কেবল বৃষ্টি এলেই সব ভিন্নতা চারিপাশে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ১৭/০৬/২০১১ - ৯:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

কেবল বৃষ্টি এলেই সব ভিন্নতা চারিপাশে
------------------------ প্রখর রোদ্দুর

নদী যতই বয়ে চলুক
আসলে সে ফন্দি ফিকিরে থেকে যায় নিজেরই কোলে
যেমন গাছেদের চলাচল পাতায় কিংবা ডালে
কিংবা ফল ফুলের শাখে
বাতাসেরও ফিনিক হাসি কিংবা গুরুগম্ভীর গর্জন
সেও হুকুমের রিমোট চেপে খুব নিজস্ব বলয়ে মাপা
কেবল বৃষ্টি এলেই সব ভিন্নতা চারিপাশে

রাজার মুকুট মানিক্য খচিত
রাজ্যপাট কিংবা শৃঙ্খলের সংসার বাস
সুদূরে পালানো কিছু সৃতি সিন্দুক খোল মেহগনি অতীত
কখনো যুদ্ধবাজ কিংবা শান্তির একাগ্রতায় ঝড়ে যায়
মিলেমিশে খুব গুটিশুটি আদুরে একাকার
কেবল বৃষ্টিই মূলত দিয়ে যায় সমতার প্রাকৃত ছাঁচ
সবুজ বন্ধুরা অতীতের দিকে ধাবিত হয় হলুদ রং মেখে
কেবল বৃষ্টিকেই দেখি হলুদ পাতা ঝরা বনানীর ঔষধি কবিরাজ যেন
নুয়ে,শুয়ে, ভেঙ্গে কিংবা ভাঙ্গনের গর্জনে
দূর কোন রোদের এক চিমটি বাষ্প জমা প্রতিমা
আকাঙ্খার বুনো কাটছাঁটে পায় যুবতীর অলংকার
মাদুলি গলায় কোকড়া চুলের রাখাইন মাদল
উড়নচণ্ডী ঘুরে পুরে খাক ফাটলের মাঝে ডালিম উষ্ণতা
খড়্‌খড়ে কচুপাতার জোনাকি জলের গম্ভীর দোলা
কেবল বৃষ্টি এলেই সব ভিন্নতা চারিপাশে

আগুনের পিণ্ডি গেলা প্রতিদিনের কৃষ্ণচূড়া
হিমালয় থেকে গড়িয়ে আসা সেই স্বপ্নের বাতাসে
কদম, টগর,ঝুমকো-জবার স্বপ্ন শরীরী গল্প
খঞ্জনী বাজনায় ঝুমুর আঙ্গুল কন্ঠায় মেঘমল্লার
নদীনালার থেকে দূরে, বাতাস কিংবা বনানীতেও উন্নাসিকতা
নাগরিক জীবন নক্ষত্রের নিকট অত্মিয় হয়ে ফিসফাস তুমুল আগমনে
রাজছত্র জড়িয়ে কেবল বৃষ্টি এলে এইসব ভিন্নতা চারিপাশে


মন্তব্য

রোমেল চৌধুরী এর ছবি

এককথায় অসাধারণ!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

কবি-মৃত্যুময় এর ছবি

সুন্দর! চলুক

পাঠক এনায়েৎ ইউ এস ইসলাম এর ছবি

খুব ভালো লাগলো ...

শেখ জলিল(offline) এর ছবি

অসাধারণ! অসাধারণ!!
বারবার আবৃত্তি করতে ইচ্ছে করে।

প্রখর রোদ্দুর এর ছবি

দুঃখিত মন্তব্যের কলামে আলাদা আলাদা লিখতে পারছিনা বলে। জবাব এর পিন এ গেলেই পেইজ হারিয়ে যায়....কি যন্ত্রনা। যাই হোক -
@ শ্রদ্ধেয় রোমেল চৌধুরী- শুরু থেকেই আমার যে কোন লেখায় আপনার মন্তব্য গুলো আমার নিজের লেখার মাঝে আলাদা সংযোজনের মতোই। আর আজ তাই এই লেখায় আপনার মন্তব্য আমাকে অনেক উৎসাহ ও ভালো লাগা দিলো। আন্তরিক কৃতজ্ঞতা।

@কবি-মৃত্যুময় @এনায়েৎ ইউ এস ইসলাম @শেখ জলিল - অনেক ধন্যবাদ। আপনাদের ভালো লাগা আমাকে অনুপ্রাণিত করলো ।

অনার্য সঙ্গীত এর ছবি

খুব সুন্দর! মুগ্ধ হলাম।

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

প্রখর-রোদ্দুর এর ছবি

আপনার মন্তব্য আমাকে উৎসাহিত করলো।
কৃতজ্ঞতা

শামান এর ছবি

ভাল লেগেছে বেশ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।