অ্যাম্বিগ্রাম

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শুক্র, ০১/০১/২০১০ - ১:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমার করা কয়েকটি অ্যাম্বিগ্রাম।

অনুপ্রেরণা পেয়েছি সচলের অ্যাম্বিগ্রামগুরু জিয়েমতানিমের দু'টি পোস্ট থেকে [১], [২]। ড্যান ব্রাউনের এইঞ্জেলস অ্যান্ড ডেমনসের অ্যাম্বিগ্রামগুলো দেখেছিলাম আমিও, চমৎকৃত হয়েছিলাম, কিন্তু নিজে এমন কিছু করার ইচ্ছা হয়নি। তানিম সেই আগ্রহটা উসকে দিয়েছে একাধিকবার। ওর করা অ্যাম্বিগ্রামগুলোর মতো চমৎকার ওজনদার কিছু হয়নি, কিন্তু আমি নিজে এগুলো এঁকে ভীষণ খুশি।

এগুলো সব ইঙ্কস্কেপে আঁকা, তারপর গিম্প দিয়ে কমপ্রেস করা।

১.
ambigram

হিমু। নিজের নাম দিয়ে বিসমিল্লা করেছিলাম।
.
.
২.
ambigram_ranet

রেনেট। নিজের নামে করা অ্যাম্বিগ্রামটা নিয়ে রেনেট পরিহাস করায় চটেমটে ওর নামে একটা করলাম। বলতে দ্বিধা নেই, প্রথমটা বিখাউজ হয়েছিলো। সেই তুলনায় এটা অনেক ভালো হয়েছে।
.
.
৩.
ambigram_tanvir

তানভীর। তানভীর ভাইও গঠনমূলক সমালোচনার জন্য রেনেটের সাথে অ্যাম্বিগিফট দাবি করেছিলেন।
.
.
৪.
ambigram_tiingu

টীঙ্গু।
.
.
ambigram_auditio

অদ্বিতীয়।

একটা দুষ্ট পিচ্চিনিকে জিজ্ঞেস করলাম, অ্যাম্বিগ্রাম দেখেছিস? সেও রেনেটের দলে। অতএব তার জন্যে করে দিলাম দু'টো।
.
.

৫.
ambigram_hatupani

হাঁটুপানি। এটাও সেই দুষ্টের চ্যালেঞ্জ।
.
.
৬.
ambigram_jolodossu
.
.
জলদস্যু। চ্যালেঞ্জ উতরে যাবার পর দেখি দুষ্ট আবারও চ্যালেঞ্জ ঠোকে!
.
.
৭.
ambigram_monir
.
.
মনির। লম্পট মনিরোশেন নিজের নাম নিয়ে গিয়ানজামে ভুগছিলো। সাহায্যের (নুরুমানিকের্বাম)হাত বাড়িয়ে দেয়া।
.
.
৮.
ambigram_judhishthir
.
.
যুধিষ্ঠির।
.
.
৯.
ambigram_drohee
.
.
দ্রোহী।
.
.
১০.
ambigram_robin
.
.
রবিন।
.
.
১১.
ambigram_mridul
.
.
মৃদুল।
.
.
১২.
ambigram_suronjona
.
.
সুরঞ্জনা।
.
.
১৩.
ambigram_choshmawali
.
.
চশমাওয়ালী। শেষ খবর পাওয়া পর্যন্ত ইনার একটি মিষ্টি-ছিপছিপে-পড়ুয়া-রসিক ছোটোবোন আছে। অতএব এটি একটি তৈল্যাম্বিগ্রাম।
.
.
১৪.
ambigram_kather_senapoti
.
.
কাঠের সেনাপতি। তারেক নূরুল হাসানের গল্প সংকলন। প্রকাশক শস্যপর্ব। প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ২০১০।

(আরো কিছু যোগ করবো পরে)


মন্তব্য

সংসপ্তক এর ছবি

'হাঁটুপানি' - সবচেয়ে ফাটাফাটি।
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

ধুসর গোধূলি এর ছবি

- প্রথমটা দেখে কেমন ভীম ভীম লাগে!

এইবার টিউটোরিয়াল দে। একেবারে স্টেপ বাই স্টেপ। জব্বর কাগুর মতো না হয়া ওপেন সোর্স হয়া যা।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

হিমু এর ছবি

নাহ। অ্যাম্বিগুরু তানিমের সাথে সিন্ডিকেট কর্ছি। বালিকাদের জন্য বিশেষ ছাড়। গুরুজির সাথে ভাগেযোগে চোখ টিপি । আমাদের ট্যাগটিমের নাম অ্যাম্বিশাঁস চোখ টিপি !



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

ধুসর গোধূলি এর ছবি

- তুই যে জব্বর কাগুর মতোন কাম করবি এটা আর নতুন কী! তোরে আর তোর অ্যাম্বিশাঁসরে কইষ্যা করলাম ঠাশ (ওরফে বাঁশ)।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

জি.এম.তানিম এর ছবি

ট্যাগটিমের নাম জব্বর (কাগু না) হইসে...

আমার গুণের কথা মনে না রাখেন... ভাগের কথা ভুইলেন নয়া... খাইছে
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

হিমেল নাগ রানা এর ছবি

এটা আমার করা অ্যাম্বিগ্রাম। আমার (আসলে আমাদের ৬ জনের হবে) কোম্পানী'র লোগো। কেমন হল জানাবেন দয়া করে।

ছবি এড করার অনেক চেষ্টা করেও পারলাম না ... দুঃখিত ... বার বার কি যেন এক 'ব্যালাড অফ এ সোলজার' চলে আসে ... তাই লিঙ্ক টা দিলাম ...

http://www.inversionz.com

অর্ক [অতিথি] এর ছবি

আমার নাম দিয়ে বহুত চেষ্টা করেছিলাম।।।। হয় না ।।। হায়রে রেফ !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।