বিদায় সঞ্জীব

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: সোম, ১৯/১১/২০০৭ - ৫:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সঞ্জীব চৌধুরী (২৫শে ডিসেম্বর, ১৯৬৪ - ১৯শে নভেম্বর, ২০০৭): সেই ভাবনায় বয়স তার আর বাড়ে না

অঙ্কণ: সুজন চৌধুরী, ১৯শে নভেম্বর, ২০০৭


মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি

সঞ্জীব চৌধুরীকে শ্রদ্ধা



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

হাসান মোরশেদ এর ছবি

-----------------------------------------
'জলপ্রিয় হে যুবক, তোমার ভিতরে এত
ভাঙনের পতনের শব্দ শুনি কেন!'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নিঘাত তিথি এর ছবি

হায়, মিরাকল সত্যি হলো না...
চলেই যেতে হলো তাকে?
হায়...হায়...হায়...হায়...হায়...
এটা কি হলো?
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

ধ্রুব হাসান এর ছবি

'তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ/ বায়োস্কোপের নেশা আমায় ছাড়ে না'............বিদায় সঞ্জীব, তোমার গানের নেশা যেন ছাড়ে না আমাদের......বিদায়...৪৩ বছরের সার্থক জীবন তোমার......করার ছিল আরো অনেক কিছুই, করা হলো না; তবে যা কিছু করে গেলে তাও অমূল্য ! ......বিদায় তোমায়!

কেমিকেল আলী এর ছবি

------------------------------------------

মুজিব মেহদী এর ছবি

তাঁর দেহটা চিকিৎসাবিজ্ঞানকে আরো সমৃদ্ধ করুক। তা যেন যে কাউকে কোমা থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয়।

....................................................................
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

আরিফ জেবতিক এর ছবি

সঞ্জীব চৌধুরী (২৫ ডিসেম্বর,? - ১৯শে নভেম্বর, ২০০৭):

ধাকাশহর এর ছবি

সঞ্জীব চৌধুরীর জন্যে রইল শ্রদ্ধা, আর হৃদয়ে রইল তার গানের রুঙ্গের মেলা।

কনফুসিয়াস এর ছবি

দোলে ভাটিয়ালি এ নদী রূপালী, ঢেউয়ের তালে নৌকা বাজাও... ।

-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সুজন চৌধুরী এর ছবি

একবারো মনে হয়নি লোকটাকে চিনতাম না।
আশ্চর্য !!
পোর্ট্রেট করতে করতে অনুভব করলাম,
কারো চেয়ে কম চিনি না ওঁকে।
একটা অদ্ভূত বন্ধন তৈরী হল যেন
আমার আর অ-ধরার ।

____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

কারুবাসনা এর ছবি

শ্রদ্ধা...


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

দুর্বাশা তাপস এর ছবি

বিদায়..........

==============================
আমিও যদি মরে যেতে পারতাম
তাহলে আমাকে প্রতি মুহূর্তে মরে যেতে হত না।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কার ছবি নেই, কেউ কি ছিল, এই ভেবে ডুবে গেছে চাঁদ।
নষ্ট সময়ের নাম না জানা এক ভক্তের শ্রদ্ধা, প্রিয় সঞ্জীব চৌধুরী।

নজমুল আলবাব এর ছবি
ইরতেজা এর ছবি

শ্রদ্ধা

_____________________________
টুইটার

মাশীদ এর ছবি

আমি তোমাকেই বলে দেব
কী যে একা দীর্ঘ রাত
আমি হেঁটে গেছি বিরান পথে...........

এখনো বিশ্বাস-অবিশ্বাসের মাঝামাঝি আছি। মানতে পারছি না কোনভাবেই। এরকম তো হওয়ার কথা ছিল না!


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

অতিথি লেখক এর ছবি

এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ
মরণে তাহাই তুমি করে গেলে দান

সঞ্জীবদা নেই এই কথাটা এখনো বিশ্বাস করতে পারছিনা।

--সু

তারেক এর ছবি

............................................................

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

বিপ্লব রহমান এর ছবি

শ্রদ্ধা।...

(জীবনের কি মারাত্নক অপচয়!)


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সৌরভ এর ছবি

বুকের পাঁজরে কষ্ট।


আবার লিখবো হয়তো কোন দিন

অতিথি লেখক এর ছবি

সঞ্জীবদা'র কথা আর কি লিখব?মনে পড়ে একটা গান লিখা প্রতিযোগিতায় সঞ্জীব দাদার বিচারে আমি প্রথম হয়েছিলাম।দাদা প্রথম দুই লাইন লিখে দিয়েছিলেন "ভাঙ্গাচোরা একটি মানুষ আগুন রাঙ্গা পাথর ভাঙ্গে"দলছুটের জন্য এই গানটি লিখা হয়েছিলো।দাদা।আপ্নিই কি সেই আগুন রাঙ্গা মানুষ?আমাদের এই ভাবে ভেঙ্গে চলে গেলেন?
দাদা,এখন আর কাঁদতে ইচ্ছা হয়না,ভাল্লাগেনা ।মনে আছে আপনার শেই গান?"তবে দিন হোক লাবন্য ,রিদয়ে শ্রাবণ?"

অনেক শ্রাবন নিয়ে বসে আছি দাদা,একদম শেষ করে দিলেন।একদম...

-নিঝুম

বিপ্রতীপ এর ছবি

বড্ড তাড়াতাড়ি দলছুট হয়ে গেলেন...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…

shovon এর ছবি

"চোখটা এতো পোঁড়ায় কেন? ও পোঁড়া চোখ সমুদ্রে যাও
সমুদ্র কি তোমার ছেলে,আদর দিয়ে চোখে মাখাও।"
শ্রদ্ধা...
--- এই ভাবে তো চলে যাবার কথা ছিল না, সঞ্জীব'দা!!

অভিজিৎ এর ছবি

আমাকে অন্ধ করে দিয়ে গেল চাঁদ ...
আমাকে নিঃস্ব করে দিয়ে গেল চাঁদ ...

======
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

দ্রোহী এর ছবি

বিদায় সঞ্জীবদা !


কি মাঝি? ডরাইলা?

বিবাগিনী এর ছবি

এইরকম কিছু যখন হয়,কিছু ভাললাগেনা।সব ভাংচুর করতে ইচ্ছা করে।সব!!
‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

কড়িকাঠুরে এর ছবি

...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।