জলকুটুম- ০২

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ০৮/০৪/২০০৯ - ১:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

নীল

------------------------------------------------------------------------

[তার নিঃশ্বাসের কাছাকাছি গিয়ে বোঝা হলো, সে কতটা বিষাদ]

আমাদের যতোসব ছিলো স্বপ্ন, প্রেম, বিলিয়ে দেই
একদিন নগরের পুরাতন রোডে...আর আমরা
হয়ে যাই নিঃসঙ্গ। আমাদের বাড়ীর পাশে যে নদী
স্মৃতিশ্বরী, সন্ধ্যা হলে সে থেমে যায়...আর একাকীত্বে
রাত্তি কাটায় প্রতিকারী জলকুটুম।

তারপর
এমনি-অমনি হয়ে যায় প্রভাত!
ঘাসরঙা ড্রেস পরে ইশকুলে যায় সাদিয়া সনি....
মেঘকন্যা আমরা যাইনি সেভাবে কোনোদিনও
অথচ কী ক্রমান্বয় বিধানে চলে গেলে তুমি
নিরন্তর একটা মানুষ পোড়ে গেলো দেখিলে না...


মন্তব্য

ফারুক ওয়াসিফ এর ছবি

''তার নিঃশ্বাসের কাছাকাছি গিয়ে বোঝা হলো, সে কতটা বিষাদ''

কাব্যটা বিষাদময় হয়েছে।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ফারুক ওয়াসিফ দ্রষ্টব্য
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তারেক এর ছবি

ফারুক ওয়াসিফ, নজরুল ইসলাম দ্রষ্টব্য
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

নীল [অতিথি] এর ছবি

তিন জনেরটাই পড়লাম।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।