গুচ্ছ কবিতার ঈশ্বর

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ০৯/০৪/২০১৪ - ৯:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

মুছে ফেলা
----------
সমস্ত রাত জুতোর ফিতেয় বাঁধা নির্জন
বারান্দাটা আজীবন কুড়োয় অন্ধের পান্থপথ,

আমার হাড়ের ছাড়পত্র জানে
যে চোখে পাথর চোখ নামিয়ে হয় নারী,
নিরবতার দুরত্ব কমিয়ে তুমিই আমার
মুছে ফেলা কল্পনার বংশধর
বানকুড়ালি পুতুল।

স্বপ্নের শেষটুকু নিভে গেলে পরিত্রাণহীন
একটি শরীর ঠিক পাহাড়ের মাঝখানে
নেমে নেমে এখন হাওয়ার পুকুর।

মহাপুরুষ
-----------
প্লাস্টিক সার্জারির পর ইলিশের চোখে আর ঘুম নেই,
জলদেবীর ক্যামেরায় কয়েকটি নিরাকার পিরামিড
ধরা পড়ে বাউল ডিমে পুরো ভুবনটাই যেন আজ ফুটেছে -
অন্ধত্ব বরণ করে একটা জাগ্রত অর্জুন গাছ হাঁটু ভেঙ্গে
মাথার উপর বহুদিন হলো নিরব;

শহরতলির গন্তব্য ফেলে নিজের কাছে ফিরে ফিরে
যে হরিণ শেষ রাতে জোস্নার গহীন বুকের খাঁচা ভেঙ্গে
চেটে তা দেয় কবিতার পাঠ - নিমন্ত্রণ;
কোনো কোনো মানুষের সমকালীন মায়া মমতা
পুরনো প্রাচীর উড়ালমন্ত্র সঙ্গম এমনকি বাম হাতের
ব্যর্থতাও হয় দু ফোঁটা বহমান বুড়ো পৃথিবীর হিমালয়-
তাদের জন্যে আমার ঘরে ফেরার গানের নমস্কার।


মন্তব্য

ক্রেসিডা এর ছবি

দারুন লেখেন আপনি; মুগ্ধতা জানিয়ে গেলাম।

ভালো থাকা হকো।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

মাথার উপর দিয়ে গেলো।

____________________________

সুমন চৌধুরী এর ছবি

কবির পরিচয়টা জানা হলো না। নাম ছাড়া পোস্ট প্রকাশ না করার একটা সিদ্ধান্ত মনে হয় হয়েছিল। যাই হোক, পরিচয় ‌ছাড়া পোস্টকে স্বাগত জানাতে পারছি না। ইয়ে, মানে...

মৃত্যুময় ঈষৎ এর ছবি

প্রথমটা ভালো লাগলো, দ্বিতীয়টা মোটামুটি।


_____________________
Give Her Freedom!

তীরন্দাজ এর ছবি

বাহ। সুন্দর!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

রোমেল চৌধুরী এর ছবি

ফয়জুল লতিফ চৌধুরী কাছে লেখা একটি চিঠিতে (পরে 'শুদ্ধতম কবি'-তে প্রকাশিত) আব্দুল মান্নান সৈয়দ লিখেছিলেন যে চৌধুরী সাহেব তাঁর কাছে জীবনবাবুর 'গোধুলিসন্ধির নৃত্য' নিয়ে একটি বিশ্লেষণী লেখা দাবি করেছিলেন। তিনি কবিতাটি নিয়ে লিখতেও বসেছিলেন। কিন্তু তারপর নিঃশব্দ হয়ে গিয়েছিলেন, কেননা কবিতাটির যথার্থ মর্মভেদ করতে পারছিলেন না। সৈয়দ সাহেবের জবানি নকল করে বলি, বুঝতে পারছি না অথচ কিছু বায়বীয় বুদবুদ রচনা করবো, মন্তব্যের কাছে এরকম প্রার্থনা চলে না। কেননা মন্তব্যের মধ্যদিয়ে উন্মোচন ঘটানোর প্রচেষ্টাই উত্তম।
যাহোক আরো লিখুন, মন লাগিয়ে পড়ি, তারপর না হয় ভালো-মন্দ কিছু আলোচনা করা যাবে।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অতিথি লেখক এর ছবি

চমৎকার! তবে সাধারণ পাঠকের জন্য খুবই কষ্টকর হবে পাঠোদ্ধার।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।