ভাষাই ধর্ম ভাষাই দেশ:আরেক ফাল্গুনের গল্প

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: সোম, ০৫/০৬/২০০৬ - ৮:৩২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


কমলা ভট্রাচাযর্্য।
মাত্র মাধ্যমিক পরীক্ষা দেয়া এক কিশোরী । রেজালট বেরোয়নি । তার আগেই ইতিহাসের পাতায় নাম ।

সম্ভবত: ইতিহাসের প্রথম নারী ভাষা শহীদ ।

সালাম বরকত, রফিক, জব্বারের বোন এই কমলা ।

1961 সালের 19 মে ।

আসামের ছোট শহর শিলচর ।
রাজ্যর প্রধান ভাষা অহমীয়া হলে ও বরাক ভ্যালীর এই অঞ্চলে বাংলা ভাষাভাষীদেরই আধিক্য । পাকিস্তান হওয়ার একবছর পর 1948 সালে রেফারেন্ডামের মাধ্যমে সুরমা ভ্যালী(বর্তমান সিলেট বিভাগ) পূর্বপাকিস্তানের অন্তর্ভূক্ত হয় । কিন্তুবৃহত্তর সিলেটের তিন চতুথাংশ নিয়ে বরাক ভ্যালী থেকে যায় আসামে । । 1961 সালে আসাম প্রাদেশিক সরকার শুধু অহমীয়াকেই রাজ্যের একমাত্র সরকারী ভাষা ঘোষনা দিলে ক্ষোভ দানা বাঁধে বাংগালীদের ভেতর । ক্রমশ: রূপ নেয় তা আন্দোলনে । প্রথমে সত্যাগ্রহ । তারপর স হিংস । আন্দোলনের চুড়ান্ত পর্বে 19 মে পুলিশ গুলি চালায় মিছিলে ।
শ হীদ হন কমলা ভট্রাচার্যস হ মোট 11 জন । রাজ্য সরকার শেষ পর্যন্ত সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয় ।

দেয়াল গড়ে উঠে, মানচিত্র বদলে যায় --- তবু রফিক,জব্বার ,কমলা র মতো ভাই বোনেরা আমাদের মাথা নত না করতে শেখায় ।

আভূমি আনত শ্রদ্ধা একুশে -উনিশের সকল ভাষা শহীদের জন্য ।


মন্তব্য

তাপস শর্মা এর ছবি

ধন্যবাদ মোরশেদ ভাই।
কমলা ভট্রাচার্য-ই প্রথম নারী ভাষা শহীদ।

ভাষাকে সালাম। চলুক

তাপস শর্মা এর ছবি

ধন্যবাদ মোরশেদ ভাই।
কমলা ভট্টাচার্য-ই ইতিহাসের প্রথম নারী ভাষা শহীদ।

ভাষাকে সালাম। চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।