সুমন চৌধুরী'রে বলি

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: মঙ্গল, ০৫/০৬/২০০৭ - ২:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
সচলায়তনে আপনার একটা ধারাবাহিক লেখা চাই । ৭২-৭৯ সময় পর্যন্ত বাংলাদেশের রাজনীতির(কমিউনিষ্টদের বিভ্রান্তি,বুর্জোয়াদের মুখ থুবড়ে পড়া,মৌলবাদীদের উত্থান) উপর । এখনই শুরু করেন অথবা বেটাযুগ শেষ করার পর, কিন্তু শুরু করতেই হবে ।

মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
এখনই শুরু করেন। বেটাযুগের আশায় থাইকা লাভ নাই। ব্যাকআপ রাইখেন।
হাসান মোরশেদ এর ছবি
হ তাইলে এখনই শুরু করেন । আপনারে দিয়াই সচলায়তনে 'আসল' লেখালেখির আকিকা হোক ।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুমন চৌধুরী এর ছবি
বস এইমুহুর্তে হাতের কাছে যা আছে তা দিয়া ইন্টারন্যাশনাল পারস্পেক্টিভের আলোচনা হইতে পারে। নিকট ইতিহাসের কথা বলতে গেলে স্পষ্ট রেফারেন্স লাগে। সেইটা হাতে এই মুহুর্তে কমই আছে কারণ সঙ্গে কইরা রাজনৈতিক বই আনি নাই। তবে যে বিষয়টা কইলেন সেইটা নিয়া অবশ্যই লিখুম। এই সপ্তাহেই শুরু করুম।
সচলায়তন এর ছবি
গুটেন আকিকাটেন

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

আরিফ জেবতিক এর ছবি
শুরু তো করেন।
সচলায়তন এর ছবি
বেগতিকদা নাম কি বাংলা কইরা দিবো?

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

আরিফ জেবতিক এর ছবি
নাহ,কয়দিন থাকুক। পরে বলব নে।এখন অন্যদের ঝামেলা মিটাইতে থাকেন।
সুমন চৌধুরী এর ছবি
খালি হাত-পা কামড়ায়....মনে হয় ভোজপুরী পালোয়ান দিয়া শইডা বানাইয়া লই..

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।