এইতো আছি

জি.এম.তানিম এর ছবি
লিখেছেন জি.এম.তানিম (তারিখ: বুধ, ১৪/০৩/২০১২ - ১:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

(জ্বর জ্বর ভাব নিয়ে কীবোর্ডের সামনে বসা বিপজ্জনক। তেড়ে ফুঁড়ে প্রকাণ্ড অকবিতা বের হয়ে আসতে পারে। খাইছে)

এইতো আছি মনের মাঝে অনেকখানি,
অনেকখানি জমি, যেটা অকর্ষিত,
সেই জমিটা নিয়ে আছি সেথায় তুমি
অতল তোমার স্বপ্ন গুলো বুনতে পারো।
হয়তো তারা
বেঁচে থাকার পায় ইশারা
একটু কেবল বৃষ্টি পেলেই।
একটু কেবল বৃষ্টি পেলেই মেলবে পাখা
দাঁড়িয়ে থাকা স্বপ্নগুলোই আকাশ হয়ে
খুঁজবে আকাশ। কীসের ভয়ে,
কীসের ভয়ে তাদের তুমি লুকিয়ে রাখো?
হাজার রকম আইন শাসন? কী প্রয়োজন?
কী প্রয়োজন তাদের অমন জেলখানাতে আটকে রাখায়?
কী প্রয়োজন তাদের অমন মুখ লুকিয়ে কাঁদতে থাকায়?
দাওনা খুলে...
দাওনা খুলে বদ্ধ যত দরজা এবং জানলা আছে,
দাওনা খুলে আকাশটাকে
স্বপ্নগুলো দাও ছড়িয়ে মেঘের কাছে।
দেখতে পাবে, উড়ছে তারা রংধনুতে,
উড়ছে তারা মহাকাশের নতুন পথে,
হাজার আলোকবর্ষ দূরের অচিন কোনো
নীহারিকার মাঝে তাদের গল্প শোনো।
এই পৃথিবী ওই পৃথিবী সব মিলিয়ে
কোথাও কিংবা অন্য কোথাও
জেনো তারা সত্যি হবে।
এসব কিছু জানার পরে
তুমি যদি ভাবনাগুলো না দাও জোড়া,
আমার মনের হতচ্ছাড়া পাগলা ঘোড়া
টগবগিয়ে ঠিকই জেনো এগিয়ে যাবে,
তখন তুমি কই লুকাবে?
কই লুকাবে ও মুখ তোমার?
তোমার সকল স্বপ্ন থেকে মুখ ফিরিয়ে
কী লাভ বলো? কী লাভ তোমার?
একটু কেবল একটু করেই অনেকখানি
স্বপ্ন দেখো, দেখবে ঠিকই সত্য তারা হবেই জানি।
তবুও যদি, হয় এ আমার বৃথাই বলা,
স্বপ্নবিহীন পথেই তোমার কেবল চলা,
তখন বলি
দেখলে না তো একটু আমায় আস্থা রেখে,
দিন ফুরোলে সন্ধ্যা যখন আবীর মেখে
বেলার শেষে শীতল হাতে আমায় ছুঁলো,
জেনো, আমিই পথ... আমিই পথের ধুলো।

#১৪.০৩.২০১২


মন্তব্য

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

ভালো লাগল।
আপনার সুস্থতা কামনা করি। (প্রার্থনার ইমো)

অনার্য সঙ্গীত এর ছবি

আম্রিকা যাইতে পার্লেন্না আর জ্বর বাধাইছেন! শরীরের সুরক্ষার দিকে নজর দ্যান! চোখ টিপি

কবিতাটায় হালকা সায়েন্স সায়েন্স ভাব আছে কিন্তু! সাম্প্রতিক বিজ্ঞান গ্রুপে শেয়ার দিতে পারেন দেঁতো হাসি

(কবিতা ভালৈছে!)

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সাফি এর ছবি

সামার আসতেছে, যেদিকে তাকাই জ্বর জ্বর লাগে

তারেক অণু এর ছবি

চলুক ফিনিসিং জববর ।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

সিম্পলি ওয়াও!
হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তাপস শর্মা এর ছবি

অসাধারণ লাগলো শেষে পর্যন্ত এসে।

আরেকটা কথা কবিতাটা কয়েকবার স্ক্রল করতে করতে দেখলাম একটা অদ্ভুত অবয়ব নিয়ে যেন দাঁড়িয়ে আছে।

সত্যপীর এর ছবি

অবয়বটি আসলেও সুন্দর।

..................................................................
#Banshibir.

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ সবাইকে। জ্বর তেমন আর আসে নাই। সিজন চেঞ্জের জন্য মনে হয় এই জ্বর জ্বর ভাব। আজকে বসন্তের দুপুরে গ্রীষ্মের উষ্ণতা পেলাম ঘরের বাইরে এই শীতের দেশে!

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ধুর্মিয়া!
তারমানে পরের কবিতার দেরি আছে! মন খারাপ

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মাশীদ এর ছবি

তোর এই কবিতা পড়তে পড়তে মনে হল, 'আহা! আমার জন্য যদি কেউ এমন লিখত!'

এইতো আছি মনের মাঝে অনেকখানি,
অনেকখানি জমি, যেটা অকর্ষিত,
সেই জমিটা নিয়ে আছি সেথায় তুমি
অতল তোমার স্বপ্ন গুলো বুনতে পারো।
হয়তো তারা
বেঁচে থাকার পায় ইশারা
একটু কেবল বৃষ্টি পেলেই।

দুর্দান্ত! আহা!


ভাল আছি, ভাল থেকো।

জি.এম.তানিম এর ছবি

এমন সুন্দর করে বললেন, লজ্জায় তো লাল হলাম লইজ্জা লাগে

ভক্তপাঠিকা(!)দের লুকায় আপনারে একটা কবিতা পাঠাইতে হবে খাইছে

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।