কবিতা তোমায়

জি.এম.তানিম এর ছবি
লিখেছেন জি.এম.তানিম (তারিখ: শনি, ১৮/০১/২০১৪ - ২:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

.
..
...

লাশকাটাঘরে পড়ে থাকে মূক লাশ,
মৃত্যুমিছিলে আসে কত পোড়া দেহ,
বুকে জমে থাকে অতল দীর্ঘশ্বাস,
কাঁধে নিয়ে পিতা মাটি চাপা দেয় স্নেহ।

ঘাড়ে চেপে বসে সিন্দাবাদের বুড়ো,
পুরনো শকুন আজো মেলে যায় ডানা,
সাতপুরুষের বিশ্বাস হয় গুড়ো,
রাতের মুখোশে শয়তান দেয় হানা।

আগামীদিনের শিরোনাম আজ ভয়,
বুকে চড়ে বসে, আর চেপে ধরে টুঁটি।
এই লাশস্রোতে কবিতা আমার নয়,
কবিতা তোমায় দিলাম আজকে ছুটি।

ভস্মের থেকে উঠে আসে সোনা বীর
গণহত্যার বিচারের দাবি মুখে,
ব্যথার ধনুকে বিসর্জনের তীর
পথ খুঁজে পাক অপয়া শকুন-বুকে।

প্রেম-সংগীত আজকে থাকুক বাকি
বাঁশিতে সুরের দিন আরো আছে জানি,
বদ্ধমুষ্ঠি শপথে অনড় থাকি,
আজকের ঝড়ে মুছে দেব সব গ্লানি।

হাজার হৃদয়ে প্রতিজ্ঞা নেয় ঠাঁই,
আসে স্বপ্নেরা একটি অথবা দু'টি।
আজ প্রতিবাদে বাঁচবার দিন, তাই
কবিতা তোমায় দিলাম আজকে ছুটি।


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ভালো হইছে।

অমি_বন্যা এর ছবি

কবিতা ভালো লেগেছে, তানিম ভাই।

ত্রিমাত্রিক কবি এর ছবি

কবিতা ভাল লেগেছে তানিম ভাই। তবে প্রথম লাইনটার পরে বেশ একটা গ্যাপ দেখা যাচ্ছে। ঠিক করে দিবেন নাকি?

আমিও লিখলাম দুই লাইন

ঘাতকের সেই নগ্ন প্রেতাত্নারা
হাসিমুখে দেয় গণতন্ত্রের হাসি!
দেখ তাদেরকে প্রশ্রয় দিল কারা?
ধরেছে জনতা, করে দেবে ঠিক খাসী দেঁতো হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তারেক অণু এর ছবি
এক লহমা এর ছবি

চলুক

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

রিক্তা এর ছবি

ভালো লাগছে!

--------------------------------
হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
আমিও তোমার মত বুড়ো হব – বুড়ি চাঁদটারে আমি করে দেব বেনোজলে পার
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার ।

রোমেল চৌধুরী এর ছবি

বেশ লেগেছে। ছন্দের পোক্ত কাজ।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অতিথি লেখক এর ছবি

চলুক

কাঁধে নিয়ে পিতা মাটি চাপা দেয় স্নেহ

মন খারাপ

কবিতাটির কি কোন নাম নেই?

মাসুদ সজীব

অতিথি লেখক এর ছবি

[quote কাঁধে নিয়ে পিতা মাটি চাপা দেয়
স্নেহ। ]

হাততালি

রাসিক রেজা নাহিয়েন

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সাফিনাজ আরজু এর ছবি

চলুক

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

আয়নামতি এর ছবি

উত্তম জাঝা!

শাহীন হাসান এর ছবি

তবুও বাঁশি বাজুক নীরবে,

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

অতিথি লেখক এর ছবি

বাহ চলুক

- শ্রাবস্তী

স্পর্শ এর ছবি

কবিতাটা ভালো হইসে রে। যতবাড় পড়তেসি ভালোলাগা গাঢ় হইতেসে। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ সবাইকে।

@মাসুদ সজীব, কবিতার নাম কবিতা তোমায়।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অতিথি লেখক এর ছবি

খুব ভাল লিখেছেন।বাস্তবচিত্র উঠে এল আপনার লেখায়।(KAMRUL222)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।