উড়াল প্রস্থান

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ৩১/১২/২০১৩ - ১০:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মেঘের হুকে গত রাতে আটকা পড়েছে
লেজ কাটা ঘুড়ির উড়াউড়ি পোট্রেট।

বহুদিন পর ঘরের দরজা খুলবো

কেমনে তোরে ছাড়ি' - এরকম একটা কাঁচা আক্ষেপ
নিয়ে একদিন চন্দ্রবিন্দুর কপাল ছেড়ে
পালিয়েছিলাম দোলনচাঁপার মাঠে-
এবার ক্যাসিনো চোখেই তোর কপাল কাটা টিপটা
মাছরাঙ্গা করে খামখেয়ালির শূন্যস্থানে বসিয়ে দেবো।

কৃষ্ণচূড়ায় লাল হবে রাত্রীযাপন
জুয়ার কাগজে মোড়া খামখেয়ালিপনার পুরনো আড়াল,
অঙ্গীকার, অপ্রাপ্তির ঠোঁটে লেগে আরও জীবন্ত হবে

আসলে সবই মোহের দাগ

বৃষ্টির ফোঁটা চোখে পড়তেই খবর এলো
মেঘবালিকার জমজবোন বানকুড়ালি
লেজ কাটা ঘুড়ির সুতা ছিঁড়ে আত্মহত্যা করেছে।

---পথিক


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

চলুক

মাসুদ সজীব

অতিথি লেখক এর ছবি

কবিতার শিরোনামটা বেশ সুন্দর। কবিতাও মন্দ নয়।

ইউক্লিড

অতিথি লেখক এর ছবি

কবিতাটি পড়ে হৃদয়ে একধরনের শীতল বায়ু বয়ে গেলো। খুবই হৃদয়স্পর্শী কবিতা। সাখাওয়াৎ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।