সাঁওতাল গানের খোঁজে

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: রবি, ১৩/০৭/২০০৮ - ১২:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

নানা কারনেই মনটা বেশ ভাল রকমেরই বিষাক্ত হয়ে ছিল। সকাল থেকেয় টিপ টিপ বৃষ্টি পড়ছে যা দেখে আরো বেশী বিরক্ত লাগছে... আরে বেটা পড়লে ভালভাবে পড়...তাফালিঙ্গের মানে কি! সচরাচর বৃষ্টি দেখলে আমার মাথা কিঞ্চিত আউলায়ে যায় আনন্দে... আজকে মাথা চিড়বিড় করছিল বিরক্তিতে। বিরক্তি কাটানোর উপায় হিসাবে গানের উপর চেপে বসলাম। এতো এতো গান অথচ কোন গান শুনেই শান্তি পাচ্ছি না... বিরক্তির সীমা বাড়তে বাড়তে কঠিন অবস্থার দিকে যাচ্ছে বুঝতে পেরে নিজেই চিন্তিত হয়ে পড়লাম। গানের ভান্ডার খোড়াখুড়ি করতে করতেই হাতে পড়ল দু'টা সাঁওতাল গান। হাতি ঘোড়া গেল তল সাঁওতাল বলে কত জল!... এরকম মনোভাব নিয়েই মেজাজ ভাল করার অপচেষ্টা চালাতে থাকলাম। প্রথম গানটা শুনে তেমন কিছুই হল না... আবার শুনতে খারাপও লাগছিল না। দ্বিতীয় গানটা শুনতে শুনতে কল্লা সংযুক্ত মস্তক খানিকটা এপাশ থেকে ওপাশ স্প্রিঙ্গের মত দুলতে থাকল। তৃতীয় গানটায় হাতের আঙ্গুল 'টগবগ টগবগ ঘোড়ায় চড়ে রাজারকুমার এলো' টাইপ ঘোড়ার মত টগবগ টগবগ করা শুরু করে দিল। আর চতুর্থ গানটায়... উরিইইইইই বাবা! নেশায় পেয়ে বসল। একই গান বার বার শুনতে শুনতে রীতিমত শিল্পীদের অজ্ঞান করে ফেলার ব্যবস্থা করে ফেল্লুম।

কিন্তু একই গান আর কতক্ষন?? তাই দেরী না করে এখানে এসে পড়লুম দাদা-দিদিরা। যার ভান্ডারে যা যা আছে এখানে কষ্ট করে উগড়ে দিন (লিঙ্ক দিন) পিলিজ। বিনিময়ে সকলেই পাবেন উত্তম জাঝা। আমার যা কিঞ্চিত সংগ্রহ আছে সাঁওতাল কিংবা এই জোনারের কিছু তা নিচে দিয়ে দিলাম...এর জন্য আমাকেও উত্তম জাঝা।
রাঙ্গামাটির পথে লো

বিহুর এ লগন

চুড়ির তালে নুড়ির মালা (ফাতেমা-তুজ-জোহরা'র গাওয়া গানের লিঙ্কটি দিলাম না। কারন শোনার সময় মনে হবে ১০১ টি কাউবয় উনার পিছে ছুটেছেন এবং উনি ভাগতে ভাগতে গানটি গাচ্ছেন। পুরা বাংলা চিনেমার ধিনচাক ধিনচাক টাইপ মিউজিক)

ময়না ছলাৎ ছলাৎ নাচে লো

ঝুমরা নাচ নেচে কে এলোগো

ঝুনঝুন ময়না নাচ না তা থৈ তা থৈ নাচ না ( সলিল চৌধুরির সুরে করা এবং মুকেশের গাওয়া গানটি পাবেন এখানে)

চল মিনি আসাম যাব

তু লাল পাহাড়ী দেশে যা

ঝুম ঝুম কইন্যা

[বিঃদ্রঃ- বহুযুগ আগে ওই ব্লগবাসী ওই পোস্টটিতে একটি আবেদন করা হইয়াছিল। মনে আছে কি? একটি ই-বুকও খোলা হইয়াছিল। অনেকে কথাও দিয়াছিল গান দেবার। নিশ্চয় আপনারা ভঙ্গ করেন না অঙ্গীকার।]


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সাওতাল কয়েকটি গান আমার সংগ্রহে আছে... অভিজিৎ বসুর... কিন্তু ২ মেগা জটিলতায় এখানে আমি গান দিতে পারি না...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

গৌতম এর ছবি

আপনি মিডিয়াফায়ার ব্যবহার করতে পারেন। কোনো ঝামেলা নেই। যতোখুশি আপলোড-ডাউনলোড, প্রতি ফাইল হতে হবে সর্বোচ্চ ১০০ মেগা.।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

দৃশা এর ছবি

কোথাও আপ কইরা দেন। লিঙ্কটা এইখানে দিয়ে দেন।

দৃশা

গৌতম এর ছবি

নিশ্চয় আপনারা ভঙ্গ করেন না অঙ্গীকার।]
জোশ বাক্য!

আমি অনেক আগে বাসে যেতে শুনেছিলাম-
তু লাল পাহাড়ের দেশে যা, রাঙামাটির দেশে যা
হেথাক তোক মানাইছে না রে, ইক্কেবারে মানাইছে না রে...

চমৎকার লেগেছিলো। হয়তো বা পরিবেশের কারণে...

সাঁওতাল গানের পাশাপাশি শাদরি ভাষার গানও যদি পাওয়া যায়, তাহলে সেগুলো সংগ্রহের অনুরোধ থাকলো। দুটো ভাষা কাছাকাছি; কেবল সাঁওতালি ভাষার আলাদা কোনো লিখিত রূপ নেই বা সুগঠিত বাক্য গঠনের নিয়মকানুন নেই, যেটা শাদরি ভাষার আছে। অনেক সাঁওতাল বা উঁরাও আদিবাসীরা শাদরি ভাষা ব্যবহার করে। দুটো ভাষা কাছাকাছি বলে পার্থক্যটা সহজে বুঝা যায় না। কিন্তু শাদরি ভাষার গান কেই সংগ্রহ করছে বলে জানা নেই।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

নিশ্চয় আপনারা ভঙ্গ করেন না অঙ্গীকার

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

দৃশা এর ছবি

সাঁওতাল গানের পাশাপাশি শাদরি ভাষার গানও যদি পাওয়া যায়, তাহলে সেগুলো সংগ্রহের অনুরোধ থাকলো। --- আমারও থাকল।

দৃশা

রায়হান আবীর এর ছবি

দৃশাপা, সিটিসেল এর নতুন একটা এড এ পাহাড়ি গান হয় ব্যাকগ্রাউন্ডে। সেই গানটা কই পাবো?

আর লিংক গুলার জন্য জাঝা।

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

দৃশা এর ছবি

আমিতো ভাই টিভি দেখি না। জানি না কোন এ্যাডের কথা কন... আপনে গানের টাইটেলটা বলেন। খুঁজে দেখি।

দৃশা

রায়হান আবীর এর ছবি

আফা লাইঙ্গুলা খুবি খাইশটা উচ্চারণ। আমি বুঝতে পারছিনা...

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

দৃশা এর ছবি

ছি ছি! তাই নাকি! থাক তাইলে খাইশটা গান শুইনা কাম নাই... আসেন পাঞ্জেরী শিল্পী গোষ্ঠীর হামদ নাথ শুনি।

দৃশা

রায়হান আবীর এর ছবি

সাইমুম শিল্পী গোষ্ঠী কি দোষ কর্লো? চোখ টিপি

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

রেনেট এর ছবি

গানের লিঙ্কগুলোর জন্য অনেক ধন্যবাদ। ডাউনলোড করার ব্যবস্থা থাকলে ভাল হত।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

দৃশা এর ছবি

esnips থেকে ডাউনলোডের তরিকা আছে।
এখানে ক্লিক করে দেখেন সেইভ অপশেন আসে কিনা।
আপনাকে লিঙ্ক এর doc portion এ যুক্ত করা লাগবে nsdoc। এবং লিঙ্কের শেষ অংশটা(যেখানে গানের নাম আছে) বাদ দিয়ে যুক্ত করতে হবে ts_id/1205795172796/ns_flash/file88.mp3 এই লাইনটা।

দৃশা

রেনেট এর ছবি

ধন্যবাদ দৃশা আপু।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

রায়হান আবীর এর ছবি

@ রেনেট ভাই,

esnips থেকে ডাউন লোড করার সহজ উপায় এইখানে

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

রেনেট এর ছবি

ধন্যবাদ রায়হান ভাই। অনেক ভালো গান ডাউনলোড করা যাবে এখন।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

রায়হান আবীর এর ছবি

ঐটা দিয়া কাম না হইলে এইটা দিয়া ট্রাই নেন। (এইগুলা রাশেদ ভাইয়ের সৌজন্যে পাওয়া)

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

শেখ জলিল এর ছবি

esnips থেকে ডাউনলোডের তরিকা আছে।
এখানে ক্লিক করে দেখেন সেইভ অপশেন আসে কিনা।
আপনাকে লিঙ্ক এর doc portion এ যুক্ত করা লাগবে nsdoc। এবং লিঙ্কের শেষ অংশটা(যেখানে গানের নাম আছে) বাদ দিয়ে যুক্ত করতে হবে ts_id/1205795172796/ns_flash/file88.mp3 এই লাইনটা।
...বারবার চেষ্টা করে গান শুনতে বা ডাউনলোড করতে পারছিলাম না। ভালো হলো এবার।
ধন্যবাদ দৃশা। সুন্দর পোস্ট। পাহাড়ি গান আমাকে সবসময় টানে।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

আলমগীর এর ছবি

শিলাজিতের শেষ এলবামে বেশ কিছু শুনেছিলাম। ভুপেনের কণ্ঠে মনে হয় কোথাও ১/২টা শুনেছিলাম। খুঁজতে গেলে বিস্তর সময়ের ব্যাপার।

ফারুক ওয়াসিফ এর ছবি

আমার কাছে কয়েকটা আছে। কিন্তু কীভাবে দিই? দেশে আপলোড হওয়ার যে স্পিড তাতে বেইজ্জত হওয়ার সামিল। এই সচলেই তা একবার হয়েওছিলাম। বললাম যে, আসিতেছে। সেই ট্রেন আর আসে নাই।
যাই হোক, ভূমি নামে পশ্চিম বাংলার একটি ব্যান্ডের ঠিক সাঁওতাল নয়, চা বাগানের শ্রমিকদের একটা গান আছে 'চল মিনি আসাম যাব, দেশে বড় দুখ রে'। সেটা যোগাড় করতে পারেন। এর বাইরে আরো কয়েকটা আছে, একসময় দেবার চেষ্টা করবো।
আপনি ফোক যা পান, দেশের এবং বিদেশের, পাওয়া মাত্রই এই অধমের কথা স্মরণ করবেন। চাই কি আমরা পণ্য-বিনিময় চুক্তিও করতে পারি।
অথবা, প্রস্তাব করি, সচলেই এই সুবিধা দেয়া সম্ভব কি-না যে, গান-ভিডিও আদান প্রদানের একটা আর্কাইভ থাকবে?
হলে মন্দ হয় না।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

আলমগীর এর ছবি

ফারুক ভাই
ঘোষণা দিয়ে কিছু করলে সেটা কপিরাইটের প্রতি অবিচার হয়ে যাবে।

ফারুক ওয়াসিফ এর ছবি

সচল আর্কাইভে দিলে? আমার মনে হয় না, আমাদের বুদ্ধির অভাব আছে। কিছু একটা তো করাই যায়, তাতে লাভও হয় আবার সচল সমৃদ্ধ হয়।
কেমন আছেন?

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

ফারুক ওয়াসিফ এর ছবি

আর হ্যাঁ, বিহু সম্ভবত অসমিয়াদের নববর্ষ উতসব।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

ভূঁতের বাচ্চা এর ছবি

সাঁওতাল গান খারাপ লাগেনা । অন্যরা এখানে শুনে নিলে আমিও একটু শুইনা নেতাম।
নজরুল ভাইয়া, ডিভশেয়ার(www.divshare.com) ব্যবহার করেন। এই সাইটে ডিভশেয়ার থেকে এমবেড করতে পারা যেতে পারে।
বৃষ্টি আমার বেশি ভাল লাগেনা। দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। ঢাকায় বেশি খারাপ হইতো রাস্তায় পানি জমার কথা চিন্তা কইরা। আমাগো এলাকা খুব উঁচু ছিল কিনা !!!! আর এইখানে আসার পরেও অবস্থা পরিবর্তন হয়নাই। তবে এখন বৃষ্টিকে(কোনও রমনী ভেবে ভুল বুঝবেন না) অপছন্দ করার কারণ আলাদ। এইখানে বৃষ্টি হইলেই ঠান্ডা পড়ে খুব। বলেন দেখি মেজাজ তখন কেমন লাগে !!!

--------------------------------------------------------

শ্যাজা এর ছবি

কিছু গান তো আমার কাছেও আছে, দেখি তুলে দেওয়া যায় কি না। তবে একটু সময় আগে থেকেই চেয়ে নিলাম।


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

রায়হান আবীর... আপনে যে কি জিনিস দিলেন আমারে... আমি তো রাজত্ব পাওনের মতো খুশি... আহ্... এই জিনিসই খুঁজতেছিলাম এতদিন। আপনের তো রেগুলার দাওয়াত পাওনা রইলো... যা হোক... ইউটিউব থেকা এইভাবে নামানোর কোনও যন্ত্র আছে নাকি? থাকলে দিয়েন তো...
আর ভূতের বাচ্চা... আপনের লিঙ্কে ঢুকলাম মাত্র... দেখি একটু নাড়াচাড়া কইরা... আশা করি কিছু সাওতাল গান এইখানে দাখিল করতে পারবো আপনার বদৌলতে... বাকিটুকু জিপি ইন্টারনেটের গতির মর্জি...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কনফুসিয়াস এর ছবি

নজরুল ভাই,
একটা উপায় জানি আমি। ইউটিউবের যে কোন ভিডিও ওপেন করে এড্রেসবারে ইউটিউব শব্দটার আগে একটা কিস যোগ করে দিবেন।
যেমনঃ www.youtube.com/watch/jhjhjhjj
এরকম যদি এড্রেস হয়, আপনি youtube এর আগে লিখবেন kiss. এভাবে-
www.kissyoutube.com/watch/jhjhjhj
তাহলেই ডাউনলোড করার অপশান পেয়ে যাবেন।

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

দৃশা এর ছবি

আরো তিনখানা গান সংযুক্ত করা হল...বাকীদের কাছে যদি কোন কালেকশেন থেকে থাকে প্লিজ লিংক এখানে রেখে যাবেন।
------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

তিথীডোর এর ছবি

গানসম্রাজ্ঞী দৃশাপুও নেই.. গানের পোস্টও নেই আর আগের মতো... মন খারাপ

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।