গতি / সৈয়দ আফসার

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০৮/০৯/২০০৯ - ৯:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গতি
সৈয়দ আফসার

তুমি কি টের পাও ধাক্কার, হৃদয়ের ব্যথা
ভাবছো তিরিশ দিনে যা হয় সবই অযথা
যা দেখা যায় না, তা কি আত্নার ভেতর
আসা-যাওয়া বোবা অভিমান

এবার তাদের কথা হউক ভাবনা, সম্ভাবনা
তাকে কি বাদ দেয়া যাবে তো বিগত সান্ত্বনা…
এই যে বলা হল স্মৃতি ঘেঁটে আরো কিছু কথা
শরীরবিদ্যা শিখিনি বলে সব কথা মনেও থাকে না

রাতে ঘুমোতে গেলে শিয়রে দাঁড়িয়ে থাকে কিছু পরাজিত স্মৃতি
নারীভয়ে ড্রয়িংরুম ল্যাম্পপোস্টের কাছে ঋণ নিয়েছি মিনতি
জলপড়োশি একা বসে থাকার যন্ত্রণা হাসছে দীর্ঘশ্বাস, আকুতি
তাকে ভুলে যাবো তাই সাতবার জলেচোখ শুকাতেও নেই ক্লান্তি


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।