অর্থহীন

জি.এম.তানিম এর ছবি
লিখেছেন জি.এম.তানিম (তারিখ: মঙ্গল, ২৯/০১/২০০৮ - ১:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কোন মানে নেই কবিতা লেখায়
কোন মানে নেই গানে,
রাতের আকাশে ভরাট জোছনা
তারো নেই কোন মানে।

কোন মানে নেই কষ্ট পাওয়ায়
মানে নেই মনে রাখায়,
কোন মানে নেই তুলির আঁচড়ে
হৃদয়ের ক্ষত আঁকায়।

কোন মানে নেই কারো পথ চেয়ে
অপেক্ষা আজীবন,
কোন মানে নেই একা ঘরে বসে
অশ্রু বিসর্জন।

কোন মানে নেই জন্ম, মৃত্যু,
নির্জনে, কোলাহলে,
কোন মানে নেই স্বপ্ন দেখায়
মানে নেই, নেই বলে।

মানে ছাড়া তাই রাগ অভিমান
উল্লাস ও হতাশা,
কোন মানে নেই ভালোবাসাটার
তারপরো ভালোবাসা।

#২৯.০১.২০০৮


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

অসাধারণ লাগল ছড়াকাব্যটা। ছড়া দিয়ে যে কি ভাব প্রকাশ করা যায় তা বোধহয় জেনে গেলাম। ইদানিং অনেক কিছুরই মানে খুঁজে পাচ্ছিনা।
কারো পথ চেয়ে অপেক্ষা আজীবন, জন্ম মৃত্যু নির্জনে কোলাহলে এই দুটির মানে খোঁজাটি সবচেয়ে নিরর্থক মনে হয়।

অতিথি লেখক এর ছবি

ছড়াকাব্যটি অসাধারণ লেগেছে। ছড়া দিয়েও যে ভাব প্রকাশ করা যায় তা এইমাত্র হাতে-কলমে টের পেলাম।

মুহাম্মদ২০১৭

ইশতিয়াক রউফ এর ছবি

ভাল লাগলো।

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ সকলকে। প্রথম অতিথির উক্তি প্রসঙ্গে এটুকু বলি, জীবনে যে সব কিছুর অর্থ পেতে হবে, তাও কিন্তু নয়।কবিতার সাথে হয়ত কন্ট্রোভার্সিয়াল হবে, তবুও বলছি...জীবনের সৌন্দর্য জীবনের অর্থে নয়, জীবনের মাঝেই মিশে আছে।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অতিথি লেখক এর ছবি

এই লেখাটার প্রায় সব লাইন-ই ফেসবুকে দিতে ইচ্ছে হচ্ছে। অনেক সুন্দর হাসি

---------------------------
শান্ত নদী

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।