নিখোঁজ শব্দগুলো

জি.এম.তানিম এর ছবি
লিখেছেন জি.এম.তানিম (তারিখ: মঙ্গল, ২৭/১০/২০০৯ - ১:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

(সচলে কবিতা বা ছড়া পোস্ট দেওয়ার একটা হ্যাপা আছে। লাইনগুলোতে শব্দ কম হলে নীড়পাতায় বেআক্কেল রকমের একটা আকার ধারণ করে। এই কারণে এই ধরণের পোস্টের শুরুতে আবজাব কথা বার্তা দিয়ে একটু ভদ্রস্থ করার চেষ্টা অনেকের মত আমারও আছে। অনেকদিন লেখালেখি হচ্ছিল না। তাই অনেকটা জোর করেই এই লেখাটা লেখার চেষ্টা করলাম। মান বিচারের ভার পাঠকের। যাই হোক, ভ্যাজর ভ্যাজর অনেক হয়ে গিয়েছে... এর থেকে কবিতায় যাই...)


আমার যত শব্দগুলো
হারিয়ে গেছে পাইনা খুঁজে,
কলমটা তাই কাটায় ছুটি
অলস পড়ে খাতার মাঝে।
এতকালের সঙ্গী আমার
আমার মনের গতির চলক,
কে জানে কোন দুঃখবোধে
আজকে তারা সব পলাতক।

কোথায় গেল শব্দগুলো
যা শুনলে তুই আসবি কাছে
বলবি কথা সময় ভুলে,
শব্দ এমন কোথায় আছে?
অনেক কথায় কোলাহলে
অথবা চুপ, চুপটি করে,
শব্দ কিংবা নীরবতায়
আট প্রহরই উঠবে ভরে।

যা শুনলে তোর কষ্টগুলো
হারিয়ে যাবে দূরের দেশে,
যা শুনলে তোর মলিন মুখে
আনন্দেরা উঠবে হেসে।
যা শুনলে তুই আসবি আবার
ভাসবি নিয়ে নতুন ডানা,
যা শুনলে তোর স্বপ্নগুলোর
আকাশ হবে শেষ সীমানা।

সূর্য যখন আড়াল হবে
জ্যোৎস্না মাখা মাতাল রাতে,
কেটে যাবে অনেক সময়
আলতো হাতের স্পর্শ হাতে।
কিংবা রাতে তারার মিছিল
উল্কা হয়ে ঝরবে যত,
ভুলিয়ে দিয়ে সকল বাঁধন
অথবা এক অতীত ক্ষত।

শব্দগুলো নেই যে কোথাও
যা বললে ঝুম বৃষ্টি নামে,
কিংবা কোন শরৎ সকাল
শিশির ভেজা ঘাসের খামে
শিউলি ফুলে যেমন সুবাস
ছড়ায়, হারায় রোদের ফাঁকে।
তুই হারালি সেই ক্ষোভে কি
শব্দগুলোও লুকিয়ে থাকে?

ব্যর্থ আমি, অক্ষমতাই
সঙ্গী আমার নিত্য দিনে,
শব্দ যোগায় বাঁচার খোরাক,
নিঃস্ব আমি শব্দ বিনে।
ভেতরটা তাই শূন্য লাগে
তুচ্ছ যেমন পথের ধুলো,
বলতে পারিস তুই কি আমায়
কোথায় গেল শব্দগুলো?


২৭.১০.২০০৯


মন্তব্য

অনিকেত এর ছবি

বস, খারাপ হয় নি মোটেও!
তবে তোমার আগের গুলোর সাথে তুলনায় এটাকে খানিকটা পিছিয়ে রাখব।
আশা করি রাগ কর নি ।

ভাল থাকো---আরো ভাল লেখো

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ। তবে আমি নিজেও অনেকটা হতাশ। লেখার সময় বুঝতে পারিনি। এখন পড়তে গিয়ে অনেক জায়গাতে ছাড়া ছাড়া লাগছে। অনেক দিন লিখতে পারছিলাম না, জোর করে লেখা বলেই হয়তো...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অতিথি লেখক এর ছবি

কবিতাটা পড়ে ভালো লাগলো। হাসি

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ অতিথি!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সুন্দর।

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

মৃত্তিকা এর ছবি

সুন্দর লেগেছে কবিতা।

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ মৃত্তিকা!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

ভূঁতের বাচ্চা এর ছবি

ভাল লাগল।
--------------------------------------------------------

--------------------------------------------------------

জি.এম.তানিম এর ছবি

হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অতিথি লেখক এর ছবি

ভালই তো।

স্বপ্নদ্রোহ

জি.এম.তানিম এর ছবি

বলছেন?
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অতিথি লেখক এর ছবি

"শব্দ যোগায় বাঁচার খোরাক,
নিঃস্ব আমি শব্দ বিনে।"-------------------
শব্দ আছেইতো। অতএব, নিঃস্ব হবার ভয় নেই।
এস হোসাইন

---------------------------------
"মোর মনো মাঝে মায়ের মুখ।"

জি.এম.তানিম এর ছবি

শব্দ আছেই... কিন্তু কোথায় যেন লুকিয়ে...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

চশমাওয়ালি এর ছবি

কবিতা বুঝি না। তবে এইটা পড়ে মনে হল 'সুইট' হয়েছে।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

জি.এম.তানিম এর ছবি

কবিতা আমিও বুঝি না... 'সুইট' মনে হওয়াতে ধন্যবাদ!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

tanjina afrin এর ছবি

তানিম ভাইয়া, প্রেমের কবিতায় " তুই" থেকে "তুমি" ভাল্লাগে আমার কাছে..................এছাড়া ভাল লেগেছে তোমার কবিতা........হাসি

জি.এম.তানিম এর ছবি

সম্বোধনে কী আসে যায়? তবে যার যার ভালোলাগারও মূল্য দেওয়া উচিৎ।

অনেক ধন্যবাদ!!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

দুষ্ট বালিকা এর ছবি

ও মনু! প্রসব হইলো তবে? চোখ টিপি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

জি.এম.তানিম এর ছবি

তাই তো দেখছি...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

মামুন হক এর ছবি

আমার কাছে তো খুবই ভালো লাগলো। শব্দগুলো পালায়নি কোথাও, হয়তো একটু ঘুমিয়ে আছে। জাগিয়ে দিলেই জেগে উঠবে হাসি

জি.এম.তানিম এর ছবি

ঘুম ভাঙ্গুক শব্দদের... এই প্রার্থনায় থাকি...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

পান্থ রহমান রেজা এর ছবি

হুম, শব্দ ছাড়া আসলেই দিনকাল খারাপ যায়।
কবিতা নয়, পদ্য হিসেবেই ভালো পাইলাম। চোখ টিপি
.................................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ। আমার কবিবন্ধু বলেছেন, কবিতা দুই প্রকার। প্রথম প্রকারকে বলে কবিতা, যেগুলো কবিতা হয়ে উঠতে পেরেছে। আর দ্বিতীয় প্রকার যারা কবিতা হয়ে উঠতে পারেনি, তাদের বলে পদ্য... দেঁতো হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অতিথি লেখক এর ছবি

শব্দগুলো কোথাও যায় নাই দেখতে পাচ্ছি! ভালো লেগেছে।

মহসীন রেজা

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ... শব্দগুলো খুঁজে পেতে অনেক সমস্যা হচ্ছে!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

মাশীদ এর ছবি

তুই হারালি সেই ক্ষোভে কি
শব্দগুলোও লুকিয়ে থাকে?

হুম...চিন্তার বিষয়।

ভাল লাগল, তানিম। একদম মনের কথা। আমার শব্দগুলোও নিখোঁজ বহুদিন।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

জি.এম.তানিম এর ছবি

অনেক ধন্যবাদ আপু। আপনার কিছু শব্দ পাওয়া গেছে তার নমুনা কিন্তু নীড়পাতাতেই আছে... দেঁতো হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সুরঞ্জনা [অতিথি] এর ছবি

সুন্দর হয়েছে তানিম। ভাল লেগেছে পড়তে। হাসি

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

রানা মেহের এর ছবি

আমারতো ভালোই লাগলো
শুইট শুইট
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

জি.এম.তানিম এর ছবি

অনেক অনেক ধন্যবাদ!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

দুষ্ট বালিকা এর ছবি

তোজো-র সেই বিজ্ঞাপনের মতো এখন যদি ডাকা হয়, 'তানিইইইইইম...' তাহলে উত্তর পাবেন, 'আমি হ্যাপীইইইইই... !' খাইছে

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

জি.এম.তানিম এর ছবি

বুঝি নাই... ইয়ে, মানে...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

আলমগীর এর ছবি

এই তানিম কি আপনি?
auto

জি.এম.তানিম এর ছবি

লইজ্জা লাগে
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।