তখন আমার মনে পরল কিভাবে আমি নামটা শুনেছি। কিছুদিন আগে গোলাম মওলার কাছে থেকেই আমি শুনেছিলাম।

গেরহার্ড এরটলের ছাত্র ছিলেন বাংলাদেশের এই গোলাম মওলা। মাত্র কয়েক মাস আগে উনি গেরহার্ড এরটলের ল্যাব থেকে কানাডা এসেছেন পোষ্টডক করার জন্য। গেরহার্ড এরটল যে কাজের জন্য এই নোবেল পেয়েছেন তার অর্ধেকেও বেশি কাজ করে দিয়েছেন এই গোলাম মওলা। এই ভাই বললেন, উনারা প্রায় কয়েক বছর ধরেই ভাবেন গেরহার্ড এরটল নোবেল পাবেন, শেষ পর্যন্ত এই বছর পেলেন।

বিশ্বখ্যাত এই নোবেল বিজয়ীর সাথে গোলাম মওলার অনেক সুখ দুঃখের কথা জড়িয়ে আছে। আমাকে উনি বলেছেন একটা ভিডিও দিবেন, পেলে আশা করছি সবার সাথে শেয়ার করব।

আমাদের বদ্দা, সাধকদা হয়ত এই গোলাম মওলাকে চিনলেও চিনতে পারেন। কারন উনারা এক সময়ে জাবিতে পড়েছেন। হলও হয়ত একই।


মন্তব্য

হাসিব এর ছবি

কাগুরে সালাম দিয়েন ।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ওয়াও ভাল খবর। সেদিন আরেক বাঙ্গালীর খবর শুনলাম। তিনি নাকি বিশ্বের সেরা দশ জন এনেস্টিথিস্টের একজন। তাকে বুশ পার্সোনাল বিমানে করে নিয়ে গেছেন অপারেশনের আগে এনেসথেশিয়া করানোর জন্য। দিকে দিকে জয় করুক বাঙ্গালী।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

হাসান মোরশেদ এর ছবি

জনাব গোলাম মওলাকে সালাম । কেমিকেল আলীকে ধন্যবাদ ।
সচলে নিয়ে আসুন একদিন সম্ভব হলে । আমরা তাঁর গল্প শুনি ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অতিথি লেখক এর ছবি

গতবার নোবেল জয় করলাম। আর এইবার অংশীদার হিসাবে থাকলাম। ওই দিন আর বেশী দুর নয় যেদিন আমরা সবক্ষেত্রে সবার সামনে থাকব বিজয় পতাকা নিয়ে।

ahmed

অছ্যুৎ বলাই এর ছবি

হাচা কতা কই, নোবেল শুনলেই ইনুচ সাবের কতা মনে পড়ে। তখন একটু ঝিমায়া যাই। গোলাম মওলা সাহেব লুক ভালা হইলে তাকে শ্রদ্ধা, ভালোবাসা সবকিছুই দেওয়া হইলো। লুক খারাফ হইলে ডোন্ট কেয়ার অ্যবাউট হিজ ওয়ার্ক্স।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।