মন বিক্ষিপ্ত একটা দিন

কেমিকেল আলী এর ছবি
লিখেছেন কেমিকেল আলী (তারিখ: বিষ্যুদ, ২৯/১১/২০০৭ - ৪:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জেয়া
সকালে স্কুলে এসেছিলাম আজ অনেক কাজ করব- এইরকম একটা চিন্তা নিয়ে। এসে শুরুটাও করেছিলাম সেরকম ভাবেই। হঠাৎ একটা ই-মেইল এসে সবকিছু যেন কেমন করে দিল। কোনভাবেই যেন বিশ্বাস হচ্ছে না। আমার এক সহকর্মী মারা গেছে আজ সকালে।
কয়েকবার ইমেল পড়ার পরও আমাদের গ্রুপেরও কেউ-ই যেন বিশ্বাস করতে পারছি না।

জেয়াauto, এই সামারে মাত্র মাষ্টার্স শেষ করে সবে পিএইচডি শুরু করেছিল। দুই সপ্তাহ আগে পিএইচডি'র কম্প্রেহেনসিভ পরীক্ষা শেষ করেছিল। গতরাতে হঠাৎ করে ভীষন জ্বর আসায় প্রথমে টরোন্টোর গ্রেস জেনারেল হাসপাতাল পরে মাউন্ট সিনাতে ভর্তি করা হয়েছিল। মাউন্ট সিনাতে ভর্তি করার কিছুক্ষনের মধ্যেই জেয়া আমাদের ছেড়ে সারাজীবনের জন্য চলে গেছে।


মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি

শোক।
আর কিছু বলার নেই।
আর কিছু বলার থাকে না।



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অমিত এর ছবি

কি করে হৈল ?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ছবিটা সচলায়তনে তুলে দিলাম।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

কেমিকেল আলী এর ছবি

ধন্যবাদ বস

হাসান মোরশেদ এর ছবি

কষ্ট লাগল । এমন প্রানবন্ত একটা মেয়ে ।
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুজন চৌধুরী এর ছবি

খুব খারাপ লাগলো।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

দুর্দান্ত এর ছবি

বেশ খারাপ লাগলো।
...সবার ত একটাই অবধারিত গন্তব্য, কিন্তু মনটারে কে বুঝায়?

নিঘাত তিথি এর ছবি

এক রাতের জ্বরে মাত্র? কি আজব মানুষের নিয়তি!
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

দিগন্ত এর ছবি

কি কারনে এত দ্রুত মানুষ মারা যাচ্ছে সেটা আমার কাছে রহস্য। বিজ্ঞানে আমরা এখনো অনেক পিছিয়ে আছি।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

মাহবুব লীলেন এর ছবি

এভাবেই হঠাৎ কেউ চলে যায় আর
আমারদের আগামী কোনো এক গ্রুপ ছবির একটা ফাঁকা কোনে
ঝুলে থাকে দুঃখের রং

বজলুর রহমান এর ছবি

দুর্ঘটনা, হত্যা, হার্ট এ্যাটাক (এম, আই ), স্ট্রোক (সি,ভি,এ) ছাড়া এত দ্রুত মৃত্যু খুবই অস্বাভাবিক। এঙ্কেফালাইটিস জাতীয় ভাইরাস রোগ দিন দু'এক নিতে পারে। কিন্তু সেটা তো মশা থেকে আসে। কানাডায় আছে ?
হাস্পাতাল কি বলে ? পোস্ট-মর্টেম হয়েছিল ?
নিঃসন্দেহে খুবই মর্মান্তিক খবর। তাঁর পরিচিত সবাইকে সমবেদনা জানাই।

সুবিনয় মুস্তফী এর ছবি

সমবেদনা।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

অছ্যুৎ বলাই এর ছবি

মন খারাপ

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

শ্রদ্ধা

মাশীদ এর ছবি

এ বছর অনেকে চলে গেল।
খুব খারাপ লাগছে।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।