জন্ম নাও উত্তরের পাখি

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: শনি, ০৪/১০/২০০৮ - ৯:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জন্ম নাও উত্তরের পাখি, প্রশ্নগুলো আমারই থাক
কেউ দেখা পাক কিংবা না পাক
তুমি ঠিকই একদিন জেনে যাবে
প্রকৃত উড়ালের গোপন হলফনামা , পাবে
দেখা সকল বিরহী বয়নের
আর যারা নদীপাড়ে করে যায় চাষ ফের
ঢেউগুলোর সতীর্থ বীজ । তাদের অনুসারী
রাতের সাথেও দীর্ঘ জীবন নিয়ে ফেরারী
হয়ে বেঁচে থাকো তুমি । আমি না হয়
ধ্বংশকেই বেছে নেবো , ভালোবেসে মহান প্রলয়।

ছবি- মারিয়া উইলি


মন্তব্য

মৃন্ময় আহমেদ এর ছবি

এ জীবনে চাওয়া পাওয়ার রেশ থাকে কোথায়!

====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মাহবুব লীলেন এর ছবি

ধ্বংসকে আর কত বেছে নেয়া ইলিয়াস ভাই?
ছাই থেকে কি আদৌ ফিনিক্স জন্মায়?

শেখ জলিল এর ছবি

ভালোবেসে প্রলয়েও আত্ম সমর্পণ করা যায়!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

রণদীপম বসু এর ছবি

ভালোবাসা মানেই তো ধ্বংসকে বুকে টেনে নেয়া।

ভালোবাসার পরে আগের মানুষটি কি থাকে কোথাও ? নতুন একটি সত্ত্বার জন্ম হয়। যার নাম প্রেমিক সত্ত্বা।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।