সুদানের প্রেসিডেন্ট ওমর আল বাশির এর বিরুদ্ধে গণহত্যার মামলা

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: বুধ, ১৬/০৭/২০০৮ - ৬:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

''আমরা আড়াই মিলিয়ন মানুষের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে পারি না '' । কথাগুলো বলেছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটর লুইস মরেনো-ওকামপো।
হাঁ, সুদানের প্রসিডেন্ট ওমর আল বাশির এর বিরুদ্ধে গনহত্যার
চার্জ গঠন করা হয়েছে। তাকে যথাশীঘ্র গ্রেফতারের দাবী ও
জানানো হয়েছে।
দারফুরে নির্মম গনহত্যা, ধর্ষণের অপরাধে তার বিরুদ্ধে এই
মামলা হয়েছে।
যদিও সুদান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে , এসব রাজননৈতিক ষড়যন্ত্র । এসবের কোনো ভিত্তি নেই।
বিশ্ববাসী দেখেছে আল বাশিরের মিলিশিয়া বাহিনীর পাষন্ডতা।
দেখেছে ১৯৭১ সালে বাংলাদেশেও নির্মম গনহত্যা ,ধর্ষণ ,অগ্নিসংযোগের বর্বরতা ।
বাংলাদেশের সেইসব হায়েনা রাজাকার ,আলবদর,আলশমস
বাহিনী যারা বুদ্ধিজীবি হত্যার নীলনকশা করেছিল, যারা এই
দেশের অবলা নারীকে তুলে দিয়েছিল তাদের পাক প্রভূদের হাতে, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে কবে মামলা
হবে ???????????????


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

দারফুরের সাথে বাংলাদেশ '৭১ এর মিল অনেক । ধর্মীয় ঐক্য বড় ঠুনকো সেখানে জাতিবিদ্বেষের কাছে ।
এই সময়ে ও কি ভয়াবহ রকম জাতিগত শোধন...

মানুষের এগিয়ে যাওয়ার গল্পগুলো প্রায়শই গালগল্প শেষপর্যন্ত
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ফকির ইলিয়াস এর ছবি

আমরা কি তবে রক্তখেলাকেই বেছে নেবো !!!

আলমগীর এর ছবি

আমি কি কিছু মিস করছি?
কোন দেশের নিজের আইনের উপর আইসিসির কোন জুরিসডিকশন নেই। কেবল সদস্য দেশ (যেখানে ইউএস এবং অস্ট্রেলিয়া এখনও সাইন করেনি) নিজ থেকে উদ্যোগী হলেই কেবল আইসিসির করণীয় থাকে।
সেখানে গ্রেফতারি পরোয়ানার বাস্তবিক কোন মানে আছে? কিছু করণীয় থাকলে তা জাতিসংঘেরই।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।