মৌমাছি ও শামুক সমাচার

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২৭/০৩/২০১২ - ১০:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

শামুক আর মৌমাছির সাথে কি কোন মিল থাকতে পারে? খুঁজে দেখা যাক ।

আপনারা হয়তো অনেকেই ফিবনাচ্চি সংখ্যা সম্পর্কে জানেন যেটা 1202 খ্রিষ্টাব্দে লিওনার্দো ফিবনাচ্চি আবিষ্কার করেন, সংখ্যাগুলো 0 1 1 2 3 5 8 13……..এইভাবে চলতে থাকবে।এই সিরিজের মূল বিষয়টা হচ্ছে একটি সংখ্যা তার পূর্বের দুইটা সংখ্যার যোগফল । এখন আসি মৌমাছি প্রবলেম নিয়ে। একটা পুরুষ মৌমাছি জন্মাতে শুধু মা মৌমাছি যথেষ্ট। অর্থাৎ মা মৌমাছির অনিষিক্ত ডিম থেকে পুরুষ মৌমাছি জন্ম নেয়। আর একটা নারী মৌমাছি জন্ম নিতে মা এবং বাবা উভয়কেই প্রয়োজন, যেটা নিষেক প্রক্রিয়া ছাড়া সম্ভব নয়।মজা করে বলতে গেলে পুরুষ মৌমাছি বাবার আদর, স্নেহ , মমতা থেকে বঞ্চিত। ব্যাপারটা আরো খোলাসা করে বলি, মৌমাছিদের ভিতর আরো আরেক ধরনের মৌমাছি আছে যাদের কে বলা হয় কর্মী মৌমাছি। এরা পুরুষ এবং নারী উভয়ই হতে পারে কিন্তু এদের প্রজনন ক্ষমতা থাকে না। কারণ জন্মের পর থেকে এদেরকে কোন বিশেষ রাজকীয় জেলি খেতে দেওয়া হয় না। খুঁজে বের করতে হবে এর সাথে ফিবনাচ্চির মিলটা কোথায়? কই আগরতলা আর কই বটের তলা এটা মনে হওয়া স্বাভাবিক।এখন আসি পুরুষ মৌমাছি তে । আমরা একটা পুরুষ মৌমাছির কথা বিবেচনা করে যদি একটু পেছনে হাটি তাহলে দেখবো পুরুষ মৌমাছির পূর্বপুরুষ হচ্ছে একটা মহিলা মৌমাছি। আর মহিলা মৌমাছির পূর্ব পুরুষ হচ্ছে একজোড়া মৌমাছি (মহিলা এবং পুরুষ উভয়ই) ।
এভাবে যদি পেছনে যেতে থাকি তাহলে নিচে ছবির মত একটা বংশলতিকা পাব ।(ছবিতে পুরুষ মৌমাছি কে M(male) আর মহিলা মৌমাছি কে F(female) চিন্হিত করা হয়েছে )

…………....এইভাবে চলতে থাকবে।

আশ্চর্যজনক ভাবে প্রতি ধাপে মৌমাছির সংখ্যা ফিবনাচ্চি ক্রমের সাথে মিলে যায় (এখানে প্রথম ব্রাকেটের ভিতর বংশ পরম্পরা মৌমাছির সংখ্যা দেখানো হয়েছে) এবং প্রতি ধাপে মৌমাছির সংখ্যা তার আগের দুই ধাপের মৌমাছি সংখ্যার যোগফলের সমান।

আরেকটা মজার ব্যাপার আছে এই সংখ্যা নিয়ে। শামুকের খোলসের গঠন ফিবনাচ্চি অনুসরণ করে। আবার শুরু করলাম কিসের ভিতর কি পান্তা ভাতে ঘি এই টাইপের কথা । প্রশ্ন হল কিভাবে? এর উত্তর জানার আগে আমরা ফিবনাচ্চি সংখ্যা নিয়ে একটা আয়তক্ষেত্র কিভাবে তৈরি করা যায় এটা দেখি। আয়তক্ষেত্রটি তৈরি করা হবে কতগুলো বর্গক্ষেত্র নিয়ে। যে বর্গক্ষেত্রের বাহুগুলোর দৈর্ঘ্য একেকটি ফিবনাচ্চি নাম্বার।

ছবিতে প্রথমে 1 দৈর্ঘ্য নিয়ে একটি বর্গক্ষেত্র আঁকা হয়েছে। এরপর এটার বাহু বরাবর 1 দৈর্ঘ্যের আরেকটি বর্গক্ষেত্র আঁকা হল। দুইটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য একসাথে যোগ করে সেই বরাবর আরেকটা বর্গক্ষেত্র আঁকা হল যার দৈর্ঘ্য 2। এই 2 আর পূর্বের 1 যোগ করে 3 দৈর্ঘ্য বিশিষ্ট আরেকটি বর্গক্ষেত্র আঁকা হল। একইভাবে 3 আর পূর্বের 2 যোগ করে 5 দৈর্ঘ্য বিশিষ্ট আরেকটি বর্গক্ষেত্র আঁকা হল। পরিশেষে একই নিয়ম অনুসরণ করে কতগুলো বর্গক্ষেত্রের সমন্বয়ে একটা আয়তক্ষেত্র আঁকা হল।এখন যদি বর্গক্ষেত্র গুলোর বিপরীত দুই কোনা সংযুক্ত করে বৃত্তচাপ আঁকি তাহলে নিচে আঁকা ছবির মত একটা কিছু পাওয়া যায় যেটা কিনা শামুকের খোলসের মত দেখতে। এতক্ষণে আমরা শামুক ও মৌমাছির মধ্যে একটা মিল বের করতে পারলাম।

আমি যখন এই ফিবনাচ্চি নাম্বার এর নাম প্রথমে শুনি তখন মনে হয়েছিল এটা দিয়ে কি হয়। এখন কিছুটা হলেও বুঝি প্রকৃতির অনেক বিষয় আছে যেটা ফিবনাচ্চি ক্রম অনুসরণ করে চলে।

--- জল


মন্তব্য

অনার্য সঙ্গীত এর ছবি

হাততালি
ভালো হচ্ছে। চলুক। সচলায়তনে স্বাগতম।

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

জল এর ছবি

ধন্যবাদ ।

সচল জাহিদ এর ছবি

দারুণ, চলুক।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

সচলায়তনে স্বাগতম।
লিখা চলুক।

ব্যাঙের ছাতা এর ছবি

হাততালি
দারুন, দারুন !

পথিক পরাণ এর ছবি

ঝাক্কাস---------
মজারু তো!!!

সৌরভ কবীর  এর ছবি

চলুক

জল এর ছবি

হাসি

কুমার এর ছবি

ভালো হয়েছে, চলুক।

তারেক অণু এর ছবি

চলুক হাততালি আস্তে আস্তে গাছের ডাল, ফুলের পাপড়ি, মেঘমালা- সব নিয়েই লেখুন, দারুণ হবে।

জল এর ছবি

আরো অনেক কিছু নিয়েই লেখার ইচ্ছা আছে। ধন্যবাদ আপনাকে।

সাত্যকি. এর ছবি

চমৎকার, আরো আসুক। এদ্দিন শুধু জানতাম শামুকের খোলস ফিবোনাক্কি রাশি অনুসরণ করে, আজ জানলাম কিভাবে করে।
আরো লিখুন। মানুষের শরীরে, সূর্যমুখী ফুলে কিভাবে গোল্ডেন রেশিও আছে, সেটাও একদিন বুঝিয়ে দিন।

জল এর ছবি

গোল্ডেন রেশিও নিয়েও লিখার ইচ্ছা আছে লিখে ফেলব হাসি

সুরঞ্জনা এর ছবি

সচলে স্বাগতম হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

রোমেল চৌধুরী এর ছবি

মজার তো!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

শাব্দিক এর ছবি

হাততালি খুবই ইন্টারেস্টিং।
আপনার লেখার স্টাইলটাও চলুক

জল এর ছবি

ধন্যবাদ ।

নীলাকাশ এর ছবি

অনেকদিন ধরে চাচ্ছিলাম 'সচলায়তন'-এ গণিতের মজার মজার বিষয়গুলো নিয়ে লেখা হোক। আশা পূরণ হল। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
বিষয়গুলো জাফর ইকবাল স্যারের বইতে পড়েছিলাম। চাল্লু
অনেক ভাল্লাগেছে!! চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।