প্রাথমিক নাগরিক বিজ্ঞান - ০১ :: বর্ণ অনুচ্ছেদ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ১২/০৬/২০১০ - ১:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

সুখ কি
দুঃখই বা কি
কতটুকু বুঝি তার, কতটুকু ভান
রক্তে-ঘামে বৃত্ত আঁকে সহস্র সন্তান,
জিতে গেলে একজন হারে অন্যজন
ভীষণ নাগরিক যুদ্ধে ক্ষমতা প্রদর্শন
কেবল অসহায়ত্বে দুর্বলের-দরিদ্রের,
খাদ্যে অলঙ্করণ বেশি, পাশাপাশি
স্বল্পমূল্যে নিয়মিত ভর পরিমাপ;

সেইসব ক্ষমা, যা শুধুই সহজলভ্য ভিক্ষুকের হাতে
সেইসমস্ত আশা, যা বিদ্যমান জ্যোতিষীর অতশীতে
তীব্র আন্দোলন, যা দানা বাঁধে রিকশায় - মিনিবাসে
খুচরো পয়সার আক্রোশে যথারীতি
স্টিয়ারিং হুইল অপেক্ষা হর্ণের উপযোগিতা বেশি,
পুঁথিগত অন্ধ চেতনারা স্থূল সাজপোশাকে পুঁথিতেই পচনশীল
সহাবস্থানের সম্ভাবনাকে উড়িয়ে প্রযুক্তি আর মানবতা
এক অন্যকে কষে লাগাচ্ছে চড়, অকারণে;

বিরহ-মিলনের প্রকৃত বিভেদ
বোঝাবে কে, কাকে
প্রাপ্তি দূরবর্তী, ভালবাসার যোগ্যতাই কে রাখে !
কষ্টের খুব কাছে এক বিন্দু ভালবাসা
জমে থাকে, কোন ভরসায় !!

______________________________________________
বর্ণ অনুচ্ছেদ
(১২ জুন ২০১০)


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

কষ্টের খুব কাছে এক বিন্দু ভালবাসা
জমে থাকে, কোন ভরসায় !!

কবিতার লাইনগুলো থেকে নাগরিক জীবনের ছোয়াঁ পাওয়া যাবে কিন্তু অর্থগত দিক থেকে আমি বিশেষ কিছু উদ্ধার করতে পারছি না।

(তাহসিন গালিব)

অতিথি লেখক এর ছবি

যতটুকু গ্রহণ করেছেন.. ধন্য করেছেন.. হাসি
___________________________________
বর্ণ অনুচ্ছেদ

জুয়েইরিযাহ মউ এর ছবি

ভালো লাগলোরে... চলুক

------------------------------------------
জানতে হলে পথেই এসো,
গৃহী হয়ে কে কবে কী পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

অতিথি লেখক এর ছবি

থেংকু .. ;;)

___________________________________
বর্ণ অনুচ্ছেদ

অনিন্দ্য রহমান এর ছবি

একধরণের দ্বিধাবাদ দেখতে পাই।

পুঁথিগত অন্ধ চেতনারা স্থূল সাজপোশাকে পুঁথিতেই পচনশীল লাইনটা ভালো

৩,৪,৫,৬ নম্বর লাইনে অন্ত্যমিল দেখে কেউ ভাবতে পারেন পরের লাইনেও এটা পাওয়া যাবে। না থাকলে কী!

আরো লিখলে ভালো লাগবে।
_________________________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

অতিথি লেখক এর ছবি

অনুভূতিরা বয়ে গেছে নিজস্ব ধারায়
অন্ত্যমিল শুধুই কাকতালীয়

পড়ার জন্য ধন্যবাদ
______________________________
বর্ণ অনুচ্ছেদ

অতিথি লেখক এর ছবি

ভালো লেগেছে।

কমল

অতিথি লেখক এর ছবি

অসংখ্য ধন্যবাদ পড়ার জন্য..
______________________________
বর্ণ অনুচ্ছেদ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।