পানপর্ব-৯

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: মঙ্গল, ২৭/০১/২০০৯ - ৯:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

দু'পেগ বেইলিস ক্রীমের উপর দু টুকরো সাদার বরফ ।
তার উপর গড়িয়ে পড়া আরো দু'পেগ ব্রান্ডি । সোনালী রঙয়ের ব্রান্ডি সাদা বরফের উপর ছড়িয়ে পড়তে পড়তেই- ওটা আলেক্সান্ডার ।
বেইলিস আলেক্সান্ডার ।

আলেক্সান্ডার উঠে দাঁড়ালেন ।
উত্তর থেকে হাওয়ার ঘোড়ায় সৈন্য পাঠালেন মহান স্কটিশ পর্বতসারি । দক্ষিনে আইরিশ সাগরের ডলফিনেরা হয়ে গেলো রণতরী । আলেক্সান্ডার হাত বাড়ালেন । আর্তনাদে উড়ে গেলো একদল নিরীহ সি-গাল ।

চা-বাগানের হাড়িয়ায় চাঁদ ধরেছিলো যারা, সি-গালের ডানায় মৃত তাদের পালক । বোকা কিশোরের দল , বহুমুল্য পরিশোধে সত্য জেনেছে পরে - হাড়িয়া ফুরোলে চাঁদকন্যা ফিরে যায় রাতবনিকের ঘরে ।

এইসব অহেতুক মনে পড়ে গেলে হাওয়ার ঘোড়ারা ফিরে যায় পর্বতের সু-উচ্চতায়, ডলফিনেরা আবার শিষ দিয়ে খেলা করে একদল শিশুদের সাথে । সি-গালেরা দূরে যেতে যেতে মন্ত্র জপে শুভাশিষের মতো ।

চাঁদকন্যা প্রান ফিরে পেলে একাকী আলেক্সান্ডার পাখী হয়ে গেলেন ।
চুমুকে এবার তার মোহ ও মুগ্ধতা ।।

----------------------------------------------------------

(বহুদিন পর পানপর্বের নতুন লেখা ধরা দিলো ।
এই লেখাটা বন্ধু সুবর্ণা সেঁজুতি'র সম্মানে )


মন্তব্য

রণদীপম বসু এর ছবি

আহা, বিপিন বাবুর কারণ-সুধা..!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

হাসান মোরশেদ এর ছবি

আহারে কিশোর'দা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

পলাশ দত্ত এর ছবি

শোনেন মোরশেদ, ফাইজলামির একটা সীমা আছে। এই লেখা এইটুকুতে শেষ ক্যান? রেগে টং রেগে টং রেগে টং রেগে টং

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

হাসান মোরশেদ এর ছবি

ধুর মিয়া কবি ।
সবই তো সীমা-পরিসীমার জালে আটকে গেছে ।
অন্ততঃ ফাইজলামীটাকে অসীম রাখি হাসি
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অতন্দ্র প্রহরী এর ছবি

চলুক

খুব খুউব মুগ্ধ হলাম।

পানপর্বের এই প্রথম কোনো পর্ব পড়লাম। বাকি পর্বগুলোও পড়ে ফেলব এখন।

হাসান মোরশেদ এর ছবি

কৃতজ্ঞতা ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আহ্... অনেক দিন পর পানপর্ব পড়লাম।
আর অনেকদিন পর বেইলিস-এর কথা মনে পড়লো। অনেকদিন বেইলিস পান করি না... মন খারাপ

______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আহা...

সবজান্তা এর ছবি
সুমন সুপান্থ এর ছবি

হাসান মোরশেদ সাহেব কে পাওয়া গেলো আগের ফর্মে ।

( আহা রে আমাদের যদি এমন সম্মান জানাতো কেউ !!)

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

জ্বিনের বাদশা এর ছবি

যাক! অনেকদিন পর আবার পানপর্ব শুরু হলো ...চলুক
অদ্ভুত ব্যাপার হলো, গতকালই কিছু কবিতা পড়তে পড়তে মনে হচ্ছিলো মোরশেদ ভাইকে শীগগিরই একটা গুঁতো (জ্বিনদেরও শিং থাকে চোখ টিপি) দিতে হবে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

পান্থ রহমান রেজা এর ছবি

দারুণ সুন্দর।

s-s এর ছবি

যদিও বেইলিস আমার চরম অপছন্দের ড্রিংক গুলোর মধ্যে একটা, বোধ করি দুধে আর মদে না মেলানোর কথা শাস্ত্রে যা বলে তাই আমি অক্ষরে অক্ষরে পালন করি হাসি কিন্তু অনেকদিন পড় আপনার লেখা পেয়ে মনটা ভরে গ্যালো। আমাকে প্রদত্ত সম্মানটুকু বিনম্র মুগ্ধতায় গ্রহণ করলাম --- --- ---

কবিতার শীতনিদ্রা থেকে ওয়েলকাম ব্যাক।

শুভাশীষ

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

কীর্তিনাশা এর ছবি

বেইলিস খাইতে মঞ্চায় মন খারাপ

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সুমন চৌধুরী এর ছবি
সুমন চৌধুরী এর ছবি
সুমন চৌধুরী এর ছবি

পুরা ইসসিরে টাইপ



অজ্ঞাতবাস

তানবীরা এর ছবি

বেইলিসের সাথে ব্র্যান্ডি, শুনিনি কখনও

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।