অবশিষ্ট হাড় - ০৫ : বর্ণ অনুচ্ছেদ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৪/০৬/২০১০ - ১০:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

মস্তিষ্কের কোথাও না কোথাও আবেগ থাকে
আর থাকে বৈষয়িকতা, তাদের মাঝামঝি কোনমতে টিকে থাকে ভালবাসা
বিমানের পর্যাবৃত্ত ঐকতানে কেঁপে ওঠে আকাশ,
বৃষ্টি হবে, হবে না, হয় না, এলোমেলো গল্পরা বাঁধবেনা উপন্যাস
মানুষের পচনশীল সভ্যতায় সংবেদনশীলতার নিখোঁজ সংবাদ
বাণিজ্যিক কবিতার নীচে চাপা পড়া সৃজনশীলতার গলিত লাশ;
নগরীর দূষিত নদীসমূহ অমৃতবিহীন মৃত-প্রায়,
নেহাত বৃষ্টিতেই শহর সাজে হঠাৎ ভুল ক'রে, ভুল ভাবে
নাগরিক চড়ুইবৃন্দ, যাঁরা সভ্য মানুষের পাশাপাশি বিদ্যমান
তাঁদের ঠোটময় উড়তে থাকা সামান্য খড়, বাসা বুনবার;
মানুষ প্রয়োজনে পাল্টায় ঠিকানা, পাল্টায় জীবন-ধরণ
ভোগবাদের মশলাযুক্ত খেলায় জৈবিকতার স্থূল আস্ফালন
পুরু বস্ত্রে সজ্জিত অতিসভ্য মানুষ অপেক্ষাকৃত কম সভ্য মানুষকে
ফেলতেই পারে অ-নেক নীচে, সভ্যতার চূড়া থেকে এক ধাক্কায়
এ দৃশ্যায়নের অভিনেতা সবাই, কেউ কেউ পরিচালক ।।

____________________________________________________

বর্ণ অনুচ্ছেদ


মন্তব্য

রিম সাবরিনা এর ছবি

কবিতার নিগূঢ় বার্তাটা ভাল লাগল...

অতিথি লেখক এর ছবি

পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ..

_____________________________
বর্ণ অনুচ্ছেদ

জুয়েইরিযাহ মউ এর ছবি

বলেছিলেম ভরসা রাখিস -
যে সৃষ্টি ধারণ করে মনের গহীন কাব্যকথা...
প্রকাশ পাবার দাবী তাহার হয়না বৃথা... চোখ টিপি

কবিতা বেশ ভালো লাগলো...
এবার কিন্তু থেমে গেলে চলবেনা...
তোর অন্য অপ্রকাশিত কবিতাগুলোও উঠে আসুক নীড়পাতায়... চলুক
শুভকামনা ... হাসি

-------------------------------------------
জানতে হলে পথেই এসো,
গৃহী হয়ে কে কবে কী পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

অতিথি লেখক এর ছবি

জানিস
স্বপ্ন কি...'
একটি সত্যিকারের কবিতা লিখব
তারপর আর কোনদিন লিখব না

_____________________________
বর্ণ অনুচ্ছেদ

অতিথি লেখক এর ছবি

ভালো লাগল... লিখতে থাকুন

________________________________________________

কুটুমবাড়ি

অতিথি লেখক এর ছবি

এইত অনুপ্রেরণা.. এর শক্তিতেই তো লিখি.. ধন্যবাদ
_____________________________
বর্ণ অনুচ্ছেদ

অতিথি লেখক এর ছবি

কবিতাটি ভালোলেগেছে

অতিথি লেখক এর ছবি

শুনে অনুপ্রাণিত হলাম

_________________________
বর্ণ অনুচ্ছেদ

অতিথি লেখক এর ছবি

যদিও কবিতার কঠিন ভাষা বুঝিনা, তবুও পড়তে ভালো লাগলো হাসি

- মুক্ত বিহঙ্গ

অতিথি লেখক এর ছবি

অসংখ্য ধন্যবাদ

_____________________________
বর্ণ অনুচ্ছেদ

আরিফ বুলবুল [অতিথি] এর ছবি

ভালো লেগেছে। আরও কবিতা চাই!
--আরিফ বুলবুল

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ বুলবুল ভাই, চেষ্টা করব লিখে যেতে, যদ্দিন পারি...

_____________________________________
বর্ণ অনুচ্ছেদ

তিথীডোর এর ছবি

বুঝি না হয়তো পুরোপুরিই, তবে কবিতা পড়তে ভালবাসি!
কবিকে চিনে নিয়েছি কিন্তু .. হাসি
চলুক
লিখতে থাকো,ইচ্ছেমতন।।

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অতিথি লেখক এর ছবি

লেখনীর দূর্বোধ্যতার জন্য ক্ষমাপ্রার্থী, চেষ্টা করবো সারল্য আনতে.. ধন্যবাদ.. হাসি

___________________________________
বর্ণ অনুচ্ছেদ

guest writer এর ছবি


নাগরিক চড়ুইবৃন্দ, যাঁরা সভ্য মানুষের পাশাপাশি বিদ্যমান
তাঁদের ঠোটময় উড়তে থাকা সামান্য খড়, বাসা বুন

ভাল লেগেছে।
--------------------------------------------------------------------------------
স্বপ্নের ফেরিওয়ালার কাছে স্বপ্ন কিনতে গিয়ে দেখি আমি কষ্ট কিনে ফেলেছি,
অদৃশ্য এক সুতার টানে কেবলি পুতুল নাচ নেচে চলেছি।।

রাজকন্যা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।