শরতে বৈশাখের কবিতা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ১৫/১০/২০১০ - ১২:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এক বৈশাখে একলা এসে বললে হঠাৎ ভালোবাসি
চমকানো রং ঢেউয়ের গলায় শোনা গেল একটু বসি?
বসবে মানে? চোখে বসো, বুকে বসো ও বৈশাখী
শীতলপাটি, কাঠের পিঁড়ি... কী করে যে কোথায় রাখি!
চোখ দুটো তার মেঘনা নদী ভুরু যেন প্রজাপতি
পুলক-নাচন কোনখানে নেই খুঁজে ফিরি আঁতিপাতি
কে গো তুমি স্বপ্নভুমি বানিয়ে দিলে হৃদয়টাকে
বৈশাখী ঝড় সব কুটো-খড় উড়িয়ে নিল এক কথাতে!
ও চিনেছি তুমি আমার মেলায় দেখা ছোট্ট পাখি
ও চিনেছি তুমি আমার এক জীবনের উড়াল পাখি

-মাইনুল এইচ সিরাজী(অতিথি)


মন্তব্য

তিথীডোর এর ছবি

চলুক

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অতিথি লেখক এর ছবি

তিথীডোর
সুন্দর!

অতিথি লেখক এর ছবি

সুন্দর।
শুভেচ্ছা রইল।

অনন্ত আত্মা

অতিথি লেখক এর ছবি

আপনাকেও শুভেচ্ছা, অনন্ত আত্মা

অতিথি লেখক এর ছবি

কবিতা বোঝার চেষ্টা করছি......শুভকামনা।

- সাফায়েত
--------------------------------------------------------------------------------
তোমায় দেখলে ইচ্ছা করে....
শুরু থেকে শুরু করি আবার জীবন।।

অতিথি লেখক এর ছবি

প্রথম দু'লাইন...

এক বৈশাখে একলা এসে বললে হঠাৎ ভালোবাসি
চমকানো রং ঢেউয়ের গলায় শোনা গেল একটু বসি?

দারুন শুরু!

ভাল লেগেছে হাসি

----------------------------------------

মুহম্মদ রিফাত ইসলাম - প্রিন্স অফ লালা ল্যান্ড!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।