গিয়াস আহমেদ: ট্রিবিউট টু এ 'চেইন' মেকার

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: বুধ, ২৪/০৫/২০০৬ - ৯:৩৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

গিয়াস ভাই,

জাকির, তৌহিদ,গালিব এই নামগুলো আমি জানি আপনার স্মৃতিতে নেই আর । ইউ.কে'র বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আমার বন্ধুদের কজন । ব্যস্ত সময়ের ফাঁকে মাঝে মাঝে যখন কথা হয়, কি আশ্চর্য্য আপনি ও চলে আসেন ।

এবার দেশে গেলে সেলিম এর সাথে দেখা ।সাইফ সেলিম..ঐ পাগলাটাকে মনে নেই? লেখালেখি,পড়াশোনো এসবে নেই , কিন্তু পিন্টুর জন্য সাহায্য তুলতে হবে , বন্যার্তদের জন্য চাঁদা তুলতে হবে, গিয়াস ভাই সিলেট আসবে .. না সেলিম কারো পেছনে নেই ।

পাঠক ফোরাম থেকে শুরু করে বন্ধুসভা ... প্রায় একযুগ । কমপক্ষে দশ হাজার বন্ধুর নেটওয়ার্ক। আজ বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রায় প্রতিটি থানায়, বেশীর ভাগ শিক্ষা প্রতিষ্ঠানের 'বন্ধুসভা ' র ছেলেমেয়েরা আছে । এসিড সন্ত্রাস বিরোধী আন্দোলন, গনিত উৎসব, 'মুক্তিযুদ্ধের গপ শোনা' কার্যক্রম -- সকল ভালোতে এদের উজ্জ্বল অংশগ্রহন ।আবু হাসান শাহরিয়ার 'প্রথম আলো'কে আমাদের সময়ের সবথেকে অন্ধকার গলি বললে ও 'বন্ধুসভা ' র ছেলেমেয়েদের প্রশংসা করতে দ্্বিধা করেননা ।

পাঠক ফোরাম ,বন্ধুসভা আমাদের অনেকের প্রস্তুতি ভূমি । সুমন্ত আসলাম 'আলপিন' সম্পাদক হলো এই বন্ধুদের প্রতিনিধি হিসেবেই , তার বই বেস্ট সেলার হয় এই বিশাল নেটওয়ার্কের কল্যানে (জানিনা সুমন্তএটা স্বীকার করবে কিনা ) । অজর্ুন মান্না সংবাদে, সোহাগ প্রথম আলো প্রতিনিধি, তুলি কাজ করছে অন্য কোনো জাতীয় দৈনিকে, সিরিয়াস লেখালেখি করছে সুমন সুপান্থ, শিপা সুলতানা ....... সবাই এই চেইন এর ভেতরে ।

আর প্রকাশের প্রথম দিন ' প্রথম আলো ' প্রচার শীর্ষে। তার পেছনে এই নেটওয়াকের অবদান কতটুকু সেটা আজ আর ' প্রথম আলো ' ক তর্ৃপক্ষ স্বীকার না করলে ও আপনি তো জানেন । আপনি তো জানেন রিপন , উজ্জ্বলরা দেয়ালে দেয়ালে লাগিয়েছে প্রথম আলো'র প্রকাশনা পোস্টার । না এরা কেউ কিন্তু বেতনভূগ ছিলোনা ।

আজ আপনি ' প্রথম আলো 'তে ও নেই । বন্ধুসভা তে ও নেই মেসবাহ, আমি, টুকু দা , মান্না, মনি, চন্দন অনেকেই । কিন্তু বন্ধুতার যে বন্ধন একযুগে গড়ে উঠেছে সেটা আজ আর কোনো ব্যনারে সীমাবদ্ধ নেই । পাফো' তে রয়ে গেলে ও আমরা েেভালা'দা কে ভুলিনি, পাফো'র রাশীদা আফরোজ এখনো ভালো বন্ধু, এখনো যশোরের কিছু বোহেমিয়ান হুট করে সিলেট চলে আসে -- জানে টুকুদাকে খুঁজে পেলে সিলেটে আর নো প্রবলেম !

এই বিশাল নেটওয়ার্ক, অদ্ভূত বন্ধন , হার্দিক চেইন টা আপনার তৈরী গিয়াস ভাই ।

আমাদের অনেকের ভালোবাসা, অভিমান, ছেলেমানুষী, পাগলামী, কপটতা , ভন্ডামী জমা আছে আপনার কাছে । আপনাকে নিয়ে আমার কিছু কষ্ট ও আছে । সেটা অন্য গল্প ।

ভোরের কাগজ, প্রথম আলো ' তে আপনি আমার অনেক লেখা প্রকাশ করেছেন কিন্তু কখনো সুযোগ পাইনি আপনাকে নিয়ে লেখার । এই সাইটে আপনি ও আছেন জেনে সুযোগ টা নিলাম ।

অভিনন্দন গিয়াস ভাই ।


মন্তব্য

সুমিমা ইয়াসমিন এর ছবি

লেখাটি পড়তে গিয়ে হাজার হাজার স্মৃতি হুমড়ি খেয়ে পড়লো!

ঈশান মাহমুদ এর ছবি

গিয়াস ভাই বন্ধুত্বকে ছড়িয়ে দিয়েছেন সারা দেশে। তার মাধ্যমেই দেশ জুড়ে এখন আমাদের বন্ধুত্বের সীমানা। স্বীকার করতে দ্বিধা নেই, আমার সীমিত সংখ্যার প্রিয় ব্যক্তিত্বের একজন হলেন গিয়াস ভাই। গিয়াস আহমেদকে 'বন্ধু' পরিচয় দিতে আমি গর্ব বোধ করি।:-)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।