প্রবাসে দৈবের বশে ০২৩

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: রবি, ০২/১২/২০০৭ - ৪:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:


আজ থেকে প্রায় বছর ছয়েক আগে হঠাৎ খুব নিঃসঙ্গ হয়ে পড়তে হলো। সে এক দুর্বিষহ অনুভূতি, মনে হয় বিরান তেপান্তরের মাঝে দাঁড়িয়ে আছি।

নিঃসঙ্গতা কাটানোর জন্য প্রথম ঔষধ হতে পারে ব্যস্ততা। ব্যস্ত ছিলাম এমনিতেই, ব্যস্ততর হয়ে পড়লাম। এটা করি, সেটা শিখি, অমুক জায়গায় যাই, তমুক সংঘে কাজ করি। কাজ হতে চায় না।

সময়ের সাথে নিঃসঙ্গতার তীব্রতা কমে আসে, বোধ করি আসক্তিও জন্মায় তার প্রতি। একদিন মনে হলো, অন দিস রক আই উইল বিল্ড মাই চার্চ, এই নিংসঙ্গতার প্রস্তরেই তাহলে মন্দির রচিত হোক। যা কিছু নিয়ে ব্যস্ত ছিলাম সাময়িক নিদান হিসাবে, সেগুলির প্রতি একটা ভালোবাসা জন্মে গেলো। নিজের মতো করে চলি, ফিরি, আর মাঝে মাঝে লিখি। নিঃসঙ্গতার অনুভূতিটাও ভয়ঙ্কর থেকে ধীরে ধীরে মৃদু হয়ে চেনা মানুষের মতো হয়ে পড়লো, হয়তো রোজই দেখি, কিন্তু গা করি না।

প্রবাসের শীতের শুরুতে কিন্তু মাঝে মাঝে এই বোধ আবারও ফিরে আসে। হয়তো রাতে ঘুম ভেঙে গেলে সেই প্রাচীন অতীত নিঃসঙ্গতাকে দেখি, নিরভিমান বিতাড়িত বেড়ালের মতো আবারও পথ চিনে ফিরে আসে আমার কাছে, অন্ধকারে নীরব জ্বলন্ত চোখ নিয়ে তাকিয়ে থাকে আমার দিকে।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

"কেন এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা?
কেউ না জানুক কার কারনে...."
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

শাহীন হাসান এর ছবি

নি:সঙ্গতা জীবনেরই যোগসূত্র মনে হয়...
....................................
বনের বেঞ্চিতে ওম শান্তি!

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

সুমন চৌধুরী এর ছবি

এরম অনুভুতি হয়। অনেকবারই হইছে। শীত শুরু হইলে অনুভুতিগুলাও ক্ষৌরি হইতে থাকে।একটা থিকা আরেকটার কাঁটা কম্পাস মাপা দূরত্ব। dreams watching eachother narrowly......



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

হাসান মোরশেদ এর ছবি

ঠিক এরকমই ।
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সবুজ বাঘ এর ছবি

তাই না? খালি কাড়মায়?

হিমু এর ছবি

আরে বাঘা! সুন্দরবনে শুনলাম তোমার বডি ভাইসা উঠছে?


হাঁটুপানির জলদস্যু

হাসিব এর ছবি

কিজানি বাবু । আমি তো একা ফিল করার সময়ই পাই না !

হিমু এর ছবি
দুর্দান্ত এর ছবি

ভাইসাহেব, ঢাকায় খবর দেন।
উনাদের পাত্রী দেখার টাইম হইসে মনে হয়।

হিমু এর ছবি

ধন্যবাদ! আপনি বুঝদার মানুষ। রতনে রতন চেনে। আসল কথা হচ্ছে ভাল্লাগেনা, হে হে হে ...।


হাঁটুপানির জলদস্যু

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ইদানিং মন-খারাপ-করা লেখার আধিক্য লক্ষ্য করা যাচ্ছে সচলায়তনে। আপনার লেখাও যোগ দিলো সেই দলে!

আপনার সেইসব লেখাই পড়তে ভালোবাসি, যেগুলো পড়ার সময় আমার ঠোঁটের কোণে মুচকি হাসি লটকে যায়।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।