আজগুবি স্বপ্নের দু:স্বপ্নে ভ্রমন-

ধুসর গোধূলি এর ছবি
লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: সোম, ১১/০৬/২০০৭ - ২:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
আজকে পিকুলিয়ার একটা স্বপ্ন দেখলাম। একটু ভয়ও লাগছিলো। শিবিরের সাথে এনকাউন্টার হইছে, সরাসরি। ঘটনাটা এরকম। বনের সিটিহলের সামনের স্টেজে বাংলাদেশের হর্তাকর্তারা বসে আছে। সাথে দেখলাম জামাতী অনেক হোমরা চোমরাও সেখানে আছে। তো সেখানে বাংলাদেশের দেশাত্ববোধক গান হইতাছে। কি একটা গান, তার মধ্যে জয় বাংলা, বাংলার জয় কথাটাও আছে। আমি স্টেজের বাম কোণায় বসা। এদিক থেকে অনুষ্ঠান উপস্থাপনা হইতাছে। গানটার মাঝে যখনই 'জয় বাংলা' শব্দটা আসে, সবাই কেমন মিন মিন করে গায়। আমি কি মনে করে উঠে দাঁড়িয়ে মাইকের সামনে গিয়ে বেশ জোরেই কয়েকবার 'জয় বাংলা' কথাটা উচ্চারণ করলাম। সাথে সাথেই কয়েকজন এসে আমাকে নামিয়ে নিয়ে গেলো স্টেজ থেকে। এদের মধ্যে শিবির সভাপতিও ছিলো। কোন একটা গলির মুখে আমারে নেয়ার পথে দেখলাম ব্লগের পরিচিত কয়েকজন সহ আরও কিছু লোকজন তাগোরে এটাক করছে। আমারে ছাইরা দিয়া তখন ওরা পজিশন নিছে 'মোল্লা মার্কেটের' এদিকে। আমাদের এদিকে কলাপসিবল গেট আটকানো, ওরা গুলি করতাছে সেই গুলি গেটে লইগা ছিড়্ড়ুম ছিড়্ড়ুম আওয়াজ হইতাছে। এর মধ্যে খেয়াল করলাম আমার ছোট ভাইডারে পাইতাছি না। ও একদম পিচ্চি, ওরে জামাইত্যারা গুম কইরা দিছে। আমি সমানে খুঁজতাছি। পুলিশ আইলো, আমাদের পিছন দিয়া আইসা গেট খুইলা ওগোরে চেক করলো। একটা পোলা, যে নাকি শিবিরের সভাপতি হইতাছিলো তার কোমর থাইক্যা উন্নত মানের এক অস্ত্র পাওয়া গেলো। যেইটারে ও নাম দিলো কি এক জাতের ব্লেড কইয়া। আমি তখন চরম অস্থিরতার মাঝে। ছোট ভাইডারে পাইতাছিনা, ভিতরে খুব খালি খালি লাগতাছে। কান্দোন আইতাছে সমানে... ঠিক এই মুহূর্তেই ফোনটা টুট কইরা বাজলো, উইঠা গেলাম। ভয়েড অনুভূতিটা এখনো, অলমোস্ট ৯ ঘন্টা পরেও যায় নাই। ঘুম কম হইছে বইলা চোখ ফুইলা আছে রুই মাছের চোখের লাহান। স্বপ্নটা কেন দেখলাম বুঝতাম পারতাছিনা...!

মন্তব্য

উৎস এর ছবি
আসলে স্বপ্ন না গল্প?
তীরন্দাজ এর ছবি
সোলেমানী খাবনামা লাগবে গোধুলি?

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সুমন চৌধুরী এর ছবি
কি খাইছিলা? ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
হাসান মোরশেদ এর ছবি
কছ কি? আমষ্টার্ডামের মাল? -------------------------- আমি সত্য না হলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আড্ডাবাজ এর ছবি
ধুসর, আয় হায়, ফ্রয়েডের কাছে যেতে হবে। স্বপ্নেও যখন আইসা ধরতেছে তা হইলে আপনার কোন উপায় নাই। ফ্রয়েডের লেখা খাবনামার বই ঘাৎইটা দেখলাম,এর মানে হচ্ছে শিবির/ছাত্রী সংস্থার কোন মেয়ের সাথে আপনার বিয়ে হবে। রাখেন, সামহোয়্যারে গিয়া দেখি কোন শিবিরপন্থী মেয়ে লগ ইন করা আছে কি না?
আনোয়ার সাদাত শিমুল এর ছবি
আড্ডাবাজের এই কথাটাই আমি অনেকদিন ধরে বলছিলাম।
ধুসর গোধূলি এর ছবি

অনাস্থা প্রস্তাব আনলাম বোথ আড্ডাবাজ ভাই এবং শিমুলের বিরুদ্ধে!
কথা হইলো পোস্ট এডিট বা মোছা যাইতাছে না- মোটারাম হাজির!!!
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>

সবুজ বাঘ এর ছবি
এই সুমস্ত বানাইনা স্বপ্ন দেইকা ফযদা কায়দা অইব না। আসল ফাইটের ববোস্তা ন্যান, টাইট মতো খেলুম। পুনর্ছ: অনেক দিন ধইরা এই ধরনের খেলাখেলি পাইতাছি না। লাস্ট চড়ডা দুই বছর আগে কষাইছিলাম বাডল ড্যাকরার ত্যাদড় এক কন্ডাকটররে।
ধুসর গোধূলি এর ছবি
সবাই খালি ভুল বুঝে রে। কইলাম একটা খোয়াবের কথা সেইটারে কই কই নিয়া গেলো পাবলিক। আমি সারাদিনই গাঞ্জায় টাল থাকি নাকি? আর আমার পিছে আচনেরা লাগছেন কে জামাতীর লগে বিয়া দিতে? কয়দিন আগে হাসান দাদা পারলে আমারে সিলটী হিজাবীর লগে ঝুলাইয়া দেয়। কি কস্টেই না পাড়টা হইছি। এখন শুরু হইছে আবার নতুন মিশন। এরোম করলে কইলাম আমি জঙ্গলে যামুগা, ঈমানে কই! _________________________________ <স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তাপ্পরে?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে কী হইল?

নীরব পাঠক এর ছবি

চিন্তিত

ব্যাঙের ছাতা এর ছবি

চিন্তিত তারপরে? ছোট ভাইটা ?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।