। । ফিরে আসে জীব্রান । । অভিনন্দন ঝরাপাতা

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শুক্র, ২৭/১০/২০০৬ - ৯:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


ক'দিন ব্লগে ঢুঁ মারা হয়নি নিজস্ব ব্যস্ততার জন্য ।
ফিরে এসে জানলাম , স হ ব্লগার ঝরাপাতা আরেকটা সিঁড়ি পেরিয়েছেন ।
অভিনন্দন ঝরা ।

প্রিয় কিছু কথা, এই কবি বন্ধুটির জন্য

******************************************

193 । ।
হ্যাঁ, নির্বান রয়েছে নিশ্চয়ই,সবুজ
মাঠের মধ্যে নিরন্তর ঘুমিয়ে পড়ায় ,
শিশুটিকে ঘুম পাড়ানোয়,
অথবা তোমার কবিতার শেষ স্তবকটি
লিখে ফেলার মধ্যে----

204 । ।
তোমার গোপনতম কথাগুলি নিভৃতে
বাতাসের কানে উন্মোচিত যদি কর, অত:পর
বাতাসকে দোষ দিওনা,
যদি বাতাস বৃক্ষের নিকটে গিয়ে
সেইসব উন্মোচিত করে------

208 । ।
পন্ডিত এবং কবির মধ্যে একটি বিস্তীর্ণ
হরিৎ ক্ষেত্র পড়ে থাকে,
পন্ডিত সেই ক্ষেত্র অতিক্রম করলেই তিনি
প্রকৃত জ্ঞানী হয়ে উঠেন,
আর কবি সেটি অতিক্রম ক'রে
ঈশ্বর প্রেরিত হয়ে যান ।

[ছবিসূত্র:নেট]


মন্তব্য

ঝরাপাতা এর ছবি

এই পোস্টটা আমি কেন মিস করছিলাম সেই দু:খে কিছুক্ষণ আঙ্গুল কামড়াইলাম। এতো সুন্দর উপহারের কি যোগ্য আমি। ধন্যবাদ হাসান ভাই, অনেক অনেক ধন্যবাদ।


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।