তোমার জন্য অনিন্দিতা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১০/০৮/২০১০ - ৮:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

অনিন্দিতা, তোমার জন্য কবিতা
একটা কবিতা, একদম বুকের ভেতর থেকে
রক্ত দিয়ে লেখা।
জমাট বাঁধা কষ্ট আর একবুক হতাশা দিয়ে
এক একটি পংক্তি আমার।
তুমি ধন্য, তুমি অনন্যা
কারন শুধু একটাই
বুদ্ধদেবের চোখে তুমি বিশুদ্ধ রক্ত
কারন তুমি আমার মতো
সংকর সন্তান জন্ম দেবে না,
আর তোমাকে নিজের ভ্রণকে
হত্যা করতে হবে না,
বুদ্ধদেব কে সুখী করার জন্য।
তোমাকে পংগু হয়ে সিটি হসপিটালের বেডে
একবুক যন্ত্রণা নিয়ে বুদ্ধদেবের একফোটা ভালোবাসার
প্রতীক্ষা করতে হবেনা।
তোমাকে টেনে বেরাতে হবেনা
বুদ্ধদেবের সেচ্ছাচারিতার ফসল
তোমার সারা শরীরে।
ব্রাক রিচার্সের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে
তুমি সময় গুনবে কখন ফিরে যাবে তার বুকে।
আর বুদ্ধদেব? থিন্ক ট্যান্কের কাজে মগ্ন থেকেও
ভাববে তোমার কথা।
তুমি অনন্যা,অনিন্দিতা
তোমার জন্য আমার শুভ কামনা।

akashneela07092002@yahoo.com


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

শুভ কামনা। ভালো থাকুন।

স্পর্শ এর ছবি

কবিতাটা ছুঁয়ে গেল।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।