প্রবাসে দৈবের বশে ০৪২

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বুধ, ০২/০৭/২০০৮ - ৬:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:

probashe

১.
পরীক্ষার মৌসুম চলছে। সচলের জন্মদিনেই ছিলো প্রথম পরীক্ষা, বৈশ্বিক শক্তিপরিস্থিতি ও পরিবেশগত ফল। পরীক্ষা খারাপ হয়নি। আরো কতগুলি ফাও ভ্যাজালে আটকে ছিলাম, সেগুলির হাত থেকেও বেশ বিস্ময়করভাবে মুক্তি পেয়েছি ৩০শে জুন। একসাথে এতগুলি সুখবরের সমাপতন হবার পর হের চৌধুরীকে ফোন দিয়ে জানলাম, তাঁরও পরিসংখ্যান দ্বিতীয় ভাগ পরীক্ষা শেষ। সচলের প্রথম বর্ষপূর্তি উদযাপন করার জন্যে তাই গেলাম টেগুটে, কড়া পানীয় কিনতে। টেগুটে হাভানা ক্লাবের ওপর বিশেষ ছাড় ধরা হয়েছে, চৌধুরী আর আমি দু'জনেই বেশ রামনিষ্ঠ বলে হাভানা ক্লাবই কেনা হলো।

এরপর হানা দিলাম রুশ দোকানে। কাসেলে ভালো মাছ খুব বেশি জায়গায় পাওয়া যায় না, জার্মান মাছ খেতে চাইলে রেয়াল, আর নাম না জানা সব মাছ খেতে চাইলে রুশ দোকানই আমাদের গন্তব্য। যদিও মাছ নয়, নিষিদ্ধ মাংসের খোঁজেই সেখানে যাওয়া, কিন্তু বোতল বিভাগের সামনে আমি আর চৌধুরী ট্যুরিস্টের মতো দাঁড়িয়ে গেলাম। ঠিক করলাম, এ ব্যাপারে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া এগোনো ঠিক হবে না। চৌধুরী মস্তোভস্কায়া আর স্তলিচনায়ার ভক্ত, কিন্তু রুশ দোকানে সেগুলি পাওয়া যায় না। অতএব, বিশেষজ্ঞ হিসেবে সংসারে এক সন্ন্যাসীর পরামর্শ নিয়েই পরবর্তী পরিস্থিতিতে আবার এখানে খোঁজ নেয়ার পরিকল্পনা চূড়ান্ত করে পৌনে এক কেজি বদমাংস বগলদাবা করে আবার রামের কাছে ফিরে গেলাম। আজ সচল খুলে দেখি আমরা একা নই, আরো অনেকেই কিছু কিছু পান করেছেন।

ভাজা বদমাংস দিয়ে আধবোতল রাম খেয়ে মাতাল হওয়া যায় না, কিন্তু মনটা খুশি হয়ে যায়। পয়লা জুলাই তাই বেশ খুশিই ছিলাম। ভবিষ্যতে, ভাবছি, বাঈজীর নাচসহ এই পানভোজন করা যায় কি না।

২.
গত একমাসে বিভিন্ন ক্লান্তিকর ও উদ্বেগজাগানিয়া কাজের ফাঁকে ফাঁকে দেখলাম বেশ কিছু সিনেমা। কুং ফু পান্ডা দারুণ লেগেছে, ক্লাসিক কিছু হংকং সিনেমার কাছ থেকে কিছু আইডিয়া ধার করা হলেও সব মিলিয়ে চমৎকার অ্যানিমেশন হয়েছে। ভালো লেগেছে ইন ব্রুঝ, বেলজিয়ামের ব্রুঝ শহরে তিন আততায়ীকে নিয়ে কাহিনী। পুরনো কিছু হলিউড ক্লাসিক দেখলাম, চমৎকার লেগেছে শ্যারেইড, অড্রি হেপবার্নকে যতবার দেখি ততবারই মুগ্ধ হই। খুঁজছিলাম জন ক্লিজের কিছু না দেখা কমেডি, কেবল ক্লকওয়াইজ খুঁজে পেলাম, ভালো লেগেছে দেখে। আ ফিশ কল্ড ওয়্যান্ডা অনেকবার দেখেছি, আবার দেখতে চেয়েছিলাম স্প্লিটিং হেয়ার্স আর ইয়েলোবেয়ার্ড, কিন্তু খুঁজে পেলাম না। বহু পুরনো ক্লাসিক কমেডি ইটস আ ম্যাড, ম্যাড, ম্যাড, ম্যাড ওয়ার্ল্ড আর অ্যাডভান্স টু রিয়ার খুঁজে পেয়ে দেখলাম। খুঁজছিলাম শন কোনারি অভিনীত দুর্দান্ত কমেডি দ্য গ্রেট ট্রেন রবারি, কিন্তু পাইনি। কুবরিকের ড. স্ট্রেঞ্জলাভঃ হাউ আই লার্নড টু স্টপ ওয়রিইং অ্যান্ড লাভ দ্য বম্ব আর ফুল মেটাল জ্যাকেট দেখলাম আবারও।


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

এহ্ এত্তো সিনেমা দেইখা ফালাইছেন! আমি তো গত এক মাস ধরে খালি সচল দেখি। সচল আমার অন্য সবকিছু অচল করে দিল।
----------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অয়ন এর ছবি

আপনার প্রবাসে দৈবের বশে কেমন যেন বুড়ো এবং ছোট হয়ে যাচ্ছে মন খারাপ

হিমু এর ছবি

স্বাভাবিক। আমিও দিনকে দিন বুড়া হচ্ছি। কিছুদিন পর অণুব্লগের দিকে সুইচ করবো ভাবছি। দুনিয়াজুড়া পচুর গিয়ানজাম।


হাঁটুপানির জলদস্যু

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

এমন মৌজ করতে পারলে মরণরে কইতাম- অন্য রাস্তা দ্যাখ!

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আপনি তো, মনে হচ্ছে, প্রবাসে চলচ্চিত্রের বশে! কখন দ্যাখেন অ্যাতো সিনেমা!

ফুল মেটাল জ্যাকেট - মনে করিয়ে দিলেন লোহার জাঙ্গিয়ার কথা দেঁতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

দ্রোহী এর ছবি

ওহে হিমু ওয়াল.ই দেখে ফ্যালেন। হলে গিয়েই দেখেন। গত বছর কয়েকে এত আনন্দ আর কোন ছবিতেই পাই নি।


কি মাঝি? ডরাইলা?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আজকে কাজের চাপ বেশি... এই ঘরে আমি কাজ করি... পাশের ঘরে বউ সিনেমা দেখে... আমারে লোভ দেখাইলো... কিন্তু আমি নিরুপায়... আরো লোভ দেখাইলো ঘরে সঞ্চিত পেগকয়েক জরিনারও... সেইটাতেও সারা দিলাম না...
এত কাজের ভিড়েও সচলে আসি কাজে ফাঁকি দিয়া... এইখানেও আপনের সিনেমা আর রামের গল্প... সাথে বদ মাংস ফাঁও?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সবজান্তা এর ছবি

হিমু ভাই, দ্রোহীদা ওরফে ভূতোদার কথাটা কিন্তু আসলেই ঠিক। আমি ওইদিন নেটে দেখলাম, ওয়াল-ই র রেটিং ভয়াবহ। সিনেমাতো মারদাঙ্গা হিট। এখনো ডিভিডি প্রিন্ট পাই নাই।

আপনি দেখে ফ্যালেন, আর DivX কিংবা XviD ফরম্যাটে ডাউনলোড লিঙ্ক পেলে আমাকে একটু মেইল করে দিয়েন।

কুবরিকের ক্লকওয়ার্ক অরেঞ্জ দেখেছেন ? দেখে না থাকলে, যখন দেখবেন তখনকার জন্য আগাম (বিপ্লব)


অলমিতি বিস্তারেণ

ধুসর গোধূলি এর ছবি

- কমেডি ফিল্মের একটা আর্কাইভ করোন যায় কিনা দেইখেন ভাইয়েরা। দুনিয়াজুড়া পচুর গিয়ানজামের মইধ্যেও ইদানিং খালি হাসতে মন চায়।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

হিমু এর ছবি

তাহলে এই ছবিগুলি দ্যাখ।

  • Young Frankenstein
  • Dracula, Dead and Loving It
  • Road to Wellville
  • Death at a Funeral
  • I want Candy
  • Everyone Says I Love You
  • Top Secret!


হাঁটুপানির জলদস্যু

দুর্দান্ত এর ছবি

জন ক্লিজ কে ভাল লাগলে ফলটি টাওয়ারসের ১২ পর্ব আবার খতম তারাবি করে দেখতে পারেন। ফিশ কল্ড ওয়ান্ডার সিকুয়াল 'ফিয়ার্স ক্রিচার্স'ও ভাল লাগতে পারে। আর যদি পুরো মন্টি পাইথন গংকেই ভাল লাগে, তাহলে তাদের পাঁচটি ফিল্মই বহুবার দেখা যায়, তবে এগুলোর সাথে সিডার-ভাইসেভুর্স্ট, রামের চাইতে ভাল কাজে দেবে। আপনাদের ওখানে মনে হয় সিডার কে উইত্স বা আপফেলভাইন বলে।

হিমু এর ছবি

আপফেলভাইন ভাল্লাগে না বস। ভাইসভুর্স্টের সাথে ভাইসবিয়ার নিয়া বসুমনে।


হাঁটুপানির জলদস্যু

দুর্দান্ত এর ছবি

আয়িংগারের ব্রাউ-ভাইস, সেই কবের কথা, আজও জিবে জল এসে গেল।

অতিথি লেখক এর ছবি

লেখাটার শিরোনাম পড়ে নবনীতা দেবসেনের একটা বইয়ের নাম মনে পড়তেছে। বইটা একটা উপন্যাস। নাম? "প্রবাসে দৈবের বশে"।

হিমু এর ছবি

জানতাম না, জেনে ভালো লাগলো। ধন্যবাদ। আমি জানতাম এটা মধুকবির একটা সনেটের একটি পংক্তির প্রথমাংশ। নাম? মনে পড়ছে না।


হাঁটুপানির জলদস্যু

আলমগীর এর ছবি

ভাইরে
আপনের তো তাও একটা মাইলস্টোন আছে, পরীক্ষা দেন পাস করেন। ক্রেডিট পুরা হইব, খেল শেষ।

আমি গত তিন বৎসর ধইরা গুতাই, কোন অগ্রগতি মাপতে পারি না। খালি জানি একখানা থিসিস লেখতে হইব।

অমিত আহমেদ এর ছবি

আমি স্টারট্রেক প্রথম থেকে দেখা শুরু করেছি আবার। ইনট্রিগিং চোখ টিপি!


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।