কাব্য ত্রয়ী

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ০১/১১/২০১০ - ৬:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[বিষণ্ণ বাউন্ডুলে]

* * * * *

অভিমানে; এই আধাঁরে,
স্বপ্ন হারায় মন..
চাঁদ ছোয়া ওই আকাশ খোজে,
আমার হাসির ক্ষণ।

* * * * *

সময়,
পদ্মপাতার জল বুঝি তুই?
ইচ্ছে আমার,
আদর করে একটু তোরে ছুই..

* * * * *

দিনভর শুভ্র আলো,
রাতের আকাশ নিকষ কালো..

সুরের আগুনে;
ঝলসে যায়,
সাদাকালো পথচলা..

চোখ খুললেই,
রঙিন স্বপ্নের ফুলঝুরি..

চোখ মুঁদলেই;
স্মৃতির রাজ্যপাট,
হাসি কান্নার হুড়োহুড়ি..

কে বলে তুমি নেই..?!


মন্তব্য

তিথীডোর এর ছবি

দ্বিতীয়টা বেশ!

কিন্তু 'চন্দ্রবিন্দু' সম্প্রদায় এমন উল্টোপাল্টা সিটে গিয়ে বসছে কেনু? চিন্তিত টিকেট চেকার এত বেখেয়ালি হলে কি চলবে??হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

বিষণ্ণ বাউন্ডুলে [অতিথি] এর ছবি

তিথী'পু ,
আইচ্ছা , ধনেপাতা কেমনে দেয়?!

হুমম..এই চন্দ্রবিন্দু ব্যাটারে নিয়া ব্যাপক চিন্তায় আছি। মন খারাপ

ইনি কোথায় কোথায় বসতে পছন্দ করেন, তা সহজে মনে রাখার কোন টিপস জানা থাকলে কন তো..!

অতিথি লেখক এর ছবি

বাহ, বেশ লাগলো তো! যেন প্রিয়ার নাকের ডগায় জমা মুক্তোর মত বিন্দু বিন্দু স্বেদকণা!
রোমেল চৌধুরী

বিষণ্ণ বাউন্ডুলে [অতিথি] এর ছবি

বেশ প্রেরনাদায়ক মন্তব্য।
অনেক ধন্যবাদ।।

ভাল থাকুন, অনেক ভাল। সবসময়।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।