তবলা

পুতুল এর ছবি
লিখেছেন পুতুল (তারিখ: শুক্র, ১৭/১০/২০০৮ - ১২:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

q46q46

ব্লগে দেখি অনেকে গান/বাজনা দেয়। আমার একটু তবলা বাজানোর বাতিক ছিল। বাউলদের দুর্দিনে একটু সঙ্গ দিতে ইচ্ছে করছে।
সচল বন্ধুরা তিন তালের গান অনেক শুনেছেন যেমন ধরুন;
নীচের রবিন্দ্র সংগীতটি
আয় তবে সহচরী
হাতে হাতে ধরি ধরি
নাচিবি ঘিরি ঘিরি
গাহিবি গান।।

এ গানটা তিন তালে গায়।

সেখানে বাজে

ধা ধিন ধিন না
ধা ধিন ধিন না
না তিন তিন না
তেটে ধিন ধিন না।।

গানের মত তবলার কম্পোজশান আছে, সেগুলোকে কায়দা বা রেলা বলে। কায়দা একটু ধীরে বাজে, রেলা খুব দ্রুত বাজে। এখানে শুনছেন একটা ফরুক্কাবাদ ঘরনার কায়দা। ঘরানা হল স্টাইল। এই স্টাইলের প্রবর্তক ওস্তাদ কেরামত উল্যাহ খাঁ।

Get this widget | Track details | eSnips Social DNA


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এমবেড করে দিতে পারেন।

Get this widget | Track details | eSnips Social DNA

পুতুল এর ছবি

তরিকা জানা নাই, বহু মেহনতে এভাবে দিতে পারলাম।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনি যে লিংকটা দিয়েছেন সেই লিংকে গেলে দেখবেন নিচের দিকে দুটা কোড লেখা আছে। দুইটা কোডের নিচেরটা হলো এমবেড কোড। সেটা যাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলেই হবে, আমি যেমনটা দিয়েছি উপরের কমেন্টে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমরা যারা তালকানা তাদের যদি বলেন এটা কী ধরনের তাল বা এর নাম কি তাহলে ভাল হয়। নিদেনপক্ষে জানা হবে।

পুতুল এর ছবি

তিন তালের গান অনেক শুনেছেন যেমন ধরেন

আয় তবে সহচরী
হাতে হাতে ধরি ধরি
নাচিবি ঘিরি ঘিরি
গাহিবি গান।।

এ গানটা তিন তালে গায়।

সেখানে বাজে

ধা ধিন ধিন না
ধা ধিন ধিন না
না তিন তিন না
তেটে ধিন ধিন না।।

গানের মত তবলার কম্পোজশান আছে, সেগুলোকে কায়দা বা রেলা বলে। কায়দা একটু ধীরে বাজে, রেলা খুব দ্রুত বাজে। এখানে শুনছেন একটা ফরুক্কাবাদ ঘরনার কায়দা। ঘরানা হল স্টাইল। এই স্টাইলের প্রবর্তক ওস্তাদ কেরামত উল্যাহ খাঁ।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বাহ বাহ সুন্দর।

পুতুল এর ছবি

ধন্যবাদ, তরিকাটা তেমন কঠিন নয়। অথচ দেখতে বেশ লাগে।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।