এই মেয়েটা

জি.এম.তানিম এর ছবি
লিখেছেন জি.এম.তানিম (তারিখ: শনি, ০৪/১০/২০০৮ - ২:৫২অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই মেয়েটা খুব সকালে শিশির রোদের ঘাসে,
এই মেয়েটা উচ্ছ্বলতায় মেঘের কোণে হাসে।
দুপুর বেলা চিলেকোঠায় একলাটি পায়চারি,
অবুঝ হাওয়া অচিন সুরে মেলায় গলা তারই।
কেউ জানে না কখন যে তার রক্তাভ ঠোঁট হাসে,
কেউ জানে না কখন যে তার দু’চোখ জলে ভাসে,
স্বপ্ন সবুজ দেয় বিলিয়ে অনিশ্চিতের দামে,
এই মেয়েটা আনমনা রোদ শেষ বিকেলের খামে।
ডুব সাঁতারে বুক দীঘিতে জল শাপলা তুললো,
এই মেয়েটা বুঝতে পারে ভালোবাসার মূল্য।
এই মেয়েটা মেঘ ধোয়া চাঁদ ঘুম জড়ানো রাতে,
কিংবা কখন সুখ স্পন্দন হাতের পরশ হাতে,
কেউ জানে না স্বপ্নে যে তার নিত্য যাওয়া আসা,
এই মেয়েটা (কেউ জানে না) আমার ভালোবাসা।

#০৪.১০.২০০৮


মন্তব্য

স্বপ্নাহত এর ছবি

এই মেয়েটার ভাগ্য ভীষণ, মনটা উদাস কবি
তানিম ভাইয়ের রংতুলিতে এই মেয়েটার ছবি।

দুর্দান্ত!!

ডুব সাঁতারে বুক দীঘিতে জল শাপলা তুললো,
এই মেয়েটা বুঝতে পারে ভালোবাসার মূল্য।

এই দুটো লাইনের ছন্দ বাকি লাইনগুলো থেকে একটু হোচট খেয়েছে মনে হয় হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

জি.এম.তানিম এর ছবি

স্বপ্নাহত, দারুণ লেখা! চমৎকার!!

হুমম, একটু তাল কেটেছে, আরেকটু যত্ন নিয়ে লেখা উচিৎ ছিল। আসলে অনেক দিন পর লিখলাম তো। প্রথম লাইনে মাত্রা একটা কম পড়েছে...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍স্বপ্নাহতর কথাই আবার ফের পুনরায় রিপিট করি হাসি

স্বপ্নাহত লিখেছেন:

দুর্দান্ত!!

উদ্ধৃতি
ডুব সাঁতারে বুক দীঘিতে জল শাপলা তুললো,
এই মেয়েটা বুঝতে পারে ভালোবাসার মূল্য।

এই দুটো লাইনের ছন্দ বাকি লাইনগুলো থেকে একটু হোচট খেয়েছে মনে হয়

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

জি.এম.তানিম এর ছবি

অনেক ধন্যবাদ...উপরের মন্তব্য দ্রষ্টব্য হাসি
---------------------------------------d--------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

ভাঙ্গা মানুষ [অতিথি] এর ছবি

এই মেয়েটা সবার চেনা তানিম ভাইয়ের চোখে
এই মেয়েটা আমার ভাবী! বুক ফেটে যায় শোকে!

হা হা....

কবিতাটা আসলেই ভালো লেগেছে। অত মাত্রা, ছন্দ বুঝি না, তাই স্বপ্নাহত ভাই যে ছন্দছুটের কথা বলেছেন, তা যেমন বুঝিনি; তেমনি প্রথম লাইনের মাত্রা কম না বেশী, তা ঠাহর করতে পারিনি...

জি.এম.তানিম এর ছবি

হায় হায়! এইবার আপনার ভাই আমাকে লাঠি নিয়ে তাড়া করবে! তখন বুক ফাটার আগে মাথা ফাটবে! মন খারাপ
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

ভাঙ্গা মানুষ [অতিথি] এর ছবি

লে হালুয়া! কথাটা তো মনে হয় উল্টা হৈছে। আপনিই না আমার মাথা ফাটাবেন, তাহলে আমার বুক ফাটার চিকিৎসা হৈতো!!

জি.এম.তানিম এর ছবি

ইয়ে মানে, বললেন না যে আপনার ভাবী? আমার তো আর স্ত্রী না (তাহলে তো আর বসে বসে পদ্য করতে হয় না), তাই ভাবলাম কি দরকার পরস্ত্রীকাতর হয়ে খাইছে
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

ইশতিয়াক রউফ এর ছবি

ভালৈছে।

জি.এম.তানিম এর ছবি

থাঙ্কু!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

বজলুর রহমান এর ছবি

যেহেতু কবি নই আমি হয়তো লিখতামঃ

"ডুব সাঁতারে বুক দীঘিতে জল ছিঁড়ে ফুল তুললো,"

বেঁচে গেছেন সবাই।

জি.এম.তানিম এর ছবি

খুবই সুন্দর হয়েছে লাইন দুটো...ছন্দও ঠিক আছে। কবি নন তার পরও বলবেন?
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

স্পর্শ (অফলাইন) এর ছবি

দারুণ!

জি.এম.তানিম এর ছবি

হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

মৃদুল আহমেদ এর ছবি

বেশ হয়েছে! ভালোবাসার মেয়েটিকে বেশ দারুণ করে একেঁছেন দেখছি!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

জি.এম.তানিম এর ছবি

ভালোবাসায়...কিংবা কল্পনায়...

অনেক ধন্যবাদ!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।