সমুদ্র গুপ্ত : যে ছবিটা দেখবো চিরদিন

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: শনি, ১৯/০৭/২০০৮ - ১১:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

এ ছবিটা আমরা দেখবো
দেখবে আমাদের প্রজন্ম
দেখবে সবাই, মাটি ,সূর্য
দেখবে ''রোদ ঝলসানো মুখ"।


মন্তব্য

ফকির ইলিয়াস এর ছবি

বিনীত অনুরোধ করি,
সম্ভব হলে ছবিটা সচলায়তনের ব্যানারে রাখা হোক

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ব্যানার করা হয়েছে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মাহবুব লীলেন এর ছবি

কে যেন বলছিল আজ
কবিদের স্বর্গে চলে গেছেন সমুদ্র দা

আজ হঠাৎ করে মনে হলো স্বর্গে বিশ্বাস না করলেও স্বর্গ শব্দটাকে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে আমার

সালাম কবি
ভালো থাকেন কবিদের স্বর্গে কিংবা কবিতায়

রেজওয়ান এর ছবি

এই মূখ আমার অতি চেনা। তার সাথে কথা হয়েছে কিনা মনে পড়ছে না (রুদ্র সংসদের কোন অনুষ্ঠানে)। কিন্তু কাটাবনের রাস্তা দিয়ে যেতে বহুবার তাকে দেখেছি রিক্সায়, পথে। শুভ্র কেশ, মনকাড়া গোঁফ, আর কাধে ঝোলা।

বেঁচে থাকুন কবি আপনার লেখায়, সবার স্মৃতিতে।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

সবজান্তা এর ছবি

সচলায়তনের অনেকেই কবিকে চেনেন ব্যক্তিগত ভাবে। তেমন আমার সৌভাগ্য আমার হয়নি, তবে কবি সমুদ্র গুপ্তকে নিয়ে আমার অন্যরকম অভিজ্ঞতা হয়েছে এবারের বইমেলাতে।

কোন এক স্টলে আমি বই নেড়েচেড়ে দেখছি। হঠাৎ পাশে খুব ইন্টারেস্টিং ভঙ্গিতে কিছু কথা শুনে তাকিয়ে দেখি শ্বেত শুভ্র দাঁড়ি গোফ ওয়ালা একজন ভদ্রলোক। উনাকে কোথায় দেখেছি, কোথায় দেখেছি ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো, আরে উনি তো কবি সমুদ্র গুপ্ত।

আমি সাধারণত মেলায় প্রায় রোজই যাই। রোজই মনে হয় প্রায় উনাকে দেখেছি। যখনই দেখেছি, কান খাড়া করে রেখেছি, যদি আবারো মজার কিছু শুনি। এমনকি, ব্লগার খেকশিয়ালকেও একদিন দেখিয়েছিলাম উনাকে।

সেই ইন্টারেস্টিং ভঙ্গীতে কথা বলার কবি আজ নেই......


অলমিতি বিস্তারেণ

অনিন্দিতা চৌধুরী এর ছবি

কবির প্রতি শ্রদ্ধা

মনজুরাউল এর ছবি

তারিখটা ২২ জুন। ঝিম ঝিম বৃষ্টি হচ্ছে। টি এস সি’র মোড়ে ’এই দাদা থামেন’ বলে রিক্সা থামাল অমিত(ভোরের কাগজ,যায়যায়দিনের অমিত হাবিব)।রিক্সায় বসে হুংকার দিলেন গোঁপধারি এক লোক-’কিরে কি য়ইছে?’।এই হলো মনজু আর শানি-,ওরা বিয়ে করবে,জায়গা দিতে হবে-বলল অমিত।’আইসা পড়’-ছোট্ট উত্তর।হ্যাপা(হ্যাপি আপা) হলেন বড় বোন, সমুদ্র দা হলেন বড় ভই ।হয়ে গেল বিয়ে।আজ সকালে শানি- কেঁদে দিয়ে বলল-‘দাদাকে দেখালে না?’কী করে দেখাব? ব্যাঙ্গালোর যে অনেক দূর----------------
.......................................................................................
আমার সারাটা দিন মেঘলা আকাশ
বৃষ্টি তোমাকে দিলাম------------

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

কীর্তিনাশা এর ছবি

কবির মৃত্যু নেই। কবি বেঁচে থাকেন তাঁর কবিতায়। কবি সমুদ্র গুপ্ত বেঁচে থাকুন বাঙালী হৃদয়ে চিরদিন।

-----------------------------------
সচল আছি, থাকবো সচল!!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

পান্থ রহমান রেজা এর ছবি

ভার্সিটিতে তাকে অনেকবারই দেখেছি, শুভ্র সাদা চুল বাতাসে উড়িয়ে যাচ্ছেন। বন্ধুদের বলেছি, ওই যে কবি সমুদ্র গুপ্ত যায়। আর কখনো বলা হবে না।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।