তবুও বদলায়নি কিছুই

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ০৭/০৭/২০১০ - ৬:৫৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তবু বদলায়নি কিছুই,
সবুজ প্রান্তর থেকে রৌদ্রতপ্ত পিচঢালা পথ
বালূময় সমূদ্র থেকে নীলাভ পর্বত;
ছায়াশ্বাপদ মূর্তির মতন অন্ধকারে
স্মৃতিরা কেবল নিঃশ্বাস ছেড়েছে গাঢ় শব্দে;
সময়ের আবাহনে থেমে থাকেনি জীবন,
ছুটে চলেছে অস্হির অনিশ্চয়তায়
আদি থেকে অনান্তি, কাল থেকে মহাকাল।
তবু বদলায়নি কিছুই,
ছেঁড়া স্যান্ডেল, মরচে পড়া জীর্ন হাতঘড়ি
শুকনো ঝাউশাখা, গনি মিয়ার চায়ের দোকান
গভীর রাতে মাতালের হর্ষধ্বনি।
বদলায়নি স্বপ্ন, স্মৃতি-হাতছানি
নিকষ রাতে নিঃসঙ্গ ঘুনপোকার গান;
ধুলো জমা সারিবদ্ধ বই, মলিন ক্যানভাস
ঘর্মাক্ত টি-শার্টের ভ্যাপসা ঘ্রাণ,
বদলায়নি ঘুনে ধরা স্বপ্ন, বেহিসেবী কবিতা
রাত জাগা ঘুমকাতুর চোখে স্বপ্ন দেখার সাধ।
শুধু বদলেছ তুমি একটু একটু করে
দিন শেষে গোধূলীর আলো যখন ঝাপসা হয়ে আসে।

---নাসাদ আহমেদ সাফা (স্বপ্নদ্রোহী)


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

ভাল লাগল। লিখতে থাকুন

স্বপ্নদ্রোহ

অতিথি লেখক এর ছবি

চমৎকার। আরো লিখুন।

জহিরুল ইসলাম নাদিম

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।