মোহনগঞ্জের লোককথা (ছড়া) ::: নাইড়া মাথা পিয়ারী

গৌতম এর ছবি
লিখেছেন গৌতম (তারিখ: বুধ, ২৭/০৮/২০০৮ - ১১:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আগের পর্বে প্রকাশিত হয়েছিলো ছড়া আইলাম্বর আইলাম্বর

এবারের ছড়া নাইড়া মাথা পিয়ারী

১.
নাইড়া মাথা পিয়ারী
ডিম পারে অররি
একটা ডিম নষ্ট
পিয়ারীর মার কষ্ট।

২.
মাথা চুলা পিয়ারী
আণ্ডা পাড়ে ভরভরি
একটা আণ্ডা নষ্ট
পিয়ারীর মার কষ্ট।

শব্দের অর্থ
১. নাইড়া, মাথা চুলা = ন্যাড়া, মাথার চুল পুরোপুরি ফেলে দেওয়া
২. পিয়ারী = কন্যা, কোনো একটি মেয়ের নাম
৩. অররি = অনেকগুলো
৪. ভরভরি = ভুরভুর করে, একের পর এক বিরতিহীনভাবে

ব্যাখ্যা
কেউ কোনো কারণে মাথার চুল পুরোপুরি ফেলে দিয়ে ন্যাড়া হলে ছোট ছোট ছেলেমেয়রা তাকে খেপানোর জন্য এই ছড়াগুলো বলে থাকে। তবে অপেক্ষাকৃত বড়দের বদলে সমবয়সী ছেলেমেয়েরাই নিজেদের মধ্যে এ ছড়াগুলো বলে থাকে। ছড়া শুনে যদি কেউ বিরক্ত হয় বা খেপে যায়, তাহলে তার সামনে বারবার সুর করে সমস্বরে ছড়াটি ছেলেমেয়রা বলতে থাকে।

কিন্তু ছড়ার প্রথম লাইনটির সাথে বাকি লাইনগুলোর যোগসূত্র বের করতে পারি নি। স্থানীয় বয়োজ্যেষ্ঠ্যদের মতে, কেউ মাথা ন্যাড়া করলে সেটি দেখতে ডিমের মতো দেখায় বলে পরের লাইনটি এসে থাকতে পারে। কিন্তু বাকি দুটো লাইনের কোনো যৌক্তিকতা কেউ বলতে পারেন নি। বরং তারা মনে করেন, বিশেষ কোনো কারণে নয়, শুধু ছন্দ মেলানোর জন্যই বাকি দুটো লাইন এখানে যুক্ত হয়েছে।

ছড়াটি একই হলে কিছু শব্দগত পার্থক্য দেখা যায়। মূলত নেত্রকোনার বারহাট্টা ও মোহনগঞ্জের সীমানার কাছাকাছি পাড়া বা গ্রামগুলোতে প্রথম ছড়া এবং ধর্মপাশা সীমানার কাছের গ্রামগুলোতো দ্বিতীয় ছড়াটির প্রচলন বেশি।


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

ছোটবেলায় কেউ ন্যাড়া হলে আমরা তাকে ক্ষ্যাপাতাম এই ছড়াটা বলে -
টাক্কু ব্যাল চাইর আনা
চাবি দিলে ঘুরে না !!

আর আমার জন্মস্থান বরিশালে একটা ছড়া চালু আছে ন্যাড়া মাথা নিয়ে -

নাইড়া ব্যাল, কউররা ত্যাল (সরিষার তেল)
টাক দেলে যায় বরিশাল !!

আর একটা ডিম নষ্ট নিয়েও একটা ছড়া আছে ছোটবেলায় আমাদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল এটা -

চড়ুই পাখি বারোটা
ডিম পেড়েছে তেরোটা
একটা ডিম নষ্ট
চড়ুই পাখির কষ্ট।।

যাই হোক আপনার লোকছড়া খুব ভালো লাগলো।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

গৌতম এর ছবি

কীর্তিনাশা, চলেন এক কাজ করি।

আপনার জন্মস্থান বরিশালে যে ছড়া বা এরকম আরো লোককথা প্রচলিত আছে, সেগুলো লিখে ফেলুন। তারপর দু-এলাকার লোককথাগুলোর মধ্যে পার্থক্যটা দেখি! আমার মনে হয় দারুণ একটি কাজ হবে। কী বলেন?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শেখ জলিল এর ছবি

ধন্যবাদ।
...লোকজ পোস্টের একনিষ্ঠ পাঠক আমি।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

গৌতম এর ছবি

অসংখ্য ধন্যবাদ জলিল ভাই। চেষ্টা করছি আমার উপজেলার লোককথাগুলো তুলে আনতে। আপনার কোনো পরামর্শ থাকলে উপকৃত হবো।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অতিথি লেখক এর ছবি

চমৎকার হয়েছে।

গৌতম এর ছবি

ধন্যবাদ, অতিথি লেখক।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ইশতিয়াক রউফ এর ছবি

খুবই চমৎকার উদ্যোগ।

গৌতম এর ছবি

ধন্যবাদ, ইশতিয়াক রউফ। আপনার সংগ্রহে থাকলে আপনিও ঝাড়া শুরু করুন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।