পাখিমেলা

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: শনি, ১৬/০২/২০০৮ - ৯:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

মনগুলো মিশে গেছে চর-শীতলক্ষ্যায়।পায় যারা প্রাণপলির পূর্ণ সন্ধান তারা অবশেষে মেতে উঠে হারানো নক্ষত্র চারণে।মেনে
সকল নেত্রনিয়ম,চোখ দুটো স্থির রাখে বসন্তের বর্ণ-বিভায়।চায়,
অন্তিমে হলেও আবার দেখা হোক তার সাথে। যেতে যেতে ভোর,
নামুক দুপুর , ফালগুনের শিমুল সাম্রাজ্যে। মাঝে মাঝে বেজে
উঠুক বাঁশী, কৃষ্ণের হাত ধরে রাধা যেমন ভাসে কালের খেয়ায়।
পরিযায়ী প্রথমআকাশ পেরিয়ে পাখিরা সাজায় মেলা,দোর রচনায়


মন্তব্য

পরিবর্তনশীল এর ছবি

অন্তিমে হলেও আবার দেখা হোক তার সাথে

---------------------------------
চোখের পাতায় হাত রেখে ওরা আমাকে স্বপ্ন দেখার যন্ত্রণা দেয়।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

পড়লাম।

ফকির ইলিয়াস এর ছবি

ধন্যবাদ পড়ার জন্য।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।