ঈশপের গল্প (৮৬ - ৯০)

এক লহমা এর ছবি
লিখেছেন এক লহমা [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০১/০৫/২০১৪ - ১:৫৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

The Vine and the Goat

ঈশপের গল্পগুলি একই সাথে সমকালীন এবং চিরকালের। বারে বারে পড়ার মত গল্পগুলিকে একালের বাংলা ভাষায় আমার নিজের মত করে ধরে রাখার ইচ্ছের ফসল এই লেখা।

অনুবাদ ইংরেজী পাঠের অনুসারী, আক্ষরিক নয়। সাথে আমার দু-এক কথা। 

গল্পসূত্রঃ R. Worthington (DUKE Classics)-এর বই এবং আন্তর্জাল-এ লভ্য http://www.aesop-fable.com -এ ইংরেজী অনুবাদের ঈশপের গল্পগুলি। 

গল্পক্রমঃ R. Worthington-এর বইয়ে যেমন আছে।

(৮৬)
The Vine and the Goat

আঙ্গুর আর ছাগল-এর গল্প

আঙ্গুর ক্ষেতে তখন আঙ্গুর তোলার সময় এসে গেছে। গাছে গাছে ঝুলে আছে রসে টসটসে আঙ্গুরের থোকা। ক্ষেতের ধার দিয়ে যেতে যেতে এক ছাগল খপ করে একটা আঙ্গুর লতায় মুখ দিয়ে কিছু পাতা আর আঁকশি ছিঁড়ে নিয়ে কচমচ করে চিবাতে লাগল। আঙ্গুর লতা তখন তাকে বলল, “এইভাবে আমায় ব্যথা দিলি কেন তুই? কেন আমার পাতাগুলো শেষ করছিস? কোথাও কোন কচি ঘাস কি নজরে পড়ল না তোর? মনে রাখিস, সে দিন কিন্তু বেশী দূরে নয় যেদিন আমি এর ঠিক ঠিক প্রতিশোধ নিয়ে ছাড়ব। আমার পাতা গুলো ধ্বংস করেছিস তুই, শেকড় ও বের করে ফেলেছিস প্রায়। ঠিক আছে, ক'দিন বাদেই তোকে বলি চড়ানোর সময় তোর গায়ে ঢালবার পানীয় বানাতে যে আঙ্গুরগুলো লাগবে, আমিই তার যোগান দিয়ে দেব।"

প্রাচীন বচনঃ কৃতকর্মের সাজা মিলবেই।

আমি বলিঃ একটা-দুটো লতার আঙ্গুরে ত আর পানীয় তৈরী হয় না। ক্ষেত ভর্তি আঙ্গুর লতার থেকে আঙ্গুরের যোগান লাগে তার জন্য। সংখ্যায় যখন অনেক, তখন নিরীহ আঙ্গুর লতারও প্রতিশোধের সুযোগ আসতে পারে। কিন্তু সংখ্যালঘু যারা, তাদের জন্য প্রতিশোধ দূরে থাক, অস্তিত্ব রাখার-ও অধিকার হারিয়ে যায়।

(৮৭)
The Mouse and the Boasting Rat

এক নেংটি ইঁদুর আর এক দাম্ভিক ধাড়ি ইঁদুর-এর গল্প

এক নেংটি ইঁদুর একটা ধানের গোলায় নিজের আস্তানা বানিয়েছিল। কোথা থেকে একদিন এক বিড়াল এসে হাজির সেই এলাকায়। ঐ ধানের গোলাটা হয়ে উঠল তার বিশ্রাম নেওয়ার জায়গা। অবস্থা দেখে ভয়ে নেংটির মুখ শুকিয়ে গেল। কি করবে, কি ভাবে বাঁচবে ভাবতে গিয়ে তার মাথা খারাপ হওয়ার যোগাড়। একসময় তার মনে পড়ল কাছাকাছিই থাকা এক ধাড়ি ইঁদুরের কথা। সেই ধাড়ি ইঁদুর এর আগে বহুবার নেংটিকে বলেছে যে সে কোন বিড়ালের পরোয়া করে না। নেংটি ঠিক করল ঐ ধাড়ির কাছে গিয়ে তাকেই অনুরোধ করবে বিড়ালটাকে তাড়িয়ে দেওয়ার জন্য। ধাড়ির সাথে গিয়ে দেখা করল সে। ধাড়ি তখন নিজের গর্তেই ছিল। নেংটি ধাড়িকে নিজের অবস্থার কথা জানিয়ে তার সাহায্য চাইল। “ফুঃ”, বলল সেই ধাড়ি ইঁদুর, “আমায় দেখ, আমার মতন তোর-ও মনে সাহস আনতে হবে। যেমন ইচ্ছে ঘুরে বেড়াবি তুই, কোন বেড়ালকে কোন রকম পাত্তা দিবি না। আমি খুব তাড়াতাড়ি-ই আসছি তোর কছে। এসেই ঐ বিড়ালটাকে দূর দূর করে তাড়িয়ে দেব ওখান থেকে।” নেংটি চলে যাওয়ার পর ধাড়ি ইঁদুর ভাবল, এত যে বড় বড় কথা বলে দিল সে, এইবার কিছু একটা করে দেখাতেই হবে। সে তার এলাকার সমস্ত ধাড়ি ইঁদুরদের ডেকে আনল, তারপর সবাই মিলে চলল সেই বিড়াল-এর কাছে। মতলবটা হচ্ছে গায়ের জোরে না হোক, সংখ্যার জোরেই বিড়ালকে তারা ভয় পাইয়ে দেবে। কিন্তু গোলার কাছে হাজির হয়ে তারা দেখে যে বিড়ালটা এর মধ্যেই বোকা নেংটিটাকে পাকড়ে ফেলেছে। এরপর বিড়ালটা একবার শুধু একটা হুঙ্কার ছাড়ল। ব্যাস, মুহূর্তের মধ্যে সব কটা ধাড়ি ইঁদুর পড়ি কি মরি করে ছুট লাগিয়ে যার যার গর্তে গিয়ে ঢুকে পড়ল।

প্রাচীন বচনঃ অহঙ্কারী লোকের উপর নির্ভর করতে নেই।

আমি বলিঃ এ এক আশ্চর্য মজা! বার বার ঠকার পরেও লোকেরা তার উপরেই বেশী আস্থা রাখে যে নিজের ঢাকটা বাকীদের থেকে জোরে বাজাতে পারে!

(৮৮)
The Dog and the Fox

কুকুর আর শিয়াল

একদল কুকুর ঘুরতে ঘুরতে দেখে একটা সিংহের চামড়া পড়ে আছে। দেখামাত্র তারা চামড়াটার উপর ঝাঁপিয়ে পড়ে দাঁত দিয়ে ছিঁড়ে সেটাকে কুটিকুটি করতে শুরু করে দিল। একটা শিয়াল সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল। কুকুরগুলোর ঐ কাজ দেখে শিয়াল তাদের উদ্দেশ্যে বলল, “এই চামড়া যার ছিল, সেই সিংহটা আজ বেঁচে থাকলে, অনেক আগেই তোরা বুঝে যেতি যে তোদের দাঁতের যা শক্তি তা ঐ সিংহের এমন কি নখের জোরের-ও ধারে কাছে আসে না।"

প্রাচীন বচনঃ পড়ে থাকা লোককে লাথি মারা খুব সহজ।

আমি বলিঃ ক্ষমতাবানের ক্ষমতা চলে যাওয়ার আগে পর্যন্ত যারা মার খাওয়ার ভয়ে দূরে দূরে থাকে, ক্ষমতা চলে যাওয়ার পর তারাই সেই প্রাক্তন ক্ষমতাবানের উপর প্রবল হিংস্রতা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। সাধারণভাবে একে রাজনীতি বলা হয়ে থাকে।

(৮৯)
The Thief and the House-dog

এক চোর আর এক পাহারাদার কুকুরের গল্প

রাত্রিবেলায় এক চোর এক বাড়িতে এসে হাজির। ঐ বাড়িতে চুরির মতলব তার। কিন্তু এক কুকুর ছিল সেই বাড়ির পাহারার দায়িত্বে। কুকুরের চ্যাঁচামেচিতে মালিক হুঁশিয়ার হয়ে গেলে চোরের পক্ষে মুস্কিল। কুকুরটাকে শান্ত রাখার জন্য চোরটা তাই অনেকগুলো মাংসের টুকরো সাথে করে নিয়ে এসেছিল। এবার সে কয়েকটা টুকরো সেই কুকুরের দিকে ছুঁড়ে দিল। তাই দেখে কুকুরটা ঐ চোরকে বলল, “আপনি যদি ভেবে থাকেন যে এইভাবে মাংসের টুকরো ছুঁড়ে দিয়ে আমার মুখ বন্ধ রাখবেন, আমার পাহারায় ঢিলে পড়ে যাবে, আর, আপনার অনুগত হয়ে পড়ব আমি, বিরাট এক ভুল করবেন আপনি! আপনার এই হঠাৎ দয়ায় আমার সন্দেহ বরং আরো বেড়ে গেছে। এর পিছনে নিশ্চয়ই আপনার কোন মতলব আছে। এমনি এমনি আপনি আমায় উপহার বিলাচ্ছেন না। আমি নিশ্চিত, আপনি আমার মালিকের কোন ক্ষতি করার মতলবে আছেন। তাছাড়া, এখন আমার খাওয়ার সময়ও নয়। এতে আমার আরো বেশী করে সন্দেহ হচ্ছে যে আপনি নিশ্চয়ই কোন খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন।"

প্রাচীন বচনঃ কোন সৎ উদ্দেশ্যে কেউ ঘুষ দিয়ে খুশী করার চেষ্টা করে না।

আমি বলিঃ ঈশপ-দাদু গো, তোমার দিন আর নেই। এখন এই হতভাগ্য তৃতীয় বিশ্বে সৎ উদ্দেশ্যর কথা বাদ-ই দিলাম, নেহাৎ বাঁচতে গেলেও যে কত সময় ঘুষ না দিয়ে কোন উপায় থাকে না সে কেবল ভুক্তভোগী-ই জানে।

(৯০)
The Sick Stag

অসুস্থ হরিণ

অসুখ করায় এক হরিণ চুপটি করে নিজের আস্তানায় শুয়ে ছিল। তার আত্মীয়-স্বজন, ইয়ার-দোস্তরা দলে দলে তাকে দেখতে এল। তার শরীরের খোঁজ-খবর নেওয়ার সাথে সাথে তারা সবাই তার সঞ্চিত খাবারেও খানিকটা করে ভাগ বসিয়ে গেল। হরিণটা যে শেষ পর্যন্ত মারা পড়ল সেটা যত না অসুখে ভুগে, তার থেকেও বেশী করে খাবারের অভাবে।

প্রাচীন বচনঃ খারাপ সঙ্গীরা ভাল করার চেয়ে অনিষ্টই করে বেশী।

আমি বলিঃ ক্ষমতাচ্যুত কি অশক্ত অবস্থার সময় যারা আহা-উহু করে ঘিরে এসেছে, ব্যক্তি-ই হোক বা গোষ্ঠী কি দল সবাই তারা বন্ধু নয়। অনেকেই এসেছে অসহায় দেখে আরো লুটে নেওয়ার জন্য, আরো ডুবিয়ে দেওয়ার জন্য, সাবধান! *

* আগে বলেছিলামঃ স্বার্থপর বন্ধুরা সাথে থাকলে ধ্বংস হওয়ার জন্য আর শত্রুর দরকার পড়ে না।
এইটা প্রাচীন বচনের সাথে প্রায় এক-ই থেকে গিয়েছিল। দীনু-দা (দীনহীন) তাঁর মন্তব্যে এ প্রসঙ্গ তুলে নিজের অতৃপ্তির কথা জানান। অনেক ধন্যবাদ তাঁকে।


মন্তব্য

এক লহমা এর ছবি

প্রবল আলস্য আর বিষণ্ণতা কাটিয়ে কোন কিছু লেখা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

চলুক খুব ভাল লাগছে । আরও চলুক । হাসি

-আনন্দময়ী মজুমদার

এক লহমা এর ছবি

অনেক ধন্যবাদ দিদি। ইচ্ছে ত আছে চালিয়ে যাওয়ার হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

প্রৌঢ় ভাবনা এর ছবি

বচনগুলো ভাল লাগলো আর আপনার বলা কথাও। চলুক

এক লহমা এর ছবি

হেঃ হেঃ হেঃ, লন, আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- পাতা লন হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

আয়নামতি এর ছবি

চমৎকার!
বেশির ভাগ পড়েই লজ্জা পেলাম রে! মন খারাপ হলো সত্যি উপলব্ধি করে মন খারাপ
তবে আমি খুব বিশ্বাস করি, পৃথিবীতে ভালোর সংখ্যায় বেশি।
সময়টা এখন খারাপদের কব্জায়, তাই মন খারাপ করার মত ঘটনা ঘটছে।
খারাপ সময় চিরদিন থাকে নাকি রে বোকা!
***
অট: আছো কেমন রে দাদাইটা? লং টাইম নো টক্শ‌ক।
মন খারাপের মাথায় কষে চাটি বসিয়ে দাও।
এইটা শুনে দেখো, ভালু লাগবে।

এক লহমা এর ছবি

নানাবিধ উৎসাহ দেওয়ার জন্য অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অট-১ঃ ঐ ভিডিওটায় যদি মন ভালই হবে, সচলেই বা আসি কেন, আর রাত জেগে জেগে ঈশপের গল্প-ই বা অনুবাদ করি কেন? যাকগে, তুমি যে আমার মন ভাল করার চেষ্টা করলে, এইটাতে অবশ্যই অনেক মন ভাল হল।
অট-২ঃ তুমি আছো কেমন? দাসদের নিয়ে কি সব লেখালেখি করছ যেন। সেই ব্যাপারেই কি কিছু শেয়ার করতে চাইছিলে? আমার মন্তব্যের নীচের দিকে আমার নুতন ঘরবাড়ির একটা ঠিকানা পাবে। সেখানকার যোগাযোগ পাতার সাহায্য নিতে পারো।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

আয়নামতি এর ছবি

ইশশশ সব্বাই এভাবে উৎসাহ দিলে আমি গদ্যপদ্যরম্যসম্যগপ্পোসপ্পোউপন্যাস যা কিছু সম্ভব লিখে সচল সয়লাব করে
ফেলতাম রে দাদাই! আর তুমি বিরোধী দলের মত মুখ গোমরা করে আছো(এমন একটা লাইন পড়লাম সচলে)?
অণুকাব্য পেয়ে গেলাম শেয়ার করি কেমন?

মুখ হলে গোমরা
সেই মুখ
হয়ে যায়
কুমড়া!

কুমড়ার ছক্কা হতে না চাইলে জলদি মন ভার ছাড়ো।

না,ও ব্যাপারের জন্য না। একটা হিন্দি গানের ঠিকঠাক অর্থটা মালুম করতে সাহায্য চেয়েছিলাম।
তোমার ঠিকানা যখন পাওয়া হলু সময় মত জ্বালাবো চিন্তা করো না দেঁতো হাসি

আয়নামতি এর ছবি

আহ হা! বার বার ভুলে যাচ্ছি। ছাগলে আঙ্গুরলতা চিবুচ্ছে ফটুক কার আঁকা হে?

এক লহমা এর ছবি

কার আর আঁকা হবে? গত বছর কয়েকটা জল রং-এর পেন্সিল কিনেছিলাম। লেখাটা শেষ করে ভাবলাম, দিই দুটো টান লাগিয়ে! খাইছে

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

ঈয়াসীন এর ছবি

চলুক

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

এক লহমা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

মজা পেয়েছি। আলস্য কাটিয়ে লিখতে থাকবেন আশা করি।

গোঁসাইবাবু

এক লহমা এর ছবি

আলস্য বড় কঠিন জিনিষ, গোঁসাইবাবু! বড়ই চিত্ত চমৎকারী! হাসি
নেন, আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- নেন!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

দীনহিন এর ছবি

অনুবাদের ব্যাপারে কিছু বলার নাই, বরাবরের মতই সুন্দর হইছে; কিন্তু আমার সবচেয়ে ভাল লাগত যে 'আমি বলি' , তা কিছুটা কমজোর লাগল, লহমা! বিশেষ করে, আপনি বর্তমান সময়ের সাথে খুব সুন্দরভাবে রিলেইট করতেন। কিন্তু দেখুন ৯০ নম্বরটাই। ওখানে 'আমি বলি' কি 'প্রাচীন বচন' থেকে খুব ভিন্ন কিছু হয়েছে?

যাই হোক, আপনির এই পরিশীলিত সিরিজটির গুণমুগ্ধ আমি!

.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল

এক লহমা এর ছবি

..." 'আমি বলি' , তা কিছুটা কমজোর লাগল," ...
দীনুদা, আপনার সাথে ১০০% সহমত! আমার নিজেরও তাই লেগেছে, ঠিক যেন জমল না! ৯০ নম্বরটার কথাই ধরি। নানা ভাবেই যাই বলার চেষ্টা করলাম, দেখলাম প্রাচীন বচনটারই কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। শেষে হাল ছেড়ে দিলাম। কেন এ রকম হচ্ছে, সে ব্যাখ্যায় আর না যাই, অজুহাতে অক্ষমতাই বাড়ে শুধু, কাজ কিছু এগোয় না। এরপরেও যে আপনার মুগ্ধতা জানালেন, সে আপনার-ই গুণ।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

দীনহিন এর ছবি

দীনহিন বললেই হবে, লহমা! দাদা খুব বড় একটা সম্বোধন, কোথাকার এক দীনহিনের সত্যি সত্যি প্রাপ্য নয়! আপনার লেখার একজন ক্ষুদ্র পাঠক হিসেবে মত দিয়েছিলাম মাত্র, সেজন্যই কি লজ্জা দিলেন?

৯০ নম্বরটার কথাই ধরি।

যেই হালনাগাদ করলেন হাল সময়কে ধরে রাখার জন্য, তেমনটাই পেয়ে আসছিলাম আপনার কাছ থেকে, আর এই প্রাচীন গল্পগুলোর অনুবাদ সে কারণেই অনেক অনেক অর্থবহ আর নতুন হয়ে উঠছিল (আমার বা আমার মত-দের কাছে)! যেমন, বিএনপির এই বেহাল অবস্থায় এখন যারা জুটছে সমব্যথী হয়ে, তারা যে দলটিকে আরও নিঃস্ব করে দিয়ে সময়মত সটকে পড়বে না, তা কে বলতে পারে!
সচল প্রাণের ব্লগ হয়ে উঠেছে অনেক অনেক অসাধারণ লেখকের জন্য! সংবেদনশীল, রুচিশীল সেই লেখকদের মধ্যে আপনিও একজন!

ভাল থাকুন। আর লিখে চলুন। আমাদের জন্য!

.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল

এক লহমা এর ছবি

দীনু-দা, ৯০ নম্বরটা হালনগদ করলাম।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

তাহসিন রেজা এর ছবি

সিরিজটির খুব ভালো লাগে আমার। আলস্য ঝেড়ে ফেলে আর বিষণ্ণতা কাটিয়ে নতুন উদ্যমে লিখুন।
আপনি অপূর্ব লেখেন একলহমা হাসি প্লিজ লেখা থামাবেন না হাসি

------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”

অলীক জানালা _________

এক লহমা এর ছবি

অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- প্রিয় তহসিন! এত ভালবাসা জানালেন আপনি, আমি অভিভূত!
অঃ টঃ - আপনার নিক-টি আমার খুব পছন্দ হয়েছে - অতি প্রিয় কার্টুন চরিত্র তিনি।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

মন মাঝি এর ছবি

চলুক

****************************************

এক লহমা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

আলস্য পরিহার করুন, লেখা চলুক।

এক লহমা এর ছবি

থেঙ্ক্যু, থেঙ্ক্যু, চলুক যদ্দিন পারে!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

গুল্লি গুল্লি সবখানেই ছাগুদের নিয়ে আলোচনা, আপনিও বাদ দিলেন না চোখ টিপি । এত সোন্দর ছবিখানা কার আঁকা?

মাসুদ সজীব

এক লহমা এর ছবি

হ্যাঁ, দুনিয়া ছাগুময়, আমি তাদের এড়িয়ে চলি কি প্রকারে!
সোন্দর ছবি - গড়াগড়ি দিয়া হাসি হো হো হো গড়াগড়ি দিয়া হাসি । আর কার আঁকা হবে! সবাই কত কি করে, ভাবলাম দিই দুটো টান লাগিয়ে! দেঁতো হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

সবাই কত কিছু পারে আর আমি কিছুই পারি না মন খারাপ । কবে যে বড় হবো? চিন্তিত

মাসুদ সজীব

এক লহমা এর ছবি

বড় ত হয়েই গেছেন গো সজীব-দাদা! গাদা গাদা নানা রকম কিছু পারলেই কি শুধু বড় হয়! একটা মাত্তর কিছুও দুরন্ত ভাবে পেরে মানুষ অনেক বড় হয়ে যায়! আপনি যে সব পোস্ট দিচ্ছেন আর মন্তব্য করছেন, আপনাকে আমার ইতিমধ্যেই সচল পরিবারের একজন চমৎকার সদস্য বলে মনে হয়।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

নীড় সন্ধানী এর ছবি

আমার কাছে ঈশপের গল্পের চেয়েও ছাগমুখে আঙুর লতা বেশী ভালো লেগেছে। দেঁতো হাসি

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

এক লহমা এর ছবি

বুজ্চি, বুজ্চি নীড়ু-দা (নামটা খাসা হৈল, প্রায় নেরুদা নেরুদা শুনায়! আইজকা গিন্নী ছাগমাংস রান্না কচ্চেন, মুডটা পুরাই অন্যরকম চোখ টিপি ) , এইবারের লেখাগুলাইন ঐ আবজাব ছবির থিক্যাও আবজাব হৈসে! তবু যে আপনের মুখের হাসি কমার বদলে আরো বিকশিত, লন আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- লন দেঁতো হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

ঈশপের গল্প পড়তে বেশ ভাল লাগে। আমারও ইচ্ছা আছে রূপকথা, মিথ নিয়ে কাজ করার।

এক লহমা এর ছবি

হাসি শুরু করে দিন।
কিন্তু, আপনার পরিচয় কই! আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- দিমু কারে?

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক

______________________________________
পথই আমার পথের আড়াল

এক লহমা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- নজরুল-ভাই!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

চলুক

____________________________

এক লহমা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।