‘জীবন যেখানে দ্রোহের প্রতিশব্দ, মৃত্যুই সেখানে শেষ কথা নয় - রাজু মৃত্যুঞ্জয়’

গৌতম এর ছবি
লিখেছেন গৌতম (তারিখ: বিষ্যুদ, ১২/০৩/২০০৯ - ১২:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

১৩ মার্চ। রাজু দিবস। বিশ্ববিদ্যালয় সন্ত্রাসবিরোধী দিবস।

১.

তখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই নি। ভর্তি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। তাই বিভিন্ন কাজে এবং মাঝে মাঝে অকাজে ক্যাম্পাসে যাই, ঘোরাঘুরি করি। টিএসসিতে যাওয়ার সময় নির্মাণ হতে থাকা সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যটাকে দেখি। তখন অবশ্য এর নাম জানতাম না। বেশ কিছু ছেলেমেয়েকে দেখি ভাস্কর্যটার নিচে একটা অস্থায়ী চালা তৈরি করে দিনরাত সেখানে কাজ করতে, আড্ডা দিতে, গান গাইতে, পড়ালেখা করতে। আস্তে আস্তে তাদের সাথে পরিচয় হয়। জানতে শুরু করি এই ভাস্কর্যের ইতিহাস। জানতে শুরু করি ভাস্কর্যের মূলবিন্দু মঈন হোসেন রাজু সম্পর্কে।

২.

মঈন হোসেন রাজু ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। রাজনীতিসচেতন ছিলেন, মানুষের মধ্যকার বৈষম্য ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে অগ্রগামী কণ্ঠ ও চিন্তনের অধিকারী ছিলেন। ছাত্র ইউনিয়ন করতেন। দলটির কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন। ১৯৯২ সালের ১৩ মার্চে সন্ত্রাসের বিরুদ্ধে গণতান্ত্রিক ছাত্র ঐক্যের মিছিল করতে গিয়ে ছাত্রদল-ছাত্রলীগের মধ্যকার সন্ত্রাসের শিকার হন তিনি। ঘাতকদের গুলি মুহূর্তের মধ্যে রাজুর রক্তের রঙে রঞ্জিত করে বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর।

৩.

রাজু মারা গেছেন। কিন্তু রেখে গেছেন অসংখ্য উত্তরসূরী। এই বিশ্ববিদ্যালয়ের, এই দেশের অধিকাংশ মানুষ রাজুর চেতনাকে ধারণ করে বলে আমি বিশ্বাস করি। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ কোনো না কোনোভাবে সংখ্যালঘিষ্ঠের কাছে অসহায়। যে কারণে আজকে মানুষে মানুষে বৈষম্য কমার বদলে প্রকটতর হচ্ছে। শোষণ-বঞ্চনার নানা কৌশল বেরুচ্ছে প্রতিটা দিন, নতুনভাবে নতুন আঙ্গিকে। যে সন্ত্রাসী-ছাত্র-রাজনীতিকে পরিশুদ্ধ করতে চেয়েছিলেন মঈন হোসেন রাজু, সেই সন্ত্রাসী-ছাত্র-রাজনীতি পরিশুদ্ধ হওয়ার বদলে দিনে দিনে থাবা বিস্তার করছে। মানুষ ছাত্ররাজনীতিকে ভয় পায়, রাজু চেয়েছিলো ছাত্ররাজনীতিকে ভয়ের জায়গা থেকে সরিয়ে শ্রদ্ধা ও ভালোবাসার জায়গায় প্রতিষ্ঠিত করতে। সে জায়গাটিতে কোনো ইতিবাচক পরিবর্তন তো আসেই নি, বরং দিন দিন কলুষিত হয়েছে। আমরা যারা রাজুর উত্তরসূরী, তারা বোধহয় সেখানে ব্যর্থ। চেষ্টা ছিলো, কিন্তু সফলতা আসে নি। মাঝে মাঝে নিজেকেই প্রশ্ন করি- চেষ্টাটা কি আন্তরিক ছিলো?

৪.

গুলি খাওয়ার সময় রাজু হয়তো বুঝতে পেরেছিলো ঘাতকেরা তার শরীর কেড়ে নিয়েছে। কিন্তু রাজুর মাথাটা কেড়ে নিতে পারে নি কোনো ঘাতকই। আজকে চারিদিকে এতো ঘাতক, মনোজগতে এতো ধরনের উপনিবেশ- আমাদের কার মাথা কোন দিক দিয়ে কে কিনে নিয়ে যাচ্ছে, হয়তো টেরই পাচ্ছি না। হয়তো অজান্তেই আমরা ব্যবহৃত হচ্ছি সমাজে শোষণ-বঞ্চনা-বৈষম্য বাড়ানোর হাতিয়ার হিসেবে। রাজু মারা গেছে আজ আঠারো বছর হলো। এখন যে বন্ধ্যা সময়, তাতে রাজুর মতো এতো শক্তিশালীভাবে সমাজ থেকে শোষণ-বৈষম্য কমানোর স্বপ্ন দেখি না, কিন্তু নিজের মাথাটাকে বাঁচানোর চেষ্টাটা যে খুব দৃঢ়ভাবেই করা দরকার- শুধু এটুকু উপলব্ধি করি। এটুকু করতে পারলেও হয়তো রাজুকে কিছুটা সম্মান দেখানো হবে, শ্রদ্ধা করা হবে তার অন্তর্গত স্পিরিটটিকেও।

৫.

রাজু, তোমাকে হয়তো আমাদের সবসময় মনে পড়ে না, কিন্তু বিপন্ন মুহূর্তগুলোতে তোমাকে এবং তোমার মতো অসংখ্য সমাজবদলপ্রয়াসী সৈনিকের অভাব অনুভব করি।

(ছবিটি নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে)


মন্তব্য

আহমেদুর রশীদ এর ছবি

রাজুর স্মৃতি দাঁড়িয়ে আছে পাথর হয়ে।জীবিত রাজুরা আজ কোথায়?

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

গৌতম এর ছবি

রাজুর স্মৃতি একেবারে পাথর হয়ে নেই। এই পাথরে প্রাণ আছে। জীবিত রাজুরা আজও আছে। হয়তো আমরা তাদের চিনি না।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

পান্থ রহমান রেজা এর ছবি

রাজু ভাস্কর্যের পাশ দিয়ে কিংবা পাদদেশে কত গেছি বা আড্ডা দিছি, কিন্তু রাজুর চেতনা একবারো বুকে তুলে নিইনি। মন খারাপ

গৌতম এর ছবি

এখনও সময় আছে বুকে তুলে নেওয়ার।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নুরুজ্জামান মানিক এর ছবি

........................................................................................................

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

গৌতম এর ছবি

কিছু বললেন কি মানিক ভাই?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

রায়হান আবীর এর ছবি

আমি জানতাম না- ইতিহাসটা।

=============================

গৌতম এর ছবি

হুম।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

হাসিব এর ছবি

যে সন্ত্রাসী-ছাত্র-রাজনীতিকে পরিশুদ্ধ করতে চেয়েছিলেন মঈন হোসেন রাজু, সেই সন্ত্রাসী-ছাত্র-রাজনীতি পরিশুদ্ধ হওয়ার বদলে দিনে দিনে থাবা বিস্তার করছে।

ছাত্র রাজনীতি দিনে দিনে পরিশুদ্ধই হচ্ছে । আমি ঐ সময়টাতে যেই অস্ত্রবাজি দেখতাম এখন তা নেইই বলতে গেলে । পরিবর্তে ৯০ পরবর্তী ছাত্র রাজনীতি এখন সম্পুর্ন আলাদা একটা চেহারা নিয়ে আছে যেটা আমাকে আশাবাদি করে ।

ধুসর গোধূলি এর ছবি

- পরিশুদ্ধ কি আসলেই হচ্ছে? মূল ধারার ছাত্র রাজনীতি বলতে তো এখনো কেবল দুই বা তিনটি (মূল ধারার) রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। ছাত্র ইউনিয়ন বা বাম ঘরাণার ছাত্র সংগঠনগুলোর উদ্দেশ্য কি এই মূল ধারার রাজনৈতিক দলের ছাত্র উইংগুলোর কর্মকাণ্ডের সাথে মিলে? অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন গুলোর কথা বাদই দিলাম, ছাত্রলীগও কি তার পুরনো চেহারায় ফিরে যেতে চায় (বা চাইবে) কখনো? চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

গৌতম এর ছবি

নব্বই পরবর্তী ছাত্র রাজনীতি অবশ্যই একটা আলাদা চেহারা নিয়েছে, যার কিছু কিছু উপাদান আমাকেও আশাবাদী করে। কিন্তু ছাত্র রাজনীতি দিনে দিনে পরিশুদ্ধই হচ্ছে, এর সাথে একমত না। সে সময় যে সন্ত্রাসীছাত্ররাজনীতি ছিলো, তা এখনও আছে, ভিন্নরূপে। এখন তো আর লগিবৈঠা চলে না! অন্য কিছু লাগে।

তারপরও কিছু কিছু ক্ষেত্রে রাজনীতির রূপ পরিবর্তিত হচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা এখন বিভিন্ন ইস্যুতে সংঘবদ্ধ হচ্ছে, এটা ইতিবাচক।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ডোবার ব্যাং এর ছবি

এরশাদ পূর্ব ও এরশাদ পরবর্তী ছাত্র রাজনীতির মধ্যে দৃশ্যমান ফারাক হলো; এরশাদ আমলে বুর্জোয়া ছাত্র সঙ্গঠনগুলো সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সুবাদে ন্যূনতম মাত্রায় ইতিবাচক কথাবার্তা বলতো বা বলতে বাধ্য হত...কিন্তু এরপর তারা সরাসরি ক্ষমতার অংশ (ক্ষমতাসীন বা বিরোধী হিসেবে) হয়ে ওঠার ফলে তাদের সেই আপাত পোশাকী ব্যাপারগুলোও খসে পড়তে থাকে...অন্যদিকে বাম ধারার ছাত্র সঙ্গঠনগুলো বরং বিগত সময়গুলোতে যথেষ্ট মাত্রায় আশা জাগানিয়া সক্রিয়তা দেখিয়েছে...বাঙ্গলাদেশে তেল গ্যাস খনিজ সম্পদ বন্দর বিদ্যুত কয়লা রক্ষার আন্দোলনগুলো, জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মানোন্নয়নের দাবীতে অনেক আন্দোলনে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী অন্দোলনগুলোতে এসব ছাত্র সঙ্গঠনগুলো তো বটেই এমনকি অনেক ছোট ছোট পাঠচক্র গ্রুপ বা সাংস্কৃতিক সঙ্গঠনগুলোর সৃজনশীল সক্রিয়তাও আমাদের আশাবাদী করে...সাম্প্রতিক সময়ে ঢাবি'তে নির্যাতন বিরোধী ছাত্রছাত্রীবৃন্দের বা বুয়েটে সন্ত্রাসবিরোধী বুয়েট ছাত্র ঐক্যের এবং অন্যান্য বেশ কিছু নাড়া দেয়া ছাত্র আন্দোলনে বুর্জোয়া ধারার ছাত্র সঙ্গঠনগুলোকে যেভাবে অর্থহীন নিষ্ক্রিয় কোনঠাসা করে ব্যাপক সাধারণ শিক্ষার্থীদের বাধভাঙ্গা অংশগ্রহণ ঘটেছে তা খুব একটা হতাশ হবার মত ঘটনা না...সামনে নতুন দিন আসছে...
এই জামানায়ও, অবিশ্বাস্য মনে হলেও সত্যি, ঢাবি'তে প্রগতিশীল ছাত্র সঙ্গঠনে একাধিক ছাত্রনেতা আছেন যারা গত বিসিএস এ সরকারী লোভনীয় চাকরি পাওয়ার পরও জয়েন করেননি...সামনের দিনগুলোতে সক্রিয়ভাবে ফুলটাইম দিন বদলের রাজনীতি করবেন, এই ভাবনা থেকে...

হাসিব এর ছবি

সমস্যা হলো এইসব অর্জনকে ফোকাস না করে গুটিকতক অস্ত্রবাজকে ফোকাস করে পি আলো গ্রুপের মতো ধান্দাল গ্রুপগুলো পুরো ছাত্র রাজনীতিকেই বন্ধ করে দেবার পায়তারাতে তেল যোগায় ।

গৌতম এর ছবি

আপ্নের সাথে একমত। পি আলোরা কখন যে কী উদ্দেশ্য নিয়ে কী করে, তা বুঝতে খুব একটা সমস্যা হয় না। ছাত্ররাজনীতি পি আলোর কী ক্ষতিটা করলো সেইটা বুঝতে পারছি না।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

গৌরীশ রায় এর ছবি

রাজুই হোক আজকের চেতনা।

গৌতম এর ছবি

ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নামহারা এর ছবি

কিন্তু নিজের মাথাটাকে বাঁচানোর চেষ্টাটা যে খুব দৃঢ়ভাবেই করা দরকার- শুধু এটুকু উপলব্ধি করি। এটুকু করতে পারলেও হয়তো রাজুকে কিছুটা সম্মান দেখানো হবে

চলুক
আসুন সবাই রাজুর মাথাটিকেই আগে জাগিয়ে তুলি আমাদের মাথায়।

গৌতম এর ছবি

আসুন সবাই রাজুর মাথাটিকেই আগে জাগিয়ে তুলি আমাদের মাথায়।

ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

রণদীপম বসু এর ছবি

আসুন সবাই রাজুর মাথাটিকেই আগে জাগিয়ে তুলি আমাদের মাথায়।

নামহারা'র সাথে সহমত চলুক

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

গৌতম এর ছবি

ধন্যবাদ, রণদা।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

জেবতিক রাজিব হক এর ছবি

রাজু মৃত্যুঞ্জয়।

গৌতম এর ছবি

ধন্যবাদ, জেবতিক রাজিব হক।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

রানা মেহের এর ছবি

এসক কিছুই জানতামনা
অনেক ধন্যবাদ গৌতমকে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

গৌতম এর ছবি

ধন্যবাদ, রানা মেহের ভাই।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

হাসান মোরশেদ এর ছবি

১৮ বছর হয়ে গেলো?
রাজু হত্যার প্রতিবাদে সেদিন ছাত্রঐক্যের ব্যনারে আমরা কলেজ থেকে মিছিল করে বেরিয়ে এসেছিলাম । দিনগুলো কি করে ফুরিয়ে গেলো ।

জীবনানন্দ তার প্রিয় কবি ছিলেন । ব্যক্তিগত ডায়েরী পুর্ন ছিলো জীবনানন্দের কবিতার লাইনে । 'শুকতারা নিভে গেলে কাঁদে কি আকাশ?'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

গৌতম এর ছবি

ধন্যবাদ, মোরশেদ ভাই। আহমেদুর রশীদ ভাই উপরে একটা প্রশ্ন করেছেন- জীবিত রাজুরা আজ কোথায়? আমার মনে হয় আপনি এই প্রশ্নের একটা ভালো উত্তর দিতে পারবেন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

গৌতম এর ছবি

রাজুকে নিয়ে আরও জানতে চাইলে এই লেখাটি পড়তে পারেন। ছাপা হয়েছে প্রথম আলোতে

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।