পরাণ

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: শুক্র, ১৫/০২/২০০৮ - ৭:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বৃথাই কল্প পথ চাওয়া। আসে না কেউ চন্দন হাতে সাজাতে
সকাল। কাল থেকে মহাকাল বয়ে যায় ভাটিতে। যেতে চেয়েও
হয়না যাওয়া। সীমানার দখিনে যে দেয়াল , তা ডিঙিয়ে ওপারে
যেতে পারলে হয়তো পাওয়া যেতো দেখা সমুদ্রের । দ্বীপের পর
দ্বীপ , বাসিন্দারা সবাই দেখেছে কালাপানি । কাটিয়েছে জীবনের
দ্বীপান্তর । অন্তর আর পরাণের পার্থক্য ভুলে গেছে সম্মিলিত সবাই
পাই-আনা-কড়ি দিয়ে তিলে তিলে কেনা পাঁজরের ছবি তারা খুব
যতনে দিয়েছে রেখে। যা দিয়ে প্রজন্মরা পরাণচিত্র যাবে এঁকে।


মন্তব্য

ধ্রুব হাসান এর ছবি

অন্তর আর পরাণের পার্থক্য ভুলে আবার পরাণের চিত্রই আকাঁলেন উত্তর প্রজন্মদের দিয়ে? বাহ!

পরিবর্তনশীল এর ছবি

আপনার কবিতা'র ভক্ত হয়ে গেলাম
আরো কবিতা চাই
---------------------------------
চোখের পাতায় হাত রেখে ওরা আমাকে স্বপ্ন দেখার যন্ত্রণা দেয়।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ফকির ইলিয়াস ভাই, আপনার লেখা ভালো লাগে। ভোরের কাগজে নিয়মিত কলাম পড়তাম। ইন্টারনেট প্রতারণা বিষয়ে আপনার এক লেখার প্রতিক্রিয়ায় আমার ছোটোখাটো একটা চিঠিও ছাপা হয়েছিল ভোরের কাগজে। সেটা অন্য প্রেক্ষিত।

যেটা বলতে চাইছি - জানি না আপনি সময় কেমন পান, তবে অনুরোধ করবো, সচলায়তনে একটু সময় দেয়ার জন্য। অন্যদের লেখা পড়ে আপনার কতোটা ভালো লাগবে জানি না, তবে আপনার মন্তব্য প্রতিক্রিয়া পেয়ে আমার মতো শৌখিন ব্লগার এবং নতুনরা অবশ্যই ঋদ্ধ হবে।

শ্যাজা এর ছবি

ভিডিও কাব্যের ন্যায় লাগিল।


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

মুজিব মেহদী এর ছবি

বৃথাই কল্প পথ চাওয়া। আসে না কেউ চন্দন হাতে সাজাতে
সকাল।

কিন্তু তবু চাইতে হয়, চাব, চেয়েই যাব।
.................................................................
...ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি...

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

ফকির ইলিয়াস এর ছবি

ধন্যবাদ সবাইকে।

@শিমুল , আপনার মনে রাখা আমাকে মুগ্ধ করলো।
হাঁ, আমি সময় পেলে অবশ্যই পড়বো, মন্তব্য করবো।
আমি ভাই, ক্ষুদ্র মানুষ। এখানে অনেক কৃতি লেখক -লেখিকা
আছেন। বিনীত শুভেচ্ছা আবারো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।