উদ্দেশ্যহীন যন্তর

ফারুক হাসান এর ছবি
লিখেছেন ফারুক হাসান (তারিখ: শুক্র, ২৮/০৯/২০০৭ - ৭:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

দেখি, জীবনের উদ্দেশ্য সম্পর্কে আপনার ধারনাটা কি, বলুন তো?

আপনাকে এই প্রশ্নটা কখনো কেউ করে নাই। আপনি বজ্রাহতের মত কেবল বসে থাকেন, নড়েন না। সিস্টেম আপনাকে সেটা শেখায় নাই। যা শিখিয়েছে তা হলো কিভাবে সফল (এটার মানেটা কি?) ইঞ্জিনিয়ার বা ডাক্তার হওয়া যায়। শিখিয়েছে কিভাবে এই প্রতিযোগিতার বিশ্ব জিততে হয়, টাকা কামাতে হয় আর শিখিয়েছে কিভাব কাজ হাসিল করতে হয়। আরো শিখিয়েছে- যতটা সম্ভব ইন্দ্রিয়ের ভোগ। কিন্তু জীবনের যে উদ্দেশ্য . . . পারতপক্ষে, আমাদের শিক্ষকরাও কখনো এই অস্পৃশ্য ব্যাপারটা তোলে না, যেন অর্থহীন, অস্তিত্বহীন একটা বিষয়। আমরা বৈজ্ঞানিক, প্রকৌশলী - দার্শনিক তো আর না।
আমাদের শিক্ষার কী সংকীর্ণ অবস্থা!
যেমন, চিকিতসাশাস্ত্রই ধরুন- তলপেটে গোলমাল তো দশটা ডাক্তারের কাছে যান। তাদের প্রত্যেকেই রক্ত পরীক্ষা আর এক্সরের বন্যা বইয়ে দেবে, যতক্ষণ না ঘোষণা দেয় যে সমস্যাটা তাদের বিশেষজ্ঞ জ্ঞানের বাইরে। ততদিনে আপনি ডজন বা তারো বেশিবার তাদের কাছে যেতেই থাকেন আর তাদের পরিবারকে খুশি রাখেন (ভিজিট আপনাকে দিতেই হবে। সমস্যা ধরা পড়ুক, না পড়ুক!)

আমরা হাসি। কিন্তু জীবনের উদ্দেশ্য কি- এই প্রশ্নের উত্তর আর দেয়া হয় না, যত বিদ্যাই আপনার থাকুক না কেন। এটা থাকে কেবল কল্পনায়, যদি আদৌ তেমন কিছু আপনি কল্পনা করেন কখনো।
অতএব স্মৃতি নিংড়ানো।

কেউ কেউ হয়ত কিছু আভাস স্কুলে ফেলে এসেছেন। কোন্ গ্রুপ নেবেন, বিজ্ঞান না মানবিক? গণতন্ত্র:জনগণের জন্য, জনগণ নিয়ে, এবং জনগণেরই । পৃথিবীর সুউচ্চ পর্বত আর মহাসমুদ্র। ক্লোরিন গ্যাস কিভাবে তৈরী করে? মানুষ সামাজিক জীব। ওয়ার্ডসওয়ার্থের কবিতা। কোন খেলা- ক্রিকেট না ফুটবল? বিজ্ঞানমেলায় প্রথম পুরস্কার জিতলেন। মেয়েদের কিভাবে পটাতে হয়? এই ছুটিতে শিমলা ! ডাক্তারী না হয় ইঞ্জিনিয়ারিং- একটাতে হতেই হবে; সেরা চাকরী তো কেবল এখানেই।
নাহ! এগুলোতে জীবনের উদ্দেশ্য নিয়ে সারবস্তু কিছু মেলা দায়।

আপনি স্মরণে আনেন নীতিকথা আর ছেলেবেলায় কিন্ডারগার্টেনে শেখা ছড়া। আন্দ্রোক্লিস আর সিংহ? যে শেয়ালটা বনের রাজা হলো! Mary had a little lamb. ব্যা !ব্যা ! ব্ল্যাক শিপ! আরো অন্যান্য। ভালোরাই ওইসব গল্পে বিজয়ী বীর। কিন্তু সেখানেও আপনি আসলে জীবনের উদ্দেশ্য খুঁজে পান না।
এ একাধারে ভয়ংকর আর হতাশার। অবশেষে এই সহজ সাধারণ বাস্তব প্রশ্নের জবাবের জন্য আপনাকে দারস্থ হতে হয় অকাল্পনিক কল্পনার ফানুসের কাছে।

কোনো কোনো দার্শনিক হয়ত যুক্তি দেখাবেন যে প্রত্যেক মানুষকে তার নিজ নিজ লক্ষ্য নির্ধারণ এবং বাস্তবায়নে তার নিজের ইচ্ছার উপরই ছেড়ে দেয়া উচিত। এখন, কোনো ব্যক্তির স্বেচ্ছাউতসারিত নির্ধারিত লক্ষ্য আর জীবনের আসল উদ্দেশ্যের মধ্যে অবশ্যম্ভাবী একটা পার্থক্য আছে। এই মুহুর্তে সেই জলজ্যান্ত পার্থক্যটা ভুলে থাকা যাক। এবং আসুন দেখি, এই সমাজের যান্ত্রিকতা আপনাকে কতটুকু স্বাধীনতা দেয়, যদি নিজের লক্ষ্য নিজেই নির্ধারন করতে যান। দোলনা থেকে কবর, আপনার লক্ষ্য বাছাই কমবেশি নির্ধারিত হয় সমাজের সাথে আপনার অনিবার্য মিথস্ক্রিয়ায়।
আপনি একদম দুধের শিশু হলে কী খাবেন- সে পছন্দ (choice) কি আপনার থাকে? মার কাছে যেটা ভালো, সে তাই খাওয়ায়- মাঝে মাঝে নির্দয়ভাবেও, বিশেষ করে যখন কোনো খাবার আপনার একদমই ভাল লাগে না, যতই আপনি উগরে দিতে চান বা চিল্লান না কেন। মা কেবল মিষ্টি শব্দ করে, ওলেলেলে, মুখে, কখনো বা লাঠি দিয়ে।
শিগগিরই আপনি প্রতিবাদ মুখর হন যদি সেই খাবারটা না দেয়া হয়, যা খেলে একসময় আপনি অহরহ বমি করতেন।

আপনার কোন স্কুলে যাওয়া উচিত? তারা কি আপনার মত নেয় এ ব্যাপারে? সাধারণত, আপনি সেই স্কুলেই যান, যেখানে আপনার বাবা-মার সামর্থ্য আছে পাঠানোর। যদি সামর্থ্যে কুলোয়,তারা আপনাকে সেই স্কুলে পাঠায় যেটা তারা আপনার জন্য সবচেয়ে ভালো বলে মনে করেন। আর সামান্য যেটুকু আপনার জ্ঞান- তার সিংহভাগই আপনি পান সেখানেই। কিভাবে বুঝবেন যে সেটা সত্য না মিথ্যা?এটা কোনো বিষয় না, যতক্ষণ পর্যন্ত প্রায় সবাই আপনার কথায় সায় দিচ্ছে।
আপনি কী ঠিক করেন আপনার থাকার জায়গা? কোন ভাষায় কথা বলবেন? কোন পোষাকটা পরবেন? একটা টাই শুধু কোমড়ে জড়ান। আর দেখতে হবে না। ডাক্তার বা ইঞ্জিনিয়ারই কেন হতে হবে শুধু?আনকোরা নতুন একটা পেশা কেন নয়?
লিস্টে কুলোবে না।

নাহ! যে পরিস্থিতিতে জন্মেছেন, আপনি কেবল তার গড়া মাটির পুতুল। হয় খাপ খাইতে শেখো, নয়তো . . . আপনি খাপ খাইতে শিখেছেন। That's all. কিছুসময়ের জন্য হয়তো ফালাফালি করেন, কিন্তু কতক্ষণ?

সাদা কথা হলো, জন্ম হবার পর থেকে আপনার ব্রেইন ওয়াশ হয়ে আছে, জীবনে সম্পর্কে এক গতানুগতিক ধারণা নিয়ে আছেন আপনি। স্কুলে যাও। ডিগ্রি নাও। একটা চাকরি গছাও। বিয়ে কর। স্থিতু হও। বাচ্চা পয়দা কর। এবং এইভাবে একদিন মরে যাও।

জীবন হয়ে যায় উদ্দেশ্যহীন একটা যন্ত্র।


মন্তব্য

ফারুক হাসান এর ছবি

(লেখাটা বিজ্ঞানবিষয়ক পাক্ষিক নিউজলেটার Science and Nescience এর Purposeless Machine নামের একটি লেখার অনুবাদ। মূল লেখাটা ছাপা হয়েছিল ১৯৯৪ এর ১লা সেপ্টেম্বর সংখ্যায়। মূল ইংরেজিটা দারুণ রসঘন। অনুবাদের আড়ালে হনুবাদ হবার তীব্র আশংকা নিয়েও লেখাটি পোস্ট করলাম, কেবল বিষয়টা ইন্টারেস্টিং বলেই )
-----------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

আরশাদ রহমান এর ছবি

পড়লাম। জীবনের উদ্দেশ্য কি কেন এই মহা বিশ্ব এসব প্রশ্নের রহস্য কোন দিনও শেষ হবেনা। তবে আমরা বেশির ভাগ মানুষ এসব নিয়ে চিন্তা করিনা। কারো কাছে শুধু দু বেলা খাবার যোগার করাই জীবন কারো কাছে আবার কারো কাছে অন্য কিছু। গরিবের জীবনের উদ্দেশ্য কোন ভাবে খেয়ে পড়ে বেঁচে থাকা। আর পৃথিবীর বেশির ভাগ মানুষের অবস্থাই তাই।
"খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে" নজরুল

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমার জীবনের কোন উদ্দেশ্য নাই। বাবার জীবনে কতিপয় উদ্দেশ্য পুরণ হয়নি বলে নিজের জীবনে সেসব পুরণ করে চলেছি। বিশ্ববিদ্যালয়ে পড়ানোর চাকরি পেয়ে তাঁর অপূর্ণ ইচ্ছের অর্ধেক পুরণ করেছি। এখন তাঁর বাকি অর্ধেক ইচ্ছে পুরণ করতে পিএইচডি নামক বস্তু গেলার চেষ্টারত।

আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

আমার জীবনের উদ্দেশ্য না থাকলেও মন চায় একটা নদী আমাকে নি:শব্দে অনুসরণ করুক, একটা পাহাড় আর একটা নি:সঙ্গ মেঘ থাকুক তার সাথে। আমি সবুজ লনে কালো কাঠবেড়ালির দৌড়াদৌড়ি দেখে কাটিয়ে দিতে পারি সারা বেলা। জারুল আর কৃষ্ণচূড়ার সমারোহে জৈষ্ঠের তপ্ত রোদে পুড়তেও আপত্তি নাই। নালার ধারে বসে হাঁসের সাঁতরানো দেখা অথবা গাছের বুলবুলির পিছে ছুটতে আমি ক্লান্তিহীন। উদ্দেশ্য নাহয় না-ই থাকল, এসবেই আমার চলে।

...............................
আমার লেখাগুলো আসে স্বপ্নের মাঝে; স্বপ্ন শেষে সেগুলো হারিয়ে যায়।

??? এর ছবি

মেকানিক্যাল ইভুলিউশন থিওরি নিয়ে কপচানো হয়েছে এই লেখায় মনে হয়। এই যে, আমাদের অতীত, এবং পরিপার্শ্ব আমাদের জীবনের গতিকে নিয়ন্ত্রণ করে। জীবনের গতিধারা সম্পর্কে সম্ভবত এইটাই সবচেয়ে জনপ্রিয় অভিমত, যদিও উপসংহারে এইটা অজ্ঞেয়তাবাদের দিকে ধাবিত হয়।
ধর্ম এর বিপরীত মতটি প্রভাইড করে। সে দেখায়, অতীত নয়, মানুষের জীবন আসলে ভবিষ্যত দিয়ে নিয়ন্ত্রিত।

এইসব নিয়ন্ত্রণবাদী চিন্তাভাবনার বাইরেও আরো মতপথ আছে। যত মত তত পথ। আবার সব পথই রোমে গিয়ে নাকি শেষ হয়!

জটিল বিষয়!
চান্সে আমিও কপচাইলাম মনে হয়!

................................................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আমার জীবনের উদ্দেশ্য - উদ্দেশ্যহীনভাবে এই জীবনটা যাপন করা।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

হাসান মোরশেদ এর ছবি

'দেখো মন ঝাক মারিয়া দুনিয়াদারী'
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নিঘাত তিথি এর ছবি

হাসান ভাই, লালনের গানটার কথা যদি বলে থাকেন তাহলে ওটা হবে বোধহয়, "দ্যাখ না মন, ঝকমারি এই দুনিয়াদারি"।

--তিথি

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

ফারুক হাসান এর ছবি

আরশাদ রহমানের মন্তব্য ঠিক আছে। অধিকাংশ মানুষই জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবে না,আসলে ভাবার সময় পায় না। তবে এর জন্য সর্বাংশে দারিদ্র দায়ী, তা আমি বলবো না। নিজের বর্তমান নিয়ে খুব বেশি চিন্তিত না হলেও ভবিষ্যত নিয়ে চিন্তিত হয়ে ধর্মের প্রতি ঝুলে পড়তে দরিদ্র মানুষকেই বেশি দেখা যায়। তাই ধর্মের প্রসংগে সুমন ভাইয়ের মন্তব্য ঠিক আছে। তবে যে কোনো ধর্মই জীবনের উদ্দেশ্য নিয়ে নিদেনপক্ষে একটা ইনিশিয়াল গেস সাপ্লাই করতে পারে, হোক তা সত্য বা মিথ্যা।
প্রকৃতিপ্রেমিকের মন্তব্য আমার হৃদয় ছুঁয়ে গেছে। এইখানে পোস্টের মোটা দাগে লেখা কথাগুলো আবার বলা প্রাসঙ্গিক মনে করছি- এখন, কোনো ব্যক্তির স্বেচ্ছাউতসারিত নির্ধারিত লক্ষ্য আর জীবনের আসল উদ্দেশ্যের মধ্যে অবশ্যম্ভাবী একটা পার্থক্য আছে। আপনার জীবনে অন্য একটি জীবনের নির্ধারিত লক্ষ্যের বাস্তবায়ন হচ্ছে, যে লক্ষ্য ছিল কোনো ব্যক্তির স্বেচ্ছাউতসারিত। যাই বলি, জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য ঠিক এক নয়- কেন ভ্রুণ হয়, কেন জগতে প্রাণ আসে, কোথায় যাচ্ছি আমরা, কেন ভালোবাসি- এইসব প্রশ্নের উত্তরেই যদি জীবনের উদ্দেশ্য লুকিয়ে থাকে তাহলে প্রকৃতির কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করা ছাড়া উপায় কি?
সুমন ভাই,মূল লেখাটা পড়ে আমারও মেকানিক্যাল ইভুলিউশনের কথা মনে হয়েছিল। যাক, অনুবাদের টোনটা তাহলে ঠিক দিকেই গেছে।

এইসব নিয়ন্ত্রণবাদী চিন্তাভাবনার বাইরেও আরো মতপথ আছে।
সেই সব মতপথের আলোচনাও আশা করছি হাসি

সন্ন্যাসীর মতও ঠিক আছে। এককথায় সবপ্রশ্নের সমাধান। এটাও কি সেইসব মতপথের একটা নাকি?

হাসান মোরশেদ, যথার্থই বলেছেন।
-----------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

সৌরভ এর ছবি

জীবনের উদ্দেশ্য ভেবে জীবন যাপন করে খুবই অল্প মানুষ। খুবই অল্প।

নিজের কথাই বলি।
আঠেরো পর্যন্ত তাও কিছু স্বপ্ন ছিল, তারপর থেকে শুধুই ভেসে যাচ্ছি সামনে এগিয়ে আসা স্রোতে। কোথায় পৌঁছুবো , আর আদতেই কোথাও পৌঁছুতে পারবো কি না জানা নেই।

তাই এখন না ভাবার চেষ্টা করি এইসব নিয়ে। বাস্তবতা থেকে পালাবার ব্যর্থ চেষ্টা করি।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

ফারুক হাসান এর ছবি

আমরা সবাই কি কমবেশি লক্ষ্যের ব্যাপারে অবগত হলেও জীবনের বৃহত্তর উদ্দেশ্যকে পাশ কাটিয়ে যেতে চাই ?

-----------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

নিঘাত তিথি এর ছবি

জন্মানো...
......অতঃপর,মরে যাওয়া।

খুব কাছে থেকে প্রিয়জনের মৃত্যু দেখার পর আমার কেবলই মনে হয়, মরে যাওয়াটাই বুঝি জীবনের চরম উদ্দেশ্য। মাঝখানে কেবল ক'টা দিনের রঙীন ফানুস উড়ানো।

--তিথি

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

ফারুক হাসান এর ছবি

তিথি,
আপনি অন্তত হলেও একটা উদ্দেশ্যের কথা বললেন।

-----------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।