ব্যক্তিগত নাব্যতা

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: রবি, ২০/০১/২০০৮ - ২:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:

'সমস্ত নদীপথ বন্ধ হয়ে যাচ্ছে' -ঘোষনা দিয়ে শোকাতুর হলেন জলপোতের অধিপতি ।
তাবৎ পতিদের অবিশ্বাসে কোন ক্ষতিবৃদ্ধি নেই নিরীহ নাগরিকের,তবু এই বেলা দেখি-ঠিকই আছে;
আমার শৈশবের পাশ ঘেঁষে বয়ে যেতো যে স্রোতস্বিনী সে আজ বড় জীর্নপ্রিয়,যদি ও তদানীন লাবন্যহীন
বালিকাগন ইদানিং হয়েগেছেন সুশোভন মাংসের প্যাকেট।
ঝলক ও ঝিলিকে তারা বড় জমকালো,হাস্য ও লাস্যে অহেতুক গড়াগাড়ি তবু বহমান নয়,তবু স্রোতস্বীনি নয়,তবু বড় নাব্যতাহীন ।

এইসব ব্যক্তিগত শোকে জলপোত বন্দরে ফিরে গেলে এইবার বলি-গোপনে কিন্তু জল বাড়ছে কোথাও...
কোথাও ফিরেছে নাব্যতা,পাড় ভাঙ্গার তীব্র সম্মোহনে প্রতিরোধহীন কেউ ।
আমি তলিয়ে যাবার প্রহর গুনছি এবার ।।




***শানে নুযুল
----------------
দীর্ঘ ক'দিন কবিতা আমাকে ধরা দেয়নি । গদ্য নিয়ে ব্যস্ত ছিলাম । গদ্য নির্মান করা যায়,কিন্তু কবিতা বড় স্বৈরিনী। নিজ থেকে ধরা না দিলে কিচ্ছু করার নেই!
আমি ও তাই কিছুটা কৌশলী হয়েছি । সরে গেলে আমি মিছে ডাকাডাকি করিনা । 'ইচ্ছে হলে ফিরে এসো,ইচ্ছে না হলে ও আপত্তি নেই'

দেশে যাবার গোছগাছ শেষ করে ঘুমোতে গেলাম প্রায় শেষ রাতে । ঘন্টা দুয়েক ঘুমের মাঝে টের পেলাম সেই স্বৈ্রিনীর ডানা ঝাপ্টানো ।
ঠিকাছে -এলেই যখন স্পর্শ করলাম ।

এবার এক কাপ কালো কফিতে চুমুক দেয়া যায় ।

জানুয়ারী ২০,২০০৮
বিলেতের ঘড়ি সকাল ৮ ।


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি

এরকম দুরে থাকাটাই ভাল। যখন ধরা দেবে তখন মন উজাড় করে ধরা দেয়...

ভুল সময়ের মর্মাহত বাউল

ধুসর গোধূলি এর ছবি

- যাত্রা শুভ হোক দাদা।
শুভ হোক তদাবস্থান এবং নিজের ছোট্ট নীড়ে ফিরে আসা।
_________________________________
<সযতনে বেখেয়াল>

শেখ জলিল এর ছবি

কবিতার শব্দপরী বেশ ভালোভাবেই ছুঁয়েছে হাসান মোরশেদকে। বেশ ভালো লাগলো কবিতাটি। সব ক'টি লাইন, শব্দ পারফেক্ট!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

স্বৈরিনী (রিনি কিংবা ঋণী না, ভাগ্যিস) ভালো নাজিল করায়।

ভ্রমণ আনন্দময় হোক।

ফারুক হাসান এর ছবি

পানপর্বের মচমচে কবিতা!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

ঝরাপাতা এর ছবি

সবই কি মাংসের প্যাকেট??
পানপর্ব যথারীতি সেরকম।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

সুমন সুপান্থ এর ছবি

তবু বড় নাব্যতাহীন !
ধন্যবাদ (আবুল ) হাসান মোরশেদ

---------------------------------------------------------
নীল সার্ট নেই বলে কেউ আমাকে নাবিক বলেনি !
অথচ সমুদ্রে-ই ছিলাম আমি

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।