জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধানের কি বিদেশী প্রতিষ্ঠানের দেশীয় প্রতিনিধি হবার অধিকার আছে?

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শনি, ৩০/০৫/২০০৯ - ৩:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাংলাদেশের ভূমি ব্যবহার করে আসামের গেরিলাবাহিনী উলফার জন্যে ১০ ট্রাক অস্ত্র পাচারের ঘটনার তদন্ত চলছে, চুনোপুঁটি থেকে শুরু করে রাঘব বোয়াল সবাইকে ধরে জিজ্ঞাসাবাদ চলছে এখন।

রাষ্ট্রীয় নিরাপত্তা প্রতিষ্ঠান এনএসআই-এর তৎকালীন প্রধান ব্রিগেডিয়ার (অব) রহিম আদালতের কাছে স্বীকারোক্তিতে বলেছেন, তিনি এনএসআইয়ের প্রধান হিসেবে কর্মরত অবস্থায় সস্ত্রীক দুবাই গিয়ে এআরওয়াই নামে একটি দুবাইভিত্তিক পাকিস্তানী প্রতিষ্ঠানের এআরওয়াই ও কিউটিভি নামে দু'টি টেলিভিশন চ্যানেলের বাংলাদেশ প্রতিনিধি হবার ব্যাপারে আলোচনা করেছিলেন।

এআরওয়াই আইএসআইয়ের কাভার সংস্থা কি না, উইং কমান্ডার সাহাবউদ্দিনের ভাষ্যমতে পাকিস্তান হাইকমিশন এই অস্ত্রপাচারের সাথে জড়িত কি না, তা নিয়ে তদন্তকারী কর্মকর্তাগণ ঘাঁটাঘাঁটি করবেন। আমি বিস্মিত, রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ পদে কর্মরত একজন কর্তা কিভাবে বিদেশী একটি প্রতিষ্ঠানের দেশীয় প্রতিনিধি (একটি লাভজনক পদ) হবার আশা পোষণ করতে পারেন, তা জেনে। আমি যতদূর জানি, রাষ্ট্রের কোন কর্মচারী সে দায়িত্ব পালনকালে অন্য কোন প্রতিষ্ঠানে লাভজনক পদে দায়িত্ব পালন করতে পারে না।

দুইদিন পর হয়তো দেখবো, অন্য কোন বাহিনীর প্রধান মহোদয় ডিসকভারি চ্যানেলের দেশীয় এজেন্সি হস্তগত করতে অন্য দেশে ছুটছেন। কিংবা কোন সচিব দপ্তরে বসে ইএসপিএনে খেলা দেখতে দেখতে হঠাৎ একদিন তিন দিনের ট্যুরে যাবেন এর স্থানীয় এজেন্ট হতে। আমাদের সরকারের কর্তাদের জন্য কি কোন রুলস অব বিজনেস প্রযোজ্য নয়? নাকি তাঁরা এগুলোকে আদৌ পোঁছেন না?

বিরোধী দলীয় নেত্রীর ওপর গ্রেনেড হামলা হয়, দেশের ৬৪ জেলায় একসঙ্গে বোমা ফাটে, বিডিআরে সশস্ত্র অভ্যুত্থান ঘটে, গোয়েন্দারা কিছুই জানতে পারেন না। এর কি একটা কারণ এমন হতে পারে, যে তাদের দপ্তরের প্রধানেরা শুধু টেলিভিশন দেখেন আর সরকারের খরচে অন্য দেশে ভ্রমণ করতে যান বিদেশী প্রতিষ্ঠানের দেশীয় এজেন্ট হবার আগ্রহ নিয়ে?

টিভির নেশা বড় খারাপ।


মন্তব্য

সাইফ এর ছবি

হিমুদা, বড়ই নির্মম সত্যি, দুর্নীতির বেড়াজাল কেটে বের হয়ে আসতে গেলে আমাদের দেশের anti-corruption AKA দুর্নীতি দমন কমিশনকে আগে ঠিক করতে হবে, তাছাড়া কোন পথ নাই।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আমাদের সরকারের কর্তাদের জন্য কি কোন রুলস অব বিজনেস প্রযোজ্য নয়? নাকি তাঁরা এগুলোকে আদৌ পোঁছেন না?

সেটাই...

ধুসর গোধূলি এর ছবি

- এইটা একটা কথা হইলো?
এতোক্ষণে তাইলে ক্লিয়ার হইলো বিডিআর ঘটনায় কেনো আগাম কোনো তথ্য গোয়েন্দা সংস্থা পায় নাই। নিশ্চই কর্তা ব্যক্তিরা সবাই লাইন দিছিলো বিভিন্ন কোম্পানীর লোকাল এজেন্ট হবার জন্য। আর ফিল্ড এজেন্টরা সব ব্যস্ত ছিলো নিজেদের সিভি আপডেটে। বড় কর্তা ডিলারশিপ নিয়ে এলে ওখানে এক্সিকিউটিভের দরকার হবে না!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

গৌতম এর ছবি

টিভির নেশা বড় খারাপ।
-- ঠিক কথা।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

দ্রোহী এর ছবি

সবই মাসুদ রানার দোষ। সে একাই কোপায়, আর কাউরে ভাগ দেয় না। বাকি লোকজন তো ক্ষেপবেই!!!!!!!

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

একমত

স্বপ্নের ফেরিওয়ালা  [অতিথি] এর ছবি

এটা সব সম্ভবের দেশ...এই যেমন টিপাইমুখ বাঁধ নির্মাণ নিয়ে বেশ কয়েকজন মন্ত্রীদের বক্তব্য শুনে বোঝার উপায় নাই তাঁরা কোন দেশের মন্ত্রী ঃ(

~
(স্বপ্নের ফেরিওয়ালা – )

সিরাত এর ছবি

সবচেয়ে অবাক ব্যাপার এটাই যে এত পদস্থ কর্মকর্তার জবানবন্দিতে এ কথা শোনা গেল। এ নিয়ম আমি যদ্দুর জানি বেশিরভাগ ক্ষেত্রেই মানা হয়। সমস্যা হল, হয়তো খুব উঁচু পর্যায়ে, যেখানে আসলে মানা দরকার, সেখানে কয়েক জায়গায় হয়তো মানা হয় না। আরেকটা হতে পারে এ ব্যাটা ডেসপারেট বলে যা মনে আসছে তা-ই বলছে, আসলে হয়তও হলেও ব্যাপারটা লুকিয়ে হয়।

যাই হোক, এটার কড়া এনফোর্সমেন্ট দরকার, এই হল আসল কথা।

পলাশ দত্ত [অতিথি] এর ছবি

টিভির নেশা বড় খারাপ। গড়াগড়ি দিয়া হাসি

সাইফুল আকবর খান এর ছবি

হুমম। হাসি মন খারাপ
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

এনকিদু এর ছবি

আমাদের সরকারের কর্তাদের জন্য কি কোন রুলস অব বিজনেস প্রযোজ্য নয়? নাকি তাঁরা এগুলোকে আদৌ পোঁছেন না?

নিয়ম আছে । পোঁছে না । নিয়ম না মানলে আমাকে কেউ ধরবে না - এটা যখন জানাই আছে, দরকার হলে নিয়ম ভাঙ্গে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।