অপারেশান

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ০৬/০৬/২০১১ - ৬:৩৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

নির্দিস্ট দিনের স্নিগ্ধ সকালে,
সাজানো শয্যায় এই হাস্পাতালে,
ভয়ে ভয়ে ইস্টনাম, হটাৎ নিঝুম,
ঔষধের সেই বোধহীন ক্লান্তির ঘুম।

তারপর এই দেহে ব্যাস্ত কাঁটা ছেড়া,
শরীর জানবে মেরামত। ব্যাথারা
আসবে ফিরে, যদি ফের,
জেগে উঠি, একাকি নির্জনে,
অবসন্ন, ঘোর লাগা মনে।

ডাক্তার, নার্সের অশেষ যত্নের
জোড়া দেয়া এই দেহ, প্রতি মুহুর্তের
উদবিগ্ন সময়, প্রত্যাশা নিরাময়!!!
জানালায় কি উকি দেবে দুরের নীল আকাশ?
দুরের টিলায় পাখিদের গান, শিশিরের ঘাস!

আর যদি সেই অবসন্ন ঘুমের চৌকাঠ,
ঠেলে খুলে দেয় কোন অমোঘ কপাট,
আমারে যদি নিয়ে ভিড়ায়, অচেনা কোন ঘাটে,
নিশ্চয়, এই আমি, সেই আমি নয়,
কারো জানা নেই, অজানা সেই স্থান, অচেনা সময়!

কাফনের ঘুম, সবার অশ্রুতে ভিজে,
জীবনের পথ চলা সত্য, মৃত্যুই বলে দেয় নিজে।

আসমা খান, অটোয়া।


মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি

মোটামুটি লাগলো।

তবে নির্দিস্ট=নির্দিষ্ট হলে আরো ভালো হতো।

আসমা খান, অটোয়া। এর ছবি

অনেক অনেক ধন্যবাদ বানান ঠিক করার জন্য। পরের লেখা আশাকরি আরো ভালো হবে। শুভেচ্ছা রইলো।

রোমেল চৌধুরী এর ছবি

অন্ত্যঃমিলের প্রচেষ্টা প্রশংসনীয়, শুধু দ্বিতীয় স্তবকের প্রথম দুই চরণে দুর্বল মিলের দেখা পাওয়া গেল (ছেঁড়া>ব্যথারা)। কোন ছন্দে লিখেছেন তাও ধরতে পারলুম না।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।