খামখেয়ালি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ১৭/০৩/২০১২ - ৮:৩৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

খামখেয়ালি
-------------------------------------

আমাদের কিছু কথা এভাবেই থেকে যায়
চোখের কার্নিশে

গড়িয়ে নেমে যায় জল হয়ে, জল

তোমায় কি কোনদিন ডাকেনি সে গভীর রাতে?

আমি অতিথি নই; অযাচিত খামখেয়ালিতে

চতুর আগন্তুক -

পায়ে পায়ে হেটে যাই লাল করিডোরের ঘাস
থমকে দাড়াই

একশ ভোল্টের বাতিতে জ্বেলে দেই একরাশ অন্ধকার
অনভিজ্ঞ ঠোট জুড়ে

. . .অনুতে
অনুতে . . .

cresida

খামখেয়ালি

-------------------------------------

আমাদের কিছু কথা এভাবেই থেকে যায়

চোখের কার্নিশে

গড়িয়ে নেমে যায় জল হয়ে, জল

তোমায় কি কোনদিন ডাকেনি সে গভীর রাতে?

আমি অতিথি নই; অযাচিত খামখেয়ালিতে

চতুর আগন্তুক -

পায়ে পায়ে হেটে যাই লাল করিডোরের ঘাস

থমকে দাড়াই

একশ ভোল্টের বাতিতে জ্বেলে দেই একরাশ অন্ধকার

অনভিজ্ঞ ঠোট জুড়ে

. . .অনুতে

অনুতে . . .

cresida


মন্তব্য

cresida  এর ছবি

লেখাটা এভাবে দুবার কেন এল বুঝলাম না। যারা পড়িবেন, ব্যাপারটি বুঝে নিবেন।এই সমস্যার জন্য দ:খিত!

cresida

প্রদীপ্তময় সাহা এর ছবি

প্রথম লাইনটা, বিশেষত চোখের কার্নিশ কথাটা অসাধারন ।
কবিতা ভাল লাগল ।

শুভেচ্ছা ।

আশরাফুল কবীর এর ছবি

বাঘের বাচ্চা #খুব সুন্দর লিখেছেন। বাঘের বাচ্চা

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আমাদের কিছু কথা এভাবেই থেকে যায় চোখের কার্ণিশে ...
এই লাইনটা খুবই চমতকার! হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

cresida  এর ছবি

সবাইকে ধন্যবাদ।

শুভকামনা জানবেন।

cresida

পথিক পরাণ এর ছবি

বাহ! খামখেয়ালি তো ভালৈ!
চলুক

-----------------
পথেই আমার পথ হারিয়ে
চালচুলোহীন ছন্নছাড়া ঘুরছি ভীষণ---

প্রৌঢ় ভাবনা এর ছবি

চলুক

cresida  এর ছবি

দুজনকেই ধন্যবাদ ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।